যারা পাহাড়ের চূড়ায় চূড়ায় লাফিয়ে বেড়াতে চায় তারা যার যার পথে চলে যাক। আমি এইখানে বসে রব। এভাবেই সময় গড়িয়ে যাবে। আমার প্রিয় পাতা হলুদ হয়ে ঝরে যাবে। ধীরে ধীরে মানুষ দৌড় শিখে জন্ম নেবে। অভিধান থেকে 'হাটা' শব্দ ছেটে দেয়া হবে। কংক্রিটের আকাশ তৈরী একদিন সম্পন্ন হবে। মহাকাশ সুন্দরীদের কুমারীত্ব একে একে মোচন করা হবে। মানবিক আনবিক গবেষণার হুল্লোরে চারিদিকে কা কা কাক ডেকে যাবে। জোনাকীরা ইতিহাসের বইয়ের পাতায় আলো ছড়াবে। মানুষ দোকান থেকে হাসি কিনে ঘরে ফিরবে। এবং মানুষ এইভাবে সুখী হবে।
হোক, মানুষ সুখী হোক। আমার বসে থাকতেই ভাল লাগে। শুধু মাঝে মাঝে খুব ইচ্ছে করে শৈশবের নদীতে স্নান করতে আর ইচ্ছে করে পাটক্ষেতের পাশে শেয়ালের পাল দেখতে।
মন্তব্য
ভালো। এই টাইপের লেখাগুলো আরএকটু লম্বা হলে বড়ই ভাল হতো।
...............................
আমার লেখাগুলো আসে স্বপ্নের মাঝে; স্বপ্ন শেষে সেগুলো হারিয়ে যায়।
ধন্যবাদ অরূপ এবং প্রকৃতিপ্রেমিক। লেখা আরেকটু বড় হলে ভাল হয়, আমিও বুঝি কিন্তু ভাল লাগে নাগো ভাইজান, কিচ্ছু ভাল লাগে না, লিখতেও ভাল লাগে না।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
ভালো লাগলো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ব্যাপার না,সবারই মাঝে মাঝে এমন হয়।ঠিক হো যায়ে গা।
কোথাও গিয়ে একটা আড্ডা আর হাউকাউয়ে বসে যান কিছুক্ষন ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
- বসে থাকতেই ভালো লাগে!
দারুণ অনুভূতি।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার বসে থাকতেই ভাল লাগে বেশী। আর তাই সারাদিনই বসে বসে সময় কাটাই।
কি মাঝি? ডরাইলা?
"বসে থাকতেই ভালো লাগে"
হ!
আমারো..
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
"বসে থাকতেই ভালো লাগে"
হ!
আমারো..
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আপনি এতদিনের পুরোনো লেখা খুজে বের করেছেন দেখে অবাক হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
আমারো বসে থাকতে ভালো লাগে। আমার ধারণা জীবনের একটা বড় অংশ আমি কোন কাজ না করে বসে বসে কাটিয়ে দিচ্ছি...
নতুন মন্তব্য করুন