এই মাত্র বিডিনিউজ২৪ এর থেকে জানতে পারলাম যে, নাট্যকার সেলিম আল দীন গুরুতর অসুস্থ। তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।তিনি বর্তমানে ল্যাব এইডে ভর্তি আছেন।
কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যানুযায়ী, তাঁর অবস্থা যথেষ্ট সংকটাপন্ন।
বিস্তারিত জানতে চাইলে পড়ুন এখানে।
আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝেই থাকবেন, দারুন সব নাটক উপহার দিবেন।
মন্তব্য
কারো কাছে কোন আপডেট থাকলে, মন্তব্যের ঘরে জানানোর অনুরোধ রইলো।
------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কী সাংঘাতিক!
তিসি সুস্থ হয়ে উঠুন।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আরোগ্য কামনা।...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো। আশা করি তিনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
তার দ্রুত আরোগ্য কামনা করি। গতকালও অবশ্য টিভির খবরে তাকে দেখেছি। কথা বলছিলেন।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
স্যারের দ্রুত আরোগ্য কামনা করছি।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ঢাকায় ফোন করে জানলাম, অবস্থা অপরিবর্তিত। মেডিক্যাল বোর্ড বসেছে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
খুবই বেদনাদায়ক । তাঁর রোগমুক্তি কামনা করছি।
--- ফকির ইলিয়াস
দ্রুত সেরে উঠুন সেলিম আল দীন
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন