ছেলেটা এখনো অনেক ছোট। তারও ছোট আরেকটা ছেলে। ভাই। মা নেই। বাবাও না। ছেলেটার বড্ড কষ্ট। কঠিন রোগ হয়েছে তার ছোট ভাইয়ের। তারও। তার মা-বাবা, সবার একই রোগ। কঠিন রোগ, গরিব রোগ। দুঃখ রোগ। বোনেরও। উত্তরাধিকারসূত্রে পেয়ে আসা এ সমাজেরই রোগ- এই গরিব রোগ।
ঈশ্বর তাদের পাঠিয়েছেন এই রোগ দিয়ে, আবার নিয়ে যাবেন এই রোগ সহকারেই। তিনি মানুষকে নিয়ে খেলতে ভালোবাসেন। বৈষম্য নিয়ে খেলা করাই ঈশ্বরের উদারতা!
ছেলেটা অন্ধগলিতে পরে থাকে, দিন-রাত। পকেটে টাকা নেই, থাকলে হয়তো আবেগি হওয়া যেত। তা হতে পারে না। কারণ ওই একই, গরিব রোগ। আবেগ তার গলা চেপে প্রতি চব্বিশ ঘণ্টায় হত্যা করে তিন বার। সকাল-দুপুর-রাত। এই তিন বেলা।
ঈশ্বর নাকি সব দেখেন! তাহলে তিনি চন্দ্রিমা রাতের সেই মেয়েটাকেও দেখেন। বোনটাকেও দেখেন। দেখেন তার গরিব রোগটাকে। শরীরি রোগ। দেহ বেচার রোগ। আহ্ কি সুখ...। দেহের সুখ। গরিব সুখ! বেচা-কেনার সুখ! ঈশ্বর দেখেন। প্রতি চাহনীতে করেন পূর্ণিমা ধর্ষন। প্রতিদিন তারা শত সহস্রবার হন ধর্ষিত। যতবার ঈশ্বরের দৃষ্টি যায় ততবারই তারা ধর্ষনের স্পর্ষ অনুভব করেন। গরিবি ধর্ষন! ঈশ্বরের ধর্ষন!
মেয়েটা প্রথব যেদিন ধর্ষিত হলেন সেদিন পরিণত হন নারীতে। বারবার ধর্ষিত হয়ে হলেন বেশ্যা। সমাজে যারা অনেকের কাছে অস্পৃশ্য।
আর বেশ্যারা ধর্ষিত হলে হয় ঈশ্বর। মেয়েটা ঈশ্বর হতে পারে না। পারে না তার ছোট ভাই আর মা-বাবার কারণে। গরিব রোগের কারণে। শিকড়ের বন্ধনে আটকে পড়ে থাকে তারা। অথচ ঈশ্বর হতে পারলে এ সমাজ তার প্রার্থনা করতো।
তার ভাই, তারও ছোট ভাই- সবাই হতো সমাজের এক একজন ঈশ্বর।
মেয়েরা ধর্ষিত হয়ে হয় নারী। নারীরা ধর্ষিত হয়ে হয় বেশ্যা। আর বেশ্যারা ধর্ষিত হলে হয় ঈশ্বর। আমি ওই ঈশ্বরকেই প্রার্থনা করি!
মন্তব্য
ভালো লিখেছেন।তবে'বেশ্যারা ধর্ষিত হলে হয় ঈশ্বর' এতে কট্টরপন্থীরা আবার ক্ষেপে না যায়।
মহসীন রেজা
এখানে কট্টর কোনো কথা লিখিনি। এটি রূপক অর্থে ব্যবহার করেছি মাত্র।
ধন্যবাদ মহসীন রেজা, আপনার মন্তব্যের জন্য।
রক্তে নেবো প্রতিশোধ...
হুমম..কিছুই বুঝলাম না ।
( জয়িতা )
জয়িতা, না বুঝার মতো কী কিছু লিখেছি?
রক্তে নেবো প্রতিশোধ...
০২
অতি পরিচিত লিনিয়ার কাহিনী
কিন্তু চমৎকার এক উপস্থাপনা
- তব্দা লাগায়া দিলেন বস
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ।
রক্তে নেবো প্রতিশোধ...
লেখার কম্পোজিশানটা ভাল লাগল ৷
----------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ।
রক্তে নেবো প্রতিশোধ...
কী আর বলব ...
চমতকার, দূর্দান্ত সাহসী, ধন্যবাদ। সহমত ...
... নামহীন
কেন এই 'শব্দদুটি টাইপ ' এর ঝামেলা... ?
ধন্যবাদ।
রক্তে নেবো প্রতিশোধ...
লেখার ধরনটা চমতকার।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
রক্তে নেবো প্রতিশোধ...
(''বেশ্যারা ধর্ষিত হলে হয় ঈশ্বর। আমি ওই ঈশ্বরকেই প্রার্থনা করি! '')--এটা বুঝতে পারছিনা ।
( জয়িতা)
জন্মদিনে অনেক অনেক শুভকামনা।
ভালো থাকুন, নিরাপদে থাকুন
চমৎকার উপস্থাপনা।
ভাল লাগল।
স্তব্ধ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
নতুন মন্তব্য করুন