৬ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ২৪/০৬/২০০৭ - ১২:১৬পূর্বাহ্ন)
শালার এইখানেও শরীক। আইচ্ছা আমি কি কারো একটা শালিও লা-শরীক পামু না? মাত্র পটানি শুরু করলাম, আর এর মইধ্যে তেকোনার ধর্মের আব্বাহুজুর লাব্বায়েক শুরু কইরা দিছে।
আর মেম্বার সা'ব, আপনে আইসাই ঐ হাবশী চিমুটার কথা কইলেন ক্যা? এইডা এট্টা কাম করলেন?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
মেম্বার সা'ব আপনে আইছেন ভালা করছেন, এইবার আবার যানগা।
আমার চক্ষের সামনে এইসব আমি দেখতে পারুম না (গড়াইয়া কান্দোনের কোন সিম্বলিক শট নাই?)
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
৩২ | লিখেছেন কেমিকেল আলী (তারিখ: বিষ্যুদ, ২৮/০৬/২০০৭ - ১০:৫৬পূর্বাহ্ন)
বস দ্রোহী,
আপনাকে দেখে বড়ই আমেজ লাগতাছে। আপনি না থাকলে কিমুন ফাঁকা ফাঁকা লাগে।
আপনি যে এইখানে আইসাও আমারে খুজতাছেন তা দেখে মনে শান্তি পাইলাম।
মেইলের উত্তর পাইলে আরও অনেক বেশি পাইতাম।
মন্তব্য
স্বাগতম মেম্বার সা'ব।
শায়-শালিয়া সব খায়রিয়াত আছে তো!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওয়ালাইকুম আস সালাম।
অ্যাঁ, কি কইলা? ও সালাম দেও নাই? স্বাগতম কইছো? তয়, তোমারেও ধইন্যবাদ।(এইটা কইলাম তেকোনার ধইন্যাপাতা না, আমার জিনিষ আলাদা।)
শ্যালিকাদের কথা কি বলবো? আল্লাহর রহমতে শ্যালক-শ্যালিকাদের চাপে আমার নাভিশ্বাস ওঠার জোগাড়!! এ ব্যাপারে হযুর কিঞ্চিত ধারনা আছে মনে হয়।
শ্যালিকাদের অনেকেই বিবাহযোগ্য হয়ে উঠেছে, হযুকে ইঙ্গিত দেবার চেষ্টা করেছিলাম। তার কাছে একটা শ্যালিকা গছিয়ে দিলে মন্দ হয় না।
তবে আমার শ্যালিকাদের হিমু হইতে ১০০ হাত দুরে রাখবো। কারন, ওই ব্যাটার কামড়ের দাগ থাকলে উহাদের বিবাহ দেয়া মুস্কিল হয়ে যাবে।
দ্রোহীকে স্বাগতম। মুখের লাগাম খুলে লিখে যান।
আইসাই শুরু করলেন?
শ্যালিকা- আমার জন্যে বরাদ্দ নাই?
স্বাগতম!
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
স্বাগতম
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শালার এইখানেও শরীক। আইচ্ছা আমি কি কারো একটা শালিও লা-শরীক পামু না? মাত্র পটানি শুরু করলাম, আর এর মইধ্যে তেকোনার ধর্মের আব্বাহুজুর লাব্বায়েক শুরু কইরা দিছে।
আর মেম্বার সা'ব, আপনে আইসাই ঐ হাবশী চিমুটার কথা কইলেন ক্যা? এইডা এট্টা কাম করলেন?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ!
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
ছাগুমুক্ত ব্লগিং বলয় সচলায়তনে দ্রোহীকে স্বাগতম।
ভয় নেই, কামড়ের দাগকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া যাবে। তাছাড়া সার্ফ এক্সেলে কী বলে দ্যাখেন না? দাগ নেই তো শেখাও নেই!
হাঁটুপানির জলদস্যু
মেম্বার সা'ব আপনে আইছেন ভালা করছেন, এইবার আবার যানগা।
আমার চক্ষের সামনে এইসব আমি দেখতে পারুম না (গড়াইয়া কান্দোনের কোন সিম্বলিক শট নাই?)
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আবার লিখবো হয়তো কোন দিন
স্বাগতম...
বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
সুস্বাগতম। দ্রোহের উত্তাল বাণ উঠুক জেগে ব্লগিং-এ . . .
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আরে! সুস্বাগতম দ্রোহী ব্রাদার।
====
মানুষ চেনা দায়!
স্বাগতম
স্বাগতম!
স্বাগতম ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
স্বাগতম্ !
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
স্বাগতম কমরেড
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
স্বাগতম
(এ-টীমের কী হবে গো?সবাই আইসা পড়তাছে)
সাদরে বরিত হইলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দ্রোহী ভাইয়ের আগমন,
শুভেচ্ছা স্বাগতম।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শুকরিয়াহ সবাইকে।
হিমু: কামড়ের দাগ আর দুর্ঘটনার দাগ যে কোন অভিজ্ঞ মানুষই ধরতে সক্ষম। সুতারাং শালি-দায়-গ্রস্থ দুলাভাই হিসাবে আমি আমার পুর্ব সিদ্ধান্তেই অটল রইলাম।
গতরাতে মনে হয়েছিল আপনাকে এখানে পেলে মন্দ হতো না! সে কারনেই কথাটা বলেছি।
আজ এখানে এসে দেখি আপনি উপস্থিত। ভাল লাগছে, থার্ডআই তানভীরকেও নিয়ে আসেন।
আচ্ছা, কেমিকেল আলীকে কেউ নিমন্ত্রন জানায়নি?
কেমিকেল আলী আছে অমিত আহমেদের নিমন্ত্রন কোটাতে।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
দ্রোহী,
স্বাগতম। সবাইরে দিয়েছি, আপনাকে না দিলে কেমন দেখায়? নতুন খবর কি? নতুন কিছু ছাড়েন? আমি জার্মানীতে সুন্দর সময় কাটাচ্ছি। ভাল থাকেন।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
জার্মানী? ক্যামনে কি? আর সব খবর কি? স্বাগতম জানিয়েছেন, তার জন্য শুকরিয়াহ।
দ্রোহী,
দুনিয়াটা আসলেও খুব ছোট। জার্মানীর ব্লগাররা আসলেও খুব কেয়ারিং। পারলে চলে আসেন। ঠকবেন না।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
উপায় নাই, আগামী দুই/তিন বছর নট-নড়নচড়ন।
__________
কি মাঝি? ডরাইলা?
আচ্ছা হোসেইন ভাইরে কেউ ইনভাইট করছে নাকি ?
i know my song well before
i start singin'
স্বাগতম।
বস দ্রোহী,
আপনাকে দেখে বড়ই আমেজ লাগতাছে। আপনি না থাকলে কিমুন ফাঁকা ফাঁকা লাগে।
আপনি যে এইখানে আইসাও আমারে খুজতাছেন তা দেখে মনে শান্তি পাইলাম।
মেইলের উত্তর পাইলে আরও অনেক বেশি পাইতাম।
কি ব্যাপার কৈ থাকা হয়? কোন খোঁজ খবর নাই?
লেখা ছাড়েন জলদি!!
কি ব্যাপার কৈ থাকা হয়? কোন খোঁজ খবর নাই?
লেখা ছাড়েন জলদি!!
দ্রোহের আগুনে হোক সৃষ্টির পথ চলা! স্বাগতম।
কে.আলী: হবে হবে...হিমু বলে না? রয়েসয়ে....
শিমুল: দ্রোহের আগুন আপাতত বন্ধ। আগুনের মাসিক হয়েছে..আরও ২৯ দিন লাগবে ঠিক হতে!...
__________
কি মাঝি? ডরাইলা?
ইয়ে সবাই শালীসসদের নিয়া বাতচিত করে...কারো কি শ্যালক নাই?
দৃশা
যাক, স্বাগতম বলছিলাম টাইমমতো।
জাঝা
নতুন মন্তব্য করুন