ছিল হয়তো কখনো একটা সময়। রবিবার সকালে পরিপাটি কেতাদুরস্ত অভ্যাগতের ঢল। আঁধার কুলুঙ্গিতে মোমবাতি। হয়তো উপাসনা। হয়তো শুধু কিছু প্রশান্ত নীরবতা। সেই দিন আর নেই।
নেদারল্যান্ডের দক্ষিণের শহর মাস্ত্রিখ্ত এর এই গির্জাটি ত্রয়োদশ শতাব্দীতে যাত্রা শুরু করে ডমিনিকান সন্ন্যাসীদের উপাসনালয় হিসাবে। ডমিনিকানদের কথা বিষদে লেখার জন্য এই পোস্ট নয় তবুও বলে রাখি এই ক্যাথলিক সন্ন্যাসীরাই নবম গ্রেগরির ইঙ্কুইজিশন কার্যকর করেছিল। ইউরোপ ও ঔপনিবেশিকদের সাথে সারা দুনিয়া ছড়িয়ে পড়া প্রচণ্ড প্রভাবশালী এই দলটি কয়েক শতাব্দী ধরে পোপের লাইসেন্স বলে করে গেছে একের পর এক মানবতার বিরুদ্ধে অপরাধ। রেনেসাঁর মনিষীদের দমিয়ে রেখেছিল যে ধর্মযাজকের দল, তাদের বেশীরভাগ ধর্মযাজকেরা এসেছিল এই ডমিনিকান অর্ডার থেকে।
১৭৯৪ সালে নেপোলিয়ন ক্যাথলিক ডমিনিকানদের এই গির্জা থেকে তাড়িয়ে দেয়। এরপরে এই ভবনটি কখনো প্যারিশ, কখনো গুদাম ঘর হিসাবে ব্যবহৃত হয়েছে। আজকে এটি একটি বই এর দোকান। ওলন্দাজ বই-কিতাবের চেইন-স্টোর সেলেক্সিজ এর মাস্ত্রিখ্ত শাখা এটি। বইয়ের পাতায় পাতায় এখানে বিশ্বাস যাচাইয়ের সুযোগ উপচে পড়ছে। তবে ত্রয়োদশ শতাব্দীর খুব সুন্দর ফ্রেস্কোর একাংশকে পুনরুদ্ধার করা হয়েছে বেশ মমতার সাথে।
ইউরোপের মফস্বলে আর শহর এলাকার অগণিত উপাসনালয় পরিণত হয়েছে বাসাবাড়িতে, শুঁড়িখানায়, কারখানায়। আধ্যাত্মিকতাকে পাশে ঠেলে সামনে এসে দাড়িয়েছে ইহজাগতিকতা। কিছু গির্জা আবার মসজিদে পরিণত হয়েছে।
মসজিদের শহর ঢাকা পাঠাগারের শহরে পরিণত হতে পারে কি কোনদিন?
আমি খুব একটা আশাবাদী নই। আপনি?
মন্তব্য
আমি আশাবাদী।
facebook
সবিনয়ে আপনার আশার ভিত্তিটা জানতে চাইছি। আপনি সেটা জানালে নিচের দুটো ঘটনার যে কোন একটা ঘটবেঃ
এক, আপনার আশার ভিত্তিটা সঠিক বা বাস্তবোচিত হলে তাহলে আমি ব্যাপারটা শিখতে পারবো, এবং আমিও আপনার মতো আশাবাদী হতে পারবো।
দুই, আপনার আশার ভিত্তিটা সঠিক বা বাস্তবোচিত না হলে আপনি নিজের অবস্থানটা সংশোধন করতে পারবেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
একটি কথাই মাথায় আসছে - দুর্দান্ত। (Y)
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
কিছু ঘটনা জানা হলো। (Y)
(Y) (Y) (Y) আসলেই দুর্দান্ত
মসজিদগুলো পাঠাগার হবে কি না জানি না
তবে বাংলাদেশে 'মসজিদ ভিত্তিক পাঠাগার প্রকল্প' নামে বেশ অর্থকরী একটা প্রকল্প চালু আছে যতদূর জানি।
যদিও জানি না সেই অর্থ কোথায় যায় কী হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল
হবে একদিন ! তবে দেখে যেতে পারব কিনা জানিনা।
সেদিন ম্যালা দূর।
এখনো আমাদের কাঠমোল্লাদের সহজে সোনা ঠাঁটায় যায়।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
আমি আশা কেন এই বিষয়ে চিন্তাও করি না !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মসজিদের শহর জ্যামের শহরে রূপান্তরিত হয়েছে। আর পাঠাগার তো দূরের কথা, এখন বেশীরভাগ জায়গাতে গল্পের বইয়ের দোকানই দেখা যায় না। যে দুই একটা বইয়ের দোকান দেখি এখানে ওখানে, তারা ইংলিশ মিডিয়ামের এবং প্রাইভেট ভার্সিটির পাঠ্যবই বিক্রেতা! অলিতে গলিতে সিডির দোকান গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মত, মোবাইলের দোকানের তো কথাই নেই, কিন্তু এখনো আমাকে বই কিনতে নীলক্ষেত-নিউমার্কেটে যেতে হয় এই বসুন্ধরা থেকে।
পাঠাগারের শহর হবে কিনা জানি না, তবে ভ্রাম্যমান পাঠাগার যে এখনো আলো ছড়িয়ে যাচ্ছে সেটা জানি।
-অয়ন
পরিহাসের ব্যাপার হলো, ক্যাথলিকরা কিন্তু পিউরিটানদের সম্পর্কে এমন কাঠিন্যের অভিযোগই তোলে। যেমন প্রোটেষ্টানরা তোলে ক্যাথলিকদের নিয়ে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন