সেমাই

দ্রোহী এর ছবি
লিখেছেন দ্রোহী (তারিখ: বিষ্যুদ, ১৪/০৫/২০০৯ - ৪:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

যথারীতি অতি পুরাতন লেখা! তবে মনে হয় সচলায়তনের দুই-একজন ছাড়া বাকিরা কেউ এটা পড়েননি।



আমেরিকায় আসিবার কিয়দ্দিন পরের ঘটনা। গণিত ক্লাসে বসিয়া আছি, শিক্ষক
মহাশয় হঠাৎ বলিলেন, "সেমাই"।

আমি ভাবিলাম, ভালোই তো! এই পোড়া দেশে বসিয়া সেমাই খাইবো। মন্দ কি?
কিন্তু হায়! কিয়ৎকাল পরেই বুঝিতে পারিলাম সোনার বাংলার যাহা "সেমি" আমেরিকায় তাহাই "সেমাই"!


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

হো হো হো

মজা পাইলাম

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আলমগীর এর ছবি

মেম্বরের হইল কী? দু্ই লাইনার পোস্ট মারেন? তাও আবার এন্টাই-আমেরিকা।

দ্রোহী এর ছবি

মেম্বর আপাতত গম চুরিতে ব্যস্ত!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ফ্রুটিকা খাইছেন নাকি, সত্যি কথা বের হয়ে যাচ্ছে যে?

ধুসর গোধূলি এর ছবি

- ফ্রুটিকার চাইতেও তাকতবান টনিক, মেম্বরনীর সামরিক প্রশাসকীয় হুংকার, তাও একদম ফ্রী!! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

ভূঁতের বাচ্চা এর ছবি

সেমাই আর এন্টাই আম্রিকা শুইনা মজা পাইলাম।
দুলাভাই এতো ছোট্ট পোস্ট দিলে চলে ক্যামনে ? প্রিভিউতেই তো পুরাডা পইড়া ফালানো যায়। নতুন লেখা চাই।
-----------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

এইটা কি উত্তরাধুনিক ব্লগরব্লগর?

দ্রোহী এর ছবি

নজরুল ভাই লিখলে "উত্তরাধুনিক ব্লগরব্লগর" হইতো কারন তিনি উত্তরায় থাকেন। আমি যেহেতু লিখছি সুতারাং এইটার নাম দেয়া যাক "আলা-ফাকিং-ব্লগরব্লগর"।

ধুসর গোধূলি এর ছবি
মূলত পাঠক এর ছবি

মেম্বর মানে কী? মেম্বরের সমাস কি "মেম-এর বর", ষষ্ঠী তৎপুরুষ?

মানে আমাদের দ্রোহী কি মেমসাহেব জুটাইয়াছেন?

দ্রোহী এর ছবি

নাহ। মেমসাহেব জুটাইনি। আমার বউকেই জুটিয়েছি। দেঁতো হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

"আলা-ফাকিং-ব্লগরব্লগর"? চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

হ্‌, আলাবামায় থাকে দেইখা সেইখান থেকে বানাইসে। মাঝে দুষ্টু কথাটাও ঢুকায় দিসে অবশ্য।
---------------------------------

--------------------------------------------------------

আকতার আহমেদ এর ছবি

গুরুরে নিয়া কপি-পেস্ট পোস্টের পর আসছেন এই ক' লাইন পোস্টাইতে। আপ্নের হৈসেটা কী কন্তো?

অতিথি লেখক এর ছবি

আমারতো মনে হইতেছে ব্লগের চেয়ে কমেন্টই বেশি আগ্রহব্যঞ্জক!!
--------------
উদ্ভ্রান্ত পথিক

সুমন চৌধুরী এর ছবি
দুরন্ত এর ছবি

হেঁ হেঁ হেঁ, আমারতো আম্রিকা যাওয়া লাগে নাই। বুয়েটের শহীদুল হাসান স্যারই 'সেমাই-কন্ডাকটারের' সাথে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন।
এখন অবশ্য আমিও সুযোগ পেলে "সেমি"-কে "সেমাই" বানিয়ে ভাব নেবার চেষ্টা করি চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

ভার্সিটিতে আমাদের এক স্যার পড়াইতেন 'সেমাই-কন্ডাক্টর'... উনিও কিন্তু আম্রিকা থেকেই ডিগ্রী নিয়া আসছিলেন চোখ টিপি

আপনার ব্যস্ততা ফুরায় নাই? অনেকদিন তো তেমন ঢিসুম-ঢিসুম মার্কা পোস্ট দিতেসেন না...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হটডগ খাওয়ার পরে কী হইল?

সবজান্তা এর ছবি

সলিড স্টেট ডিভাইসে বুয়েটের বেশ জনপ্রিয় এবং ঝানু শিক্ষক, কাজী দীন মোহাম্মদ খসরু স্যার।

উনি সেকেন্ড ইয়ারে ক্লাসে এসে বলা শুরু করলেন, "ইফ উই টেক আ সেমাই কন্ডাক্টার..."

আমাদের প্রতিক্রিয়াও আপনার মতোই হয়েছিলো...


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি

এই কিডা আছিস্ দ্রোহীক চা চু দে....



অজ্ঞাতবাস

লুৎফুল আরেফীন এর ছবি

আপনি তো মহা ফাউল, একে তো পুরানা পোস্ট, তারপর আবার এদ্দুর!!!!!!!!!!!

সেমাই-পোস্ট ছেড়ে এবারে ফুল-পোস্ট দেন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা একটা হইলো?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

পিরায় কালোত্তীর্ণ একখানা কবিতা
যেহেতু পিরায় কিছুই বুঝি নাই

তুলিরেখা এর ছবি

মাল্টি না মাল্টাই?
আয় তোরে পাল্টাই !
হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তানবীরা এর ছবি

আমিও আজকাল কম বুঝি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানভীর এর ছবি

আমারে কইসিলো- 'সেমাই চড়ে যাবা?'
আমি তো মাথায় হাত 'সেমাই আবার চড়ে ক্যাম্নে! হয় সেমাই খায়, নয় সেমাই-ফাইনাল খেলে।'
পরে শুনলাম 'সেমাই' মানে আম্রিকায় 'ট্রাক'গুলারেও বলে হো হো হো
ভুদাই সব হালারা।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
পুঁচকা পোস্টেই মজা পাইলাম ব্যাপক। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

দ্রোহিটার কি যে হলো...
শাহাদাতরে ডাক্তে হবে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

বিপ্লব রহমান এর ছবি

শাহাদাত! শাহাদাত!! চোখ টিপি
---
না বুঝেই ডাক দিসি। দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দৃশা এর ছবি

গুফোনে খবর ফাইলাম ভাবী বলে 'দ্রুহী সেমাই' নামে নতুন এক সম্ভাবনাময় সেমাই উদ্ভাবন করছে!
গটনা খি সইত্য?

দৃশা

মুশফিকা মুমু এর ছবি

আমিও বুঝলাম না ইয়ে, মানে...

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।