জেলার নাম লালকুপি - ৫

দুর্দান্ত এর ছবি
লিখেছেন দুর্দান্ত (তারিখ: শুক্র, ১৬/০৫/২০০৮ - ৩:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকালে তিন ঘন্টা আর বিকালে আড়াই ঘন্টা ট্রাফিক জাম এ বসেছিলাম আজকে। অফিসের পাঁচঘন্টা যেমন ফুরুত করে পার হয়ে যায়, দিনের শেষে এসে মনে হয় আরো কয়েকটা ঘন্টা থাকলে ভাল হত, জামের মধ্যে গাড়িতে বসে বসে তা মনে হচ্ছিল না।
সিডি চেঞ্জারে গত সপ্তাহান্তের ছোটে গোলাম আলি, কৈলাশ খের আর হাবিবকে বার দুয়েক পেরিয়ে এসে আর ভাল লাগছিল না। বিবিসিতে গিয়ে প্রথম আধা গন্টা মজা পাচ্ছিলাম, কিন্তু তারপরই ব্রাজিলের জংগল বাঁচানোর অপর ভালোচোনা শুরু হওয়ার পর আর মন টিকলো না। এমনিতেই ওলন্দাজ এফ এম এর অবস্থা অতভাল না, কিন্তু আমি যেখানে আটকে ছিলাম, মানে হেগ আর লাইদেনের মাঝামাঝি, ওখানে অখাদ্য সব চ্যানেলঃ হয় উম-পা-পা না হয় ধিন-চাক ধিন-চক, না হয় আরো ভয়াবহ ভালোচনা। রক, আর-এন-বির বাতাস এখানে কখনো বয়নি।
ফিরতি পথে এক পশলা বৃষ্টি পড়ছিল। বেশ কিছুক্ষন গুতাগুতির পর স্কাইরেডিও তে পা হড়কালো।

রেডিওতে এভানেসেন্স এর একটা গান, বাইরের ভেজা সবুজ, বৃষ্টি, ঝরো বাতাস এর মধ্যে কিছুক্ষনের জন্য আমি অন্য কোথাও হারিয়ে গেলাম।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরেকটু ছোট লেখতেন... তাইলে আর কষ্ট কইরা পোস্টে ঢুকতে হইতো না...
কোন পোস্টে জানি দাবী তুলছিলাম দূর্দান্ত হইছে ইমোটিকনের... ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুর্দান্ত এর ছবি

আরেকটু ছোট লেখতেন - ভাল আইডিয়া তো, দেখি পরের গুলা আরো খাটো কইরা দিব।
দূর্দান্ত হইছে ইমোটিকনের.....গাইল দিলেন না তো আবার?

মুশফিকা মুমু এর ছবি

evenesence আমার খুব প্রিয় ব্যান্ড, এই গানটাও, মন খারাপ করে দিলেন মন খারাপ খুব খুব
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তীরন্দাজ এর ছবি

আপনার সিরিজটি দুর্দান্ত, দুর্দান্ত!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।