১
চালের দাম নিয়ে নাটক ভালোই হচ্ছে। সরকারের মান্যবর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব। আবার এও বলেন তার কিছুই করার নেই এই ব্যাপারে। অন্যদিকে সেনাপ্রধান বলেন, এ সবই ব্যবসায়ীদের কারসাজি।
আমরা আক্ষরিক অর্থেই চুনোপুটি। আপনারা যেভাবে বলেন, আমরা সেভাবেই বিশ্বাস করবো। তবে অনুরোধ শুধু এটাই, কি বলবেন তা অন্তত নিজেরা ঠিক করে নিন।নিজেরাই যদি বিভিন্ন 'ভার্সনের' সত্য বাজারে ছাড়েন,তাহলে আমাদের বড্ড অসুবিধা হয়। আমরা যে কার বক্তব্যের সাথে ঘাড় নাড়াবো সেটা ঠিক বুঝে উঠতে পারি না। তবে আপনারা একদম টেনশন করবেন না, চালের দাম যতই বাড়ুক তাতে আমরা একদম নাখোশ হব না।
২
চালের দাম নিয়ে এহছান লেলিন ভাইএর একটা লেখা পড়েছিলাম সেইদিন। পড়ার সময়ও আমি ভাবতে পারি নি, এমন চমৎকার পরিস্থিতি আমার জীবনেও আসবে। গতকাল নিউমার্কেট যাবো, সি এন জি অটোরিক্সা ঠিক করছি।
-আমি: এই সি এন জি যাবা নিউমার্কেট?
-সি এন জি চালক: (অনেকক্ষণ ভেবে) চলেন, ৪০ টাকা দিতে হইবো।
-আমি: এইখান থেকে এইখানে চল্লিশ টাকা!! তোমার মিটার কি দোষ করলো ?
--সি এন জি চালক: মিটারে যাওন যাইবো না। চালের দাম জানেন? আপনেরা না হয় বড়লোক মানুষ, কিন্তু আমাগো দিন চলে ক্যামনে ?
এই কথা বলার পর আমার আসলে কিছু বলার থাকে না। চুপচাপ সি এন জি তে চড়ে বসি আর ভাবতে থাকি। আমি না হয় এখন ছাত্র, নিজের টাকাতে সংসার চালাই না। কিন্তু আমার বাবা ? তাকেও নিশ্চয়ই কত চিন্তা করতে হচ্ছে সংসার চালাতে এই দুর্মূল্যের বাজারে। আরো খারাপ লাগে যখন বাংলাদেশের কত নিম্ন আয়ের লোক আছে। তারা কিভাবে বেঁচে আছেন ? কি খাচ্ছেন তারা ? মোটা চালও যখন এই অগ্নিমূল্য ধারণ করে, মানুষ আর কি খেয়ে বাঁচতে পারে ? রুটি যে খাবে, ময়দার দামতো আরো আগের থেকেই আকাশে চড়ে আছে। আমি নবাবজাদা, খাই-দাই, আড্ডা মারি, অবসর সময়ে পড়তে বসি। বাজার-সংসার এইসব শক্ত কথা আমি কোন দিন ভাবিওনি, ভাবতে হবে এমনটাও মাথাতে আসেনি। সেই আমার মাথাতেই এখন ঘোরে, চালের দাম এত হলে চলবে কিভাবে ? আটা ময়দা তেল কিছুর দামই তো নিচের দিকে নেই। সাত পাঁচ ভাবতে ভাবতে সি এন জি অটো নিউমার্কেটের গেটের সামনে এসে দাঁড়ায়। আমি ভাড়া মিটিয়ে অন্যমনস্ক মনে হাটতে থাকি।
৩
বাংলাদেশে এখন কত লোক আছে ? আমার ঠিক জানা নেই। ছোট বেলাতে পড়তাম ১২ কোটি। ধরলাম, একদম কম করে হলেও বেড়ে তা ১৫ কোটি হয়েছে।বাংলাদেশের দ্রব্যমূল্য যেভাবে পজিটিভ স্লোপে বেড়ে উপরে উঠছে, তাতে দুই তৃতীয়াংশ লোকই এই মূল্য বহন করতে পারে না। যদি আমরা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিয়োরীতে ভরসা রাখি, তাহলে দেখা যাবে খেতে না পেয়ে এই দুই তৃতীয়াংশ লোকই ভোজবাজির মত উড়ে যাবে। বেঁচে থাকবে এক তৃতীয়াংশ ( ৫ কোটি ধরলাম ) ফিটেস্ট। বাংলাদেশ ভূ খন্ডের যা আয়তন ( বিশেষত বৈশ্বিক উষ্ণায়নের কারনে যখন ভূখন্ড সংকুচিত হবে তখন ), ৫ কোটি লোক একদম যথার্থ হবে।
তাই আসুন আমরা, যারা দরিদ্র, ব্রাত্য,নমঃশূদ্র--তারা বিদায় নেই এই পৃথিবী থেকে। এই পৃথিবীতে থাকার সকল যোগ্যতা আমরা হারিয়েছি।
মন্তব্য
হায়রে জাতি এখনও বুঝেননা??
যেই দিকে মেঘ সেই দিকে ছাতি ধরবেন।
আর যেই দিকে বন্দুকের নল সেই দিক ঘাড়।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হায়রে! এ যে সয়াবিনের পরিবর্তে জলপাই তেলকথন!!
..যা শোনায় তাই শুনি, ঘাড়ে ব্যথা! কীসের আবার ঘাড় নাড়ানাড়ি?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সামাজিক নৈরাজ্য ও অস্থিরতা কি বেড়ে যেতে পারে এর ফলশ্রুতিতে? তখন ফিটেস্ট-রা কোথায় লুকাবেন?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
এই দুই ভার্সনরে যোগ করেন। কী খাড়াইলো? "আন্তর্জাতিক বাজারের প্রভাবে ব্যবসায়ীদের কারসাজি।"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
Ei lekha pore mone porlo, gotokal ke Rainbow gelam recorded cd gula niye ashte. Record korate eto beshi taka nichche keno jiggasha korate sheshmesh Mukul bhai o bole boshlo "Chaal er daam koto janen?" Bhat e mara porar obosthai bodhoi.
(Sorry amar PC te Bangla font software install kora na thakai English e likhte holo)
.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.
কন্ট্রোল + অল্টার + ইউ চাপ দিয়ে দ্যাখ।
হাঁটুপানির জলদস্যু
আইডিয়া!
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ সবাইকে লেখাটা পড়ার জন্য। বিশেষত, রাবাবকে, যিনি তার এত ব্যস্ত সময়ের মধ্যেও আমার মত হরিজন লেখকের লেখা পড়ার সময় পেয়েছেন। এই জন্য তাকে উত্তম-জাঝা !
@ সুবিনয় মুস্তফী --
অস্থিরতাতো বাড়ারই কথা।বিপ্লব-প্রতিবিপ্লব অনেক শক্ত কথাই মাথাতে আসে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো হবে কিনা আমার সন্দেহ লাগে। সাময়িক একটা প্রতিরোধ হয়ত আসবে, কিন্তু তা কি আদৌ কোন পরিবর্তন আনতে পারবে ?
সমাজ বিজ্ঞানীরাই ভালো বলতে পারবেন ।
@হিমু
ভাই, ক্যামনে কি !!
--------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হে হে! পাইছি।
.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.
নতুন মন্তব্য করুন