ঈশপের গল্প (৫১ - ৫৫)

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: সোম, ১৩/০১/২০১৪ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সমকালীন সমাজের সাথে কতটা প্রাসঙ্গিক এই গল্পগুলি সেই কৌতুহল থেকে কয়েকমাস আগে এদের ফিরে পড়তে আর সেই সাথে আমার অনুভব-এ অনুবাদ করতে শুরু করি। যত দিন গেছে তত অবাক হয়ে গেছি দেখে যে একের পর এক গল্পগুলি কি প্রবলভাবে আমাদের সময়ের কথা বলছে। এই গল্পগুলিতে যাঁরা মন্তব্য করেছেন তাঁরাও বিভিন্ন সময়ে বিভিন্ন গল্পে একই অনুভব-এর কথা জানিয়েছেন। আসুন, দেখা যাক এবারের পঞ্চক-এ কি পাওয়া গেল।

অনুবাদ ইংরেজী পাঠের অনুসারী, আক্ষরিক নয়। সাথে আমার দু-এক কথা। 

গল্পসূত্রঃ R. Worthington (DUKE Classics)-এর বই এবং আন্তর্জাল-এ লভ্য http://www.aesop-fable.com -এ ইংরেজী অনুবাদের ঈশপের গল্পগুলি। 

গল্পক্রমঃ R. Worthington-এর বইয়ে যেমন আছে।

----------------------------------------------------------------

(৫১)
The Charcoal-Burner and the Fuller

এক কয়লা-বানিয়ে আর এক ঊল পরিস্কার করা লোক

কাঠ পুড়িয়ে কয়লা বানালে তাকে বলে কাঠ-কয়লা। একটি লোক কাঠ-কয়লার ব্যবাসা করত। নিজের বাড়িতেই সে কাঠ-কয়লা বানিয়ে নিত।
আর একটি লোক ছিল যে ঊল-এর জামা-কাপড় বানানোর জন্য ঊল পরিস্কার করার কাজ করত। সেও নিজের বাড়িতেই থেকেই ঊল কাচাকাচি করত।
কাঠ-কয়লা বানানোর লোকটির সাথে একদিন ঊল-কাচিয়ে লোকটির পরিচয় ঘটল। এ-কথা সে-কথার পর কাঠ-কয়লা বানানো লোকটি তার নুতন বন্ধুকে তার নিজের বাড়িতে উঠে আসার প্রস্তাব দিল। বলল এতে দু'জনের-ই অনেক খরচ বেঁচে যাবে, দু'জনের-ই কত সুবিধা হবে। ঊল-কাচিয়ে বলল, “অসম্ভব, আমার পক্ষে সেটা মোটেও সুবিধার হবে না। আমি যা কেচে-কুচে সাফ করব তোমার কাঠ-কয়লার গুঁড়োয় তা সাথে সাথে কালো হয়ে যাবে।”

প্রাচীন বচনঃ এক রকমদের-ই এক সাথে থাকা চলে।

আমি বলিঃ যাদের সঙ্গে জুটিয়ে নিলেন তারা যদি খারাপ হয়, আপনি নিজে যতই ভাল হওয়ার চেষ্টা করুন, সমস্ত চেষ্টা বৃথা হয়ে যেতে একটুও দেরী হবে না।

(৫২)
The Bull and the Goat

ষাঁড় আর ছাগলের গল্প

এক বার এক ষাঁড় একটা সিংহের তাড়া খেয়ে পালাতে পালাতে একটা গুহায় গিয়ে ঢুকে পড়ল। ঐ গুহায় এর আগে একদল ছাগলচরিয়ে লোক থাকত। কয়েকদিন আগে তারা গুহা ছেড়ে চলে যাওয়ার সময় একটা ছাগল ঐ গুহায় রয়ে গিয়েছিল। ষাঁড়টাকে গুহার মধ্যে দেখে সেই ছাগলটা শিং বাগিয়ে তেড়ে এল। ষাঁড়-এর শিং-এ শিং আটকে ষাঁড়টাকে সে ঠেসে ধরল। বাইরে সিংহটা তখন-ও পায়চারী করছে। ফলে ঐ ষাঁড় তখনকার মত হার মেনে নিল। তারপর ছাগলটাকে বলল, “লড়ে নে যত পারিস। তা’ বলে ভাবিসনা যে তোকে আমি একটুও ভয় পেয়েছি। আমার ভয় ঐ সিংহটাকে। একবার ওটা এখান থেকে চলে যাক, দেখ তারপর কি দশা আমি করি তোর, তখন বুঝবি তুই কার জোর কতটা।”

প্রাচীন বচনঃ অন্যের দুর্দশার সুযোগ নেওয়া অত্যন্ত নোংরা কাজ।

আমি বলিঃ বড় বিপদ সামলানোর সময় ধৈর্য্য ধরে রাখতেই লাগে। সেই সময় যে সব ছোট ছোট শত্রুরা সুযোগ নেয়, বড় বিপদ কেটে গেলে পর তাদের জন্য ব্যবস্থা নিতে আর বড় অসুবিধা হয় না।

(৫৩)
The Lion and the Mouse

সিংহ আর ইঁদুরের গল্প

একদিন একটা ইঁদুর এক ঘুমন্ত সিংহের মুখের উপর দিয়ে ছুটে গেল। সিংহের ঘুম গেল ভেঙ্গে আর ভীষণ রাগে সে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। মুঠোর মধ্যে সে এবার ইঁদুরটাকে পিষে মেরে ফেলবে। ইঁদুরটা তখন খুব করুণ স্বরে তাকে মিনতি জানাল, “দয়া করে আমার প্রাণ বাঁচান, আমায় ছেড়ে দিন। কোন একদিন আমি ঠিক আপনার এই দয়ার প্রতিদান দেব।” সিংহ হেসে উঠে তাকে ছেড়ে দিল। এর কয়েকদিন বাদেই সেই সিংহ একদল শিকারীর হাতে ধরা পড়ল। শিকারীরা শক্ত দড়ি দিয়ে মাটিতে গাঁথা খুঁটির সাথে সিংহকে বেঁধে রেখে দিল। তার গর্জন শুনে তাকে চিনতে পারে সেই ইঁদুর তখন সিংহের কাছে এসে হাজির হল। কুটকুট করে তার ধারাল দাঁত দিয়ে সেই ইঁদুর সিংহের দড়ি কেটে তাকে মুক্ত করে দিল। তারপর তাকে বলল, “সেদিন আপনাকে আমার সাহায্য করতে পারার কথায় আপনি আমায় উপহাস করেছিলেন। আপনি ভাবতেই পারেননি যে আমি কোনদিন আপনার দয়ার প্রতিদান দিতে পারব। এখন দেখলেন তো, তেমন তেমন সময়ে এমনকি একটা ইঁদুর ও এক সিংহের উপকারে আসতে পারে।”

প্রাচীন বচনঃ ভাল কাজ করার জন্য কেউই তুচ্ছ নয়।

আমি বলিঃ কার কাছ থেকে কখন কোন উপকার আসবে কেউ জানে না। তাই বুদ্ধিমান লোকেরা ছোট-বড় কাউকেই তুচ্ছ-তাচ্ছিল্য দেখায় না।

(৫৪)
The Horse and the Ass

ঘোড়া আর গাধা

রাজপথ ধরে চলেছিল এক ঘোড়া। নিজের সুন্দর নকশাদার রেকাব, জিন, লাগাম এসব নিয়ে তার বিরাট গর্ব। চলতে চলতে সামনে পড়ল এক গাধা, পিঠে তার অনেক বোঝা। ভারের চাপে গাধা চলেছে আস্তে, আস্তে। অহংকারে মটমট করা ঘোড়া তাকে বলল, “আমার খুরের এক লাথি মেরে কেন যে তোকে এখনো সরিয়ে দিচ্ছি না, জানি না।” গাধা শান্তভাবে চুপ করে রইল। শুধু মনে মনে ভগবানের কাছে উপযুক্ত বিচারের জন্য প্রার্থনা জানাল। বেশীদিন যায়নি তার পর যেদিন শ্বাসকষ্টের রোগ ধরা পড়ায় ঐ ঘোড়াকে তার মালিক গ্রামের খামারবাড়িতে পাঠিয়ে দিল। সেখানে তার কাজ জুটল ময়লা ফেলার গাড়ি টানা। ঐ অবস্থায় একদিন আবার তার সাথে সেই গাধার দেখা। গাধা তখন তাকে টিপ্পনী কেটে বলল, “কি হে অহংকারী, কোথায় গেল তোমার ঐ সব কারুকাজ করা সাজ-সজ্জা! যা নিয়ে অত নাক সিঁটকয়েছিলে এখন নিজেই তো দেখছি সেই অবস্থায় নেমে এসেছ!”

প্রাচীন বচনঃ যে জিনিস নিজের অধিকারে নেই তা নিয়ে অহংকার করা বোকামী।

আমি বলিঃ মিডিয়ার ফুল-চন্দন পেয়ে ফুলতে থাকা বোকারা খেয়াল রাখে না যে এ সব জাঁকের সাজ-সজ্জা মিডিয়ার মর্জিতে জুটেছে। একটা সময় মিডিয়ার-ই মর্জি মাফিক ঐ মিডিয়ার ময়লা বোঝাই গাড়ি টানতে টানতেই দিন কাটে তাদের।

(৫৫)
The Old Hound

বুড়ো শিকারী কুকুর

এক শিকারী কুকুর তার যৌবনকালে খুব শক্তিশালী ছিল। কোনদিন বনের কোন জানোয়ারের কাছে সে হার মানে নি। পরে যখন সে বুড়ো হয়ে গেছে, একদিন শিকারের সময় সে একটা শূয়োরের পিছু ধাওয়া করল। ছুটতে ছুটতে শূয়োরটা যখন নাগালের মধ্যে এসে গেল, কুকুরটা ভীষণ সাহসের সঙ্গে তার একটা কান কামড়ে ধরল। কিন্তু এতদিনে তার দাঁত ক্ষয়ে ক্ষয়ে গেছে, কামড়ের আর সেই জোর নেই। শূয়োরটা পালিয়ে গেল। কুকুরের মালিক দৌড়ে এসে দেখে শিকার হাতছাড়া হয়ে গেছে। ভীষন বিরক্ত হল সে। যাচ্ছেতাই করে বকাবকি করল তার কুকুরকে। কুকুরটা তখন তার মালিকের দিকে মাথা উঁচু করে তাকাল, তারপর বলল, “আমার কোন দোষ ছিল না মালিক। আমার ইচ্ছা বা চেষ্টা কোনটার-ই কোন কমতি করিনি আমি। কিন্তু আমার শরীরের ক্ষমতার উপর আমার কোন হাত নেই। আজকে আমি কি করে উঠতে পারিনি তার জন্য আপনি আমায় দোষ দিচ্ছেন। অথচ, এতদিন ধরে যা করে এসেছি সেটা মনে রেখে আমাকে আপনার প্রশংসাই করার কথা ছিল।”

প্রাচীন বচনঃ শারীরিক অক্ষমতার কারণে কাউকে দোষ দেওয়া উচিত নয়।

আমি বলিঃ আগে সে কত কাজ করেছে সেটা মনে রাখে কাজটা যে করেছে সে নিজে। কাজের ফল যে ভোগ করে সে ঐ লোকের প্রাপ্য ঠিক করে এখন তার কাছ থেকে কি পাওয়া যাবে সেই হিসাবের উপর।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
হ' পপ্পন খাইতে থাকেন, লম্বা সিরিজ, গতি কম। (আর গতি! এইবারের পাঁচটারে সযুত করতে গিয়া আমার যা ছ্যাড়াব্যাড়া দশা!)

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কিন্তু বরাবরের মত সময়ের সাথে মিলে যাচ্ছে হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

হ্যাঁ, অদ্ভুত! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, তামাম দুনিয়াডাই অদ্ভুদ! হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আয়নামতি এর ছবি

বেশ হচ্ছে কিন্তু তোমার এ সিরিজটা চলুক

এক রকমদের-ই এক সাথে থাকা চলে।

খুব সত্যি কথা। নতুন বছরের খেতাব পেয়েছি আমি, 'দুই নাম্বার' আর এটা দিয়েছে আমার বেষ্ট ফ্রেণ্ড।
সে খুব লক্ষি- ভালু, যাকে বলে 'এক নাম্বার'। বুঝে গেছি তার সাথে আমার ব্রেকাপ অনিবার্য ইয়ে, মানে...

যে জিনিস নিজের অধিকারে নেই তা নিয়ে অহংকার করা বোকামী।

এই বন্ধুত্বটা নিয়ে আমার বেজাই অহংকার রে দাদাই!!!

উদাহরণ চেয়েছিল দুটো বাস্তব উদাহরণ দিয়ে গেলুম কিন্তু দেঁতো হাসি
বলো না আবার না বুঝেই ভুলভাল উদাহরণ দিয়েছি।
আমাথ্থে তুমি বেশি বুঝোনি মিয়া রেগে টং

এক লহমা এর ছবি

বোন, যদি সে তোমার 'বেষ্ট ফ্রেন্ড' হয়, তা হলে ঐ 'এক নাম্বার' - 'দুই নাম্বার' এ সবই অভিমান-এর কথা। এ সব কথা ধরতেই নেই। যত তাড়াতাড়ি পারা যায় হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দিতে হয়। আর তার পরেও ব্রেকাপ যদি অনিবার্য হয় তা হলে বুঝতে হবে ফাটল আরো গভীরের। সে হলে আর কি করবে। সে ক্ষেত্রে ব্রেকাপ হওয়াই হয়ত দরকার! আর দাদাই-এর এই বোনটা খেয়ালী হতে পারে, 'দুই নাম্বারী' সে হতেই পারে না। (একটা বড় করে হাসি, হ্যাঁ, ভাল মেয়ে! একদম লক্ষ্মী নয়, কিন্তু খুউউব ভাল মেয়ে! )

বন্ধু 'অধিকার'-এর নয়, বন্ধুত্ব অবশ্যই নিজের অধিকারে। তাই বন্ধুত্বের অহংকার - অবশ্যই থাকবে।

ওরে না রে দিদি, আমি কারুথ্বেই বেশী বুঝি না, তুমাথ্বে তো মোট্টে লয়! উদাহরণ খুব ভালা হৈচ্চে! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাফিনাজ আরজু এর ছবি

আহা, দাদাই আর বোনের কথোপকথন বেশ লাগল তো। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

আয়নামতি এর ছবি

দেখতে হবে না কার দাদাই দেঁতো হাসি @ সাফিনাজ

তোমার কথায় সেন্টু খেলাম দাদাই! ঠিকাছে সব উড়িয়ে দিলাম। বরাবরই তাই করি। এরপর হলে দাঁতভাঙ্গা জবাব দেবো কিন্তু! হেহেহে ইদানিং এটা বলতে ব্যাপক মজা পাই রে! জুশ আসে কেমন দেঁতো হাসি

এক লহমা এর ছবি

ঠিকাছে। এখঙ্কারটা তো এখন মিটুক! দেঁতো হাসি
জুশ আসা খারাপ না, লোকজনের পাশে শুয়ে ঘুমের মধ্যে না এলেই হোল। ছোট ইস্কুলবেলায় আমি একবার ঘুমের মধ্যে গোল দিয়েছিলাম। ঠাকমার পায়ে অনেকদিন ব্যাথা ছিল। মন খারাপ

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হো হো হো

আহা, ঠাকুমার সাথে ঘুমানো!!! শৈশবের চরম মধুর স্মৃতিগুলোর একটা!!

____________________________

সাফিনাজ আরজু এর ছবি

ভাগ বসাব নাকি? চিন্তিত

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

এক লহমা এর ছবি

ভাগ ত বলে-কয়ে বসানোর নয় সাফিনাজ-দিদি, ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিতে লাগে। নিয়ে নাও! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কাইলকা বই-পত্তর ভাগ হইল, আজ দেখি আত্মীয়তার বাঁটোয়ারা অ্যাঁ ভাগাভাগির দুনিয়া। ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাফিনাজ আরজু এর ছবি

আপনার বই-পত্তরে আমিও ভাগ বসাব, ঐখানে আওয়াজ দেইনাই দেইক্ষা ভাইবেন না রেহাই পাবেন সাক্ষীদাদা। শয়তানী হাসি শয়তানী হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ওক্কে, তয় পেটচুক্তি... একবসায় যত পারেন... কিন্তুক, নো পার্সেল দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি রাজী হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

এ ভাগাভাগি ত আর বই ভাগাভাগি নয় সাক্ষী-মশাই, যে ভাগ করলে কমে যাবে! এ ভাগাভাগি খুশীর ভাগাভাগি, যতই করিবে ভাগ তত যাবে বেড়ে!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাফিনাজ আরজু এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি
আমার তাহলে দাদাভাই। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

এক লহমা এর ছবি

এর উপ্রে কথা নাই দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাফিনাজ আরজু এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম
অনেক ছোটতে ঈশপের গল্পগুলো পড়তাম, মাঝে অনেকদিন পড়া হয়নি।
এখন আবার পড়ছি, মাঝে আপনার নিজস্ব কথাগুলো বেশ খিচুড়ির মধ্যে আচার আচার। বেশ বেশ, চলুক চলুক। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
চলুক হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তানিম এহসান এর ছবি

কার কাছ থেকে কখন কোন উপকার আসবে কেউ জানে না। তাই বুদ্ধিমান লোকেরা ছোট-বড় কাউকেই তুচ্ছ-তাচ্ছিল্য দেখায় না। চালাক, স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ লোকেদের বেলাতে-ও সব নৌকায় পা দিয়ে নিজেকে সামাল রাখার একটা চেষ্টা দেখা যায় কিন্তু কেবলমাত্র নৌকা মার্কায় আপত্তি!!!!

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
হ। সেই বাপ-কা-বেটি কিছুতেই তাগো হাতে নৌকা ছাড়ে না। অমন নৌকা না ডুবাইতে পারলে কিসের কি!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

ভুল জায়গায়। ঘ্যাচাং।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রৌঢ় ভাবনা এর ছবি

"কয়লা ওয়ালার সাথে দোস্তি হলে গায়ে একটু ময়লা লাগবেই,
আতর ওয়ালার সাথে দোস্তি হলে গায়ে একটু খুসবাই লাগবেই।"
লেখা চলুক।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
"কয়লা ওয়ালার সাথে দোস্তি হলে গায়ে একটু ময়লা লাগবেই,
আতর ওয়ালার সাথে দোস্তি হলে গায়ে একটু খুসবাই লাগবেই।" - এটা ফাটাফাটি হয়েছে ভাবনাদাদা! হাততালি
চলুক যতদিন দম থাকে! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

চলুক

নতুন করে পুরানো ভুলে যাওয়া কথাগুলো আপনার সাহায্যে স্মরণ করছি, নিজেকে শুধরে নেওয়ার কাজটাও এগিয়ে যাচ্ছে আপনার লেখার সাথে সাথে। আপনাকে তাই অসংখ্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- । চলুক সাথে আছি, কোলাকুলি

মাসুদ সজীব

এক লহমা এর ছবি

কোলাকুলি চলুক হাসি
আপনাকেও অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মাসুদ-ভাই।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

৫৪ নম্বর (ঘোড়া আর গাধা) - এটা টকমারানীদের জন্য এক্কেবারে আদর্শ!!

____________________________

এক লহমা এর ছবি

পুরাই। দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আমাদের কেউ কেউ স্বেচ্ছায় কয়লাওয়ালাদের সাথে দোস্তী করে পুরো জাতিকেই আজ কালিমালিপ্ত করে তুলছে।

এক লহমা এর ছবি

ঠিক।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।