জেলার নাম লালকুপি - ১০

দুর্দান্ত এর ছবি
লিখেছেন দুর্দান্ত (তারিখ: সোম, ১৩/০৭/২০০৯ - ৪:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoছোট বেলায় বাসার আশেপাশের জলা জায়গা ধানক্ষেত ইত্যাদি বছরের কোন এক সময় ব্যাঙ্গাচিতে ভরে যেত। আঁজলা ভরে কালো কালো ব্যাঙ্গাচি তুলে বড় মানকচুপাতায় জমিয়ে এনে বাড়ির মুরগিদের দিতাম। হাত পা ছাড়া ব্যাঙ্গাচিগুলো শুকনো ডাঙ্গায় পড়ে কিলবিল করে পালিয়ে যেতে চাইতো, কিন্তু মুরগিগুলো তার আগেই সেখানে পৌছে ঠোকর দিয়ে সাবাড় করে দিত। আমরা পাড়ার পোলাপান তা দেখে হাততালি দিতাম।
----

Get this widget | Track details | eSnips Social DNA

হেড অফিসে কয়েকবছর কাটিয়ে, এই মে মাসে আঞ্চলিক অফিসে বদলি হয়েছি। অপরিচিত মুখ সব, ইংরেজীর প্রচলন নেই। হেড অফিসের মত আন্তর্জাতিক তো নয়ই, বরং অ-ইউরোপীয় মানেই ক্লিনার, এর বাইরের কিছু মনে করতে এখানের বেশীরভাগ লোকই অভস্থ নয়। সন্ধায় বাড়ি ফেরার আগে যারা ঝারমোছ করতে আসে, তারাই আমার মত। অন্যেরা সবাই দুধ সাদা। মিটিংগুলো দেশী ভাষাতেই চলে, রটারডামে ওলন্দাজ, ব্রাসেলসে ফরসী আর হামবুর্গ-ওয়েসলিং এ জার্মান। ফরাসী-ওলন্দাজে কাজ চালাতে পারি, কিন্তু জর্মান বুঝলেও বলতেতো পারি না। কারখানাগুলোয় বেশীরভাগ লোকই কয়েক দশক ধরে একসাথে কাজ করে যাচ্ছে। আচমকা ভিনদেশী এক ছোকরার জন্য তাদের ভাষা বদলাতে বয়েই গেল।
----
জুনের প্রথমসপ্তাতেই সমন এলো ; সকল কন্ট্রাক্টর হঁটাও, সকল প্রকার নতুন কর্মচারী নিয়োগ বন্ধ, প্রতি কারখানা থেকে ক% লোকবল কমাও। সত্যি বলতে কি এর মধ্যে কারখানার সব শ্রমিক-অপারেটারদের সাথে দেখা করা হয়ে ওঠেনি, তাই তাদের জন্য মন অতটা টানেনি। তা ছাড়া ওদের ঠাস করে বাদ দেওয়া যায় না, গেলেও তারা যে পানিতে পড়বে তাও না। মনটা বেশী খারাপ হচ্ছে আমার কন্ট্রাক্টরদের নিয়ে। দলে গোটা ২০ এক কন্ট্রাক্টর আছে, সিক্স সিগ্মা, এস এ পি, সক্স ইত্যাদিতে প্রশিক্ষন ও সয়ায়তা দেয়। ওলন্দাজ, পর্তুগীজ, স্পেনীয়, ভারতীয়, চেক, ব্রিটিশ বুদ্ধিদীপ্ত সব তরুন তরুনীরা। এদের সবাইকে বিদায় করে দিতে হবে এই মাসান্তেই। কয়েকজনের কথা জানি, তাদের প্রতিষ্ঠান এদের সরাসরি দেশে ফেরত পাঠিয়ে দেবে।

গতরাতে স্বপ্নে ব্যাঙ্গাচিগুলোকে দেখলাম যেন। এবার আর হাততালি দিতে ইচ্ছে করে নাই।


মন্তব্য

এনকিদু এর ছবি

গতরাতে স্বপ্নে ব্যাঙ্গাচিগুলোকে দেখলাম যেন। এবার আর হাততালি দিতে ইচ্ছে করে নাই।

হুমমম ...

-

দলে গোটা ২০ এক কন্ট্রাক্টর আছে...

এখানে একটু সংশোধণ লাগবে মনে হচ্ছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দুর্দান্ত এর ছবি

" দলে গোটা ২০ এক কন্ট্রাক্টর আছে...
এখানে একটু সংশোধণ লাগবে মনে হচ্ছে ।"

বুঝি নাই।

সাইফ তাহসিন এর ছবি

খুব মন খারাপ হল আপনার আসন্ন দায়িত্বের কথা ভেবে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দ্রোহী এর ছবি

ব্যাঙাচিগুলারে দেখে শুক্রাণুর কথা মনে আসছে আমার !!!!!!!

সবজান্তা এর ছবি

হাত মেলান আমার লগে। আমিও হোমপেজ দেখে ভাবতেছিলাম, লালকুপি জেলার সাথে শুক্রানুর কী সম্পর্ক থাকতে পারে চিন্তিত


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

আপনে মিয়া মানুষ খ্রাপ। খালি বাজে চিন্তা।

দুর্দান্ত এর ছবি

নিষ্পাপের পাইকারি অপচয় দুনিয়ার একটা নিষ্ঠুর নিয়ম। এখন শুক্রানু -ব্যাঙাচি - যেইটা ভাইবা আরাম পান।

মামুন হক এর ছবি

আপনার আমার তেমন কিছু করার নাই বস, আমরা নিজেরাই ব্যাঙাচি হয়ে বসে আছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।