স্বাগতঃ ১৪২১। সকলকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।
আজ কোন কথা নয়, আজ শুধু ছবি। ফুল-ছবি।
মেয়ে বাড়ি এসেছে দু’টি দিনের জন্য। আগে থেকে স্থির হয়ে থাকা পরিকল্পনা বাতিল হওয়ার ফলে আজ দুপুরটা তার সঙ্গ পাওয়া গেল। তার উৎসাহে তিনজনে মিলে চললাম 'চীকঊড বাগিচা'-য়, মূলত টিউলিপ প্রদর্শনী দেখতে। শুনেছিলাম সেখানে এখন এক লক্ষ (একশ’ হাজার) টিউলিপ ফুটে আছে। তাছাড়া আরো নানা রকম ফুল। আবার শুনেছি, সেখানে আছে কাঠি-ঘর, শুকনো ডাল দিয়ে বানানো ঘর।
তবে আর কি! বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো!
আমাদের যাওয়ার জন্য কোন প্রস্তুতি ছিলনা। কিন্তু দিন ছিল উজ্জ্বল, অতি সুন্দর। অতএব, বেরিয়ে পড়া গেল।
শেষ মুহূর্তে কাঁধে ঝুলিয়ে নিলাম পুরাতন সাথীকে - নিকন ডি ৩০০।
যে ছবিগুলি তুলেছি, তাদের থেকে অনেককেই এখানে তুলে আনলাম।
এছাড়া, আমার বাড়ির ভিতর দিকের উঠান থেকে তোলা তিনিটি ছবি।
এবারে আমার বাড়ির ফুল
(৩৪)
তুলিদিদির দুপুরনীলা?
মন্তব্য
আহা! ছবি শুধু ছবি নয়। ছবি যেন কথা কয়।
[img][/img]
অনেক ধন্যবাদ, ভাবনা-দাদা। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ছবিগুলোর ক্যাপশান থাকলে বেশ হত। যেমন, কিবা তাহার নাম, বা কোথায় তাহার দেশ?
ভাল লাগল টিউলিপগুলি, সবচেয়ে ভাল লাগল ১৫ এর কাঠিঘর, আচ্ছা, কাঠিঘরে কি থাকে? ২৭ এর ছবিটিও ব্যতিক্রমী ছিল।
শুভ নববর্ষ, এক লহমা! ভাল থাকুন! পরিবারের সবাই মিলে!
সচল পরিবারকেও শুভ নববর্ষ জানিয়ে রাখছি এই সুযোগে!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
অনেক ধন্যবাদ, দীনহিন! নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা!
ছবির বিষয়দের নাম-পরিচিতি কিছুই এবারে মনোযোগে নিতে চাইনি, শুধু বিষয়ের সৌন্দর্যেই নিমগ্ন থাকতে চেয়েছিলাম। পাঠককেও তাই তার বেশী কিছু দিতে পারলামনা।
কাঠিঘর নিছক-ই দেখার জন্য, কেউ থাকে না। লোকেরা পাশে দাঁড়িয়ে, ভিতরে ঢুকে, জানালার ফ্রেমে আটকে ছবি তুলছিল, তোলাচ্ছিল। আমিও তুলেছি, তুলে দিয়েছি!
২৭ নং- কি ভাল যে লাগছে আপনি নজর করায়! এই গাছের সামনে দাঁড়িয়ে তাজ্জব হয়ে গিয়েছিলাম। অমন মোটা ডালের গা থেকে হাজারে হাজারে ফুল সরাসরি ঐভাবে ফুটে রয়েছে! ব্যতিক্রমী অবশ্যই। যে দু-একটির নাম, পরিচয় সংগ্রহ করেছিলাম, এটি তার মধ্যে পড়ে। এর বৈজ্ঞানিক নাম Cercis canadensis। লোকে আদর করে ডাকে Eastern Redbud Forest Pansy বা শুধুই Eastern Redbud বলে। আমেরিকার আদি ভূমিপুত্র-কন্যাদের মধ্যে এই ফুল ও তার বীজ খাওয়ার রীতি ছিল!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বাহ! বাহ! কি সুন্দর ছবি
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
দারুন সব ছবি!
****************************************
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
কি ঝলমলে সব ফুলের ছবি! দেখেই মন জুড়িয়ে গেল।
ধন্যবাদ।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আহা, টিউলিপ! টিউলিপের ছবি আমাকে মনে করিয়ে দেয় 'সিলসিলা'-ছবিটির কথা! চোখে ভাসে বিস্তীর্ণ বাগান জুড়ে ফুটে থাকা লাল, নীল, হলুদ, বেগনি, গোলাপি, সাদা রঙের সারি সারি টিউলিপ! অজস্র হলুদ টিউলিপের সারির ভেতর দিয়ে দিগন্তের প্রান্তদেশ হতে সাদা প্রজাপতির মতো ছুটে আসা শুভ্রবসনা রেখা যেন প্রেমেরই প্রতিরূপ হয়ে ধরা দেয় বিমুগ্ধ নয়নে! ভালোবাসার প্রান্তর যে কত বিস্তীর্ণ হতে পারে, ভালোবাসার রঙ যে কত বিচিত্র, মুগ্ধকর ও মোহনীয় হতে পারে, 'দেখা এক খাব তো এ সিলসিলে হুয়ে' গানটির অসাধারণ চিত্রায়ন দেখে তা গভীরভাবে অনুভব করা যায়! এই গানটির চিত্রায়ন দেখবার পর থেকেই মনে লালন করে আসছিলাম নেদারল্যান্ডসে গিয়ে টিউলিপ শো উপভোগ করার সলজ্জ সাধ! ২০০২ সালে সেই সাধ পুরণ হয়েছিল!
আপনার চমৎকার পোষ্টটি সেই চমৎকার স্মৃতির কথা মনে করিয়ে দিল। আপনাকে ধন্যবাদ!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আমার উত্তর কই হারায় গেল?!!!!!
আবার লিখি।
কবি, নববর্ষে রিলকের কবিতা উপহার পেয়ে খুব ভালো লাগল, আমি অভিভূত।
সত্যি, সিলসিলার ঐ চিত্রায়ণ অতি মনোহর! "নেদারল্যান্ডসে গিয়ে টিউলিপ শো উপভোগ করার" জন্য অভিনন্দন। ক'জন পারে এমন সাধ মেটাতে, আহা!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বাঃ! আপনার বাড়ীর পেছনের বাগানটা তো জোশ!!
১৫ দেখে ডাইনীর বাড়ীর কথা মনে পড়ে গেলো। ১৬ মনে হচ্ছে ঠিক যেন দুটো ঝুমকা!! আপনার দেখার চোখ আছে মাইরি!!
____________________________
১৫ - ডাইনীর বাড়ি, যা বলেছ প্রফেসর, এক্কেবারে ঠিকঠাক!
১৬ - আমরাও তাই বলাবলি করেছিলাম।
মাইরি ও বলবে, আবার আপনি ও চালাবে - দু'টোর একটা বাছতে হ'বে। আজ থেকে আপনি-টা বাদ।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
____________________________
জটিল সব ছবি দাদাভাই।
এখন যে সচক্ষে দেখতে মন চায়...।
নববর্ষের শুভেচ্ছা রইল।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
টিউলিপের সময় ত চলে গেল প্রায়। যদি পরিকল্পনা করে সামনের বছরে আমেরিকা আসতে পারো, এই সময়ে, আমার গৃহে দাওয়াত রইল। দাদা-বোন একসাথে টিউলিপ দেখে বেড়াব।
নববর্ষের অঢেল শুভেচ্ছা তোমায় ও তোমার প্রিয়জনদের।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
দিদি, আপনার ছবি দেখে আমার হিংসে হচ্ছে
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
আমি ত আর আপনার মত ঘুরে বেড়াতে পারি না, আমার দৌড় এই পর্যন্তই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বড় হয়ে একদিন আমিও.........
অসহ্য সুন্দর সব ছবি দেখার সুযোগ করে দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ দাদা। নববর্ষের শুভেচ্ছা
মাসুদ সজীব
"বড় হয়ে একদিন আমিও........." অবশ্যই
। আপনাকেও অনেক শুভেচ্ছা, ভাই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
হাত বটে ভাই আপনার! লেখালেখিটা চালাচ্ছিলেন বেশ, আবার ফটোগ্রাফারের ভাত মারতে যাচ্ছেন ক্যান ?
দুর্দান্ত!
কি করি, ক্যামেরাটা অনেকদিনের পুরান সাথী। মাঝে মাঝে বার না করলে তার প্রতি বড়ই দুর্ব্যবহার করা হয়ে যায়!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ছবি লেখার থেকে বেশী শক্তিশালী, আবার প্রমানিত হল। স্যালুট। - মুসাব
তবে প্রমাণের অন্য দিকটা হল, আমার লেখালেখি আমার ছবির থেকে খারাপ।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
অপূর্ব!!
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন