রসময় পৃথিবী

দ্রোহী এর ছবি
লিখেছেন দ্রোহী (তারিখ: শনি, ১৯/০৯/২০০৯ - ১০:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
নাইজেরিয়ায় এক মহিলা মদ্যপ স্বামীর বিরুদ্ধে ডিভোর্স চেয়ে আদালতে মামলা করেছে। মহিলা আদালতের কাছে নালিশ করেছে যে তার স্বামী প্রায়ই মদ খেয়ে এসে তাকে ধরে পেটায়। কিন্তু ঘটনাটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে যখন সেই মাতাল হাঁড়ি-পাতিলের মধ্যে হাগু করে দিতে শুরু করলো।

অনলাইন নাইজেরিয়ার বরাত দিয়ে এপিপি.কম জানিয়েছে Oluwakemi Ogundele-র ৩৭ বছর বয়স্ক স্বামী Oluwafemi মাতাল হলেই এসে হাঁড়ি-পাতিলের মধ্যে হাগু করে রাখে।

বেরসিক আদালত মামলার রায় মুলতুবি রেখে স্বামী-স্ত্রীকে শান্তি বজায় রাখার আদেশ দিয়েছে।

২.
বউকে দমিয়ে রাখার কী দারুণ এক উদাহরণ! এখন থেকে বউ বাড়াবাড়ি করলেই দিবেন হাইগ্যা।


মন্তব্য

সবজান্তা এর ছবি

নীড়পাতাটা একদম গান্ধা কইরা দিলেন মিয়া। এইবার এয়ার ফ্রেশনার স্প্রে করেন...


অলমিতি বিস্তারেণ

_প্রজাপতি এর ছবি

হা হা হা , এরকম মাতলামী করলে বউয়ের উচিত সেই হাড়িতেই যত্ন্ করে রান্না করে জামাইকে খাওয়ানো। যেমন কু তেমন মু।
---------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

সুহান রিজওয়ান এর ছবি

কী সব আনেন ভাই...। পুরা যায়যায়দিন দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অবাক পৃথিবী।

অনিকেত এর ছবি

হা হা হা ------

অনিকেত এর ছবি

মহামতি লীলেনের জন্যে একটি উপদেশমূলক পোষ্ট হয়ে থাকল এইটা---
হা হা হা ----

দ্রোহী এর ছবি

লোল। আমিও খবরটা লেখার সময় লীলেন্দার কথা চিন্তা করতেছিলাম। দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি

বউ খেদানোর ডিজিটাল বুদ্ধিটা নোট কইরা রাখলাম

মেহদী হাসান খান এর ছবি

গুল্লি খাইসেরে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওস্টেলিয়া গিয়াও আপনি ভাল হইলেন না...

মুশফিকা মুমু এর ছবি

দ্রোহী ভাই ওস্টেলিয়া কবে আসলেন?

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

খাইসে ! তুমি জানোনা ? দুলাভাই তো এখন মেলবোর্নে থাকে।
কয়েক হপ্তা হইসে আসছেন উনি।
--------------------------------------------------------

--------------------------------------------------------

ভ্রম এর ছবি

ধুরু...এখন রান্না করার আগে সব হাঁড়ি-পাতিল আবার ভালো করে ধুয়ে না নিলে মনটা খুতখুত করবে। দিলেন তো কাজ় বাড়ায়ে।

তীরন্দাজ এর ছবি

এক্কেরে খাই্ছে!!!!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

আমি সবজান্তার সাথে একমত! এয়ার ফ্রেশ্নার মারেন ম্যান!!
--------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হো হো হো

রণদীপম বসু এর ছবি

হায় হায় ! এহন আমি খাইতে রওনা দিছি, আর আপনি এইটা কী করলেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

মনে করে খাওয়ার শেষে হাঁড়িতে ওইটা কইরেন কিন্তু

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শান্ত [অতিথি] এর ছবি

অনেকদিন পর দ্রোহী ভাইর মজার পোষ্ট পেলাম। ভাই আপনি কই থাকেন? আগের মতো বড় বড় পোষ্ট চাই আপনার।

ঝিনুক [অতিথি] এর ছবি

হাহাহাহাহাহাহাহাহাহাহা।। গড়াগড়ি দিয়া হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

এতো ছোট্ট হইলে পোষায় ক্যামনে গো দুলাভাই ?
আরো মজার মজার গল্প লিখেন না ক্যান আগের মতন ?
--------------------------------------------------------

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

এই পোস্ট লেখার পরের গঠনাঃ
"আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি! হাসপাতাল থেকে ফিরা আবার ব্লগাইয়েন জনাব।"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

আপনি লোক্টা খ্রাপই থাইকা গেলেন।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

আপনের কপালে হাসপাতাল ছাড়া কিছুই নাই @ধুসর গোধুলি।

আলীম স্যার, আপনার বিবিয়ে করা লণ্ডনী বউয়ের খবর কী? স্যার আমারে খারাপ বলেন কেনু? আমি কি হেগেছি?

শিমুল স্যার, আমিতো হাগি নাই স্যার। আমিতো কেবল খবরটা পোস্ট করেছি। আমাকে খারাপ বলছেন কেনু কেনু কেনু?

অছ্যুৎ বলাই এর ছবি

উপরিউক্ত মাতাল আসলে বাংলাদেশের এক সিঁদেল চোরের কাছ থেকে আইডিয়া পেয়েছে। বছর ২০ আগের ঘটনা। একবার এক চোর চুরি করার পরে রান্নাঘরে গিয়ে রান্নাকরা খাবার খেয়ে তারপরে আবার পাতিলে হাগু করে রেখে গেছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দ্রোহী এর ছবি

ছোটবেলায় এই ধরণের ঘটনার কথা প্রায়ই শুনতাম। এর ওর বাড়িতে চুরি করার পর চোর ব্যাটায় রসুই ঘরে ঢুকে চুরি করে ভাত খেয়ে হাড়ির মধ্যেই হাগু করে রেখে যেতো।

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

হইতে পারে একটা চোরই সব বাড়িতে ঢুকে এই কাম করতো!

ধুসর গোধূলি এর ছবি

- তারে ধইরা একপাতা এ্যামোডিস খাওয়াইয়া দিলেই হৈতো। কোনো শাস্তির দরকাই নাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

হো হো হো পারেনও আপনে, চলুক

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

হিমু এর ছবি

দিলেন তো সচলের পাতিলে হাগু করে। এখন ঊনিশটা পোস্ট লাগবে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তাহমিনা এর ছবি

হাহাপগে

***************************************
W‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍hen I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

এনকিদু এর ছবি

বউকে দমিয়ে রাখার কী দারুণ এক উদাহরণ! এখন থেকে বউ বাড়াবাড়ি করলেই দিবেন হাইগ্যা।

হ, তারপর সেই হাড়িতে রান্ধা ভাত আপনি নিজেই খাবেন ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

গোপালের একটা গল্প আছে- যে ঘানের তৈল ঐ ঘানেরই খৈল.... ঐ ব্যাটাকে ঐ হাঁড়িতেই খাওয়নো দরকার। যষ্যিণ দেশে যদাচার..........!
মডুরা, নীড়পাতাটা গান্ধা কইরা ফ্যালাইছে, একটু সুগন্ধি লাগাইয়া দেন...........

রেনেসাঁ

অতন্দ্র প্রহরী এর ছবি

শোনা যায়, আপনি নাকি ভাবীর হাতে রেগুলার পিডা খান। তাইলে? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শিরোনাম দেইখা ভাবছিলাম কোনো গুপ্তধনের খোঁজ দিবেন বুঝি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

হাহাহাহাহহাহাহহা!
....................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অতিথি লেখক এর ছবি

কি বলব বুঝতেছি না!!! হাহাপগে ইমো হবে

বোহেমিয়ান

অতিথি লেখক এর ছবি

ছ্যা: ছ্যা: ছ্যা: !!

- মুক্ত বয়ান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।