এসো নিজে করির দোকান থেকে বশ এর AKE35 নামের বেশ মারদাংগা দেখতে একটা যান্ত্রিক করাত ধার করে নিয়ে এলাম এই গত সোমবার। ১০ কেজি ওজন হবে ওইটার। মই বেয়ে তিন মিটার উপরে উঠে বাগানের ধারের ঝাউগাছগুলির ডগা ছেঁটে ফেলাটা উদ্দেশ্য। তিন বছরে ১০-১৫ সেমি মোটা হয়ে বেশ চেকনাই দেখাচ্ছে, কিন্ত তাদের জ্বালায় বিকাল তিনটা বাজতেই আমার পিছনের উঠান আন্ধার আন্ধার।
দুই ঘন্টাতেই ড্যানা ব্যাথা হয়ে গেল। AKE35 ঘোতঘোত করে প্রায় এক লিটার লুব্রিকেন্ট খেয়ে ফেলেছে, এর মধ্যে একটা চেইন ছিড়ে গেছে। এক বিশ্রী হুজ্জত। তিন ঘন্টার মাথায় মাত্র আরাইটা ডগা কাত করে, হাতে ঠান্ডার বোতল নিয়ে হাঁপাচ্ছি। গরমটাও পড়েছে আজ। গাছ মোট চারটা, তাঁদের ডালাপালা হবে ডজন দেড়েক। দিল্লী বহুত দুরস্ত।
মাথার উপর শূন্যে একটা ছোট মরিচা বাতি জ্বলে উঠল। গত গ্রীষ্মে তো একটা সনাতন করাত কেনা ছিল, নাকি?ছাই রঙের হাতল, তেলতেলে কলেবর আর ধার ধার, কোথায় আছেন তিনি? স্টোররুমে পাতি পাতি। একট ছালার নিচে শুয়ে ঘুমাচ্ছিলেন সেই ক্ষীণকটি। শাব্বাস।
একঘন্টায় দশটা ডগা কাইত। AKE35 এর গুষ্টি মারি। বেঁচে থাক আমার ছালার তলার করাত সোনা।
মন্তব্য
কিন্তু, একঘন্টায় দশটা ডগা কাইত।
বোঝা যায় কষ্ট গেছে ...
তবে, বেশ মজা করে লিখেছেন।
ভাল-লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
- আপনি তো মিয়া বেশ "দুর্দান্ত"! এ্যাকেপঁয়ত্রিশের গোষ্ঠিও মারা ধরছেন। কেটে যাবে না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এক আঘাতে দশটি কাত...! ভাল লিখেছেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন