যাই, বাহামা ছুঁয়ে আসি

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: সোম, ০১/০২/২০১৬ - ১২:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে বেরিয়ে পড়লাম, পায়ের বেড়ি খসিয়ে বেড়িয়ে আসার জন্য। নরওয়েজিয়ান (আবারও) ক্রুজ লাইনের তরণী ভরসায়, এবার গন্তব্য বাহামা দ্বীপপুঞ্জ। চার রাত, তিন দিন-এর ভ্রমণ, মাত্রই তিনটি দ্বীপ ছুঁয়ে আসা। কিন্তু, সেটাই বা কম কি, একটু ঘুরে আসা ত হবে!

মায়ামি থেকে জাহাজ ছাড়বে, কাল। বিমানে চড়ে আজ সকালে চলে এসেছি এই মহাব্যস্ত শহরে, উঠেছি উপকূলের এক ছিমছাম সরাইখানায়। যে ভদ্রলোক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি চালিয়ে নিয়ে এলেন, প্রায় অর্ধশতাব্দী আগে তিনি বাহামা থেকে আমেরিকার এই শহরে এসেছিলেন বাবা-মা-পরিজনদের সাথে। সময় গড়ানোর সাথে তার পরিবার-পরিজনদের সকলেই ফিরে গেছে বাহামায়। শুধু প্রেমের বাঁধনে আটকে গিয়ে তিনি এই দেশকেই তাঁর নিজ বাসভূমি, আপন দেশ করে নিয়েছেন। স্ত্রী বেশ কিছুদিন বাহামায় ছিলেন, সে দেশের রান্না রাঁধেন অতি চমৎকার। তাই আমেরিকা আর বাহামা দুই দেশকেই মিলিয়ে নিয়ে ভালোই আছেন। এখন ছেলেমেয়েগুলি বাবা-মায়ের থেকে ভাল জীবনযাত্রা চালাতে পারলেই আর চাওয়ার কিছু থাকে না। গাড়িতে যেতে যেতে পথের ধারের দ্রষ্টব্যগুলিকে দেখিয়ে দিচ্ছিলেন, সেই সাথে চলছিল গল্প। খুব খুশী তিনি যে কিউবার সাথে সম্পর্ক সহজ হয়েছে। ওনার অভিমতে, এতবছর ধরে চলে আসা নিষেধাজ্ঞায় বেশী ক্ষতি যা হয়েছে, তা হয়েছে কিউবার সাধারণ গরীব মানুষগুলোর।

সরাইখানাটির অতিথি আপ্যায়নের দায়িত্বে থাকা ভদলোক-ভদ্রমহিলা দু’জন ইংরেজি এবং স্প্যানিশ উভয় ভাষাতেই চোস্ত মনে হল। আমাদের বাক্স-প্যাটরা তাদের জিম্মায় রেখে বেরিয়ে পড়লাম হাঁটতে। ক্ষিধে পেয়ে গেছে। কাছাকাছি একটি ইটালিয়ান রেস্তোঁরায় ঢুকে পড়লাম। অর্থাৎ সেটির বারান্দায় উঠে পড়লাম। ভিতরে যাওয়ার আগেই আমাদের বারান্দায় বসিয়ে দেয়া হল, ছাতার তলায়। ওয়েটার ভদ্রলোকের কুচো ছেলেটির ইচ্ছে বাবা তার সাথে খেলা করে। বাবারও মনে হয় সেটাই ইচ্ছে করছিল। সকাল শেষ, দুপুর আসি আসি করছে। এই অবসর-টি পাওয়া গিয়েছিল, আমরা এসে পড়ে সেটি বরবাদ করলাম। আমাদের দেখে মানুষটি যে বিশেষ উচ্ছ্বসিত হয়ে উঠলেন না - অকারণ নয় সম্ভবতঃ। তারপরে আমরা যখন দু’জনের জন্য একটিই এগার ইঞ্চি ব্যাস-এর আর্টিচোক-পেপারোনি ইত্যাদি সমাহারে বাহারি পিৎজা চাইলাম, তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে জানালেন যে তার খদ্দেররা একাই এক একটা সাবাড় করে দেন। আমরা অবিচলিত - একটাই নেব। একটু পরে বয়স্ক রাঁধুনি ভদ্রলোক যখন হাসি হাসি মুখে পিৎজাটি এনে হাজির করলেন আমরা আনন্দের সাথে সেটিকে কাছে টেনে নিলাম - একটিই যথেষ্ট। রসনার তৃপ্তি শেষে ঘন্টাখানেক ঘোরাঘুরি করে আমরা সরাইখানায় ফিরে এলাম।

আর্টিচোকে সজ্জিত পিৎজা
20160131_115807

ঘণ্টা দেড়েক ঘুম লাগিয়ে বেড়িয়ে পড়লাম বৈকালিক ভ্রমণে। সরাইখানায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল আনন্দ-প্রহর, happy hour - এক ঘণ্টার অবসর, সকল অতিথিদের একটি বার করে বিনামূল্যে কঠিন পানীয় দিয়ে আপ্যায়ন। জীবনসখী ও রসে বঞ্চিত। আমি তা নই, কিন্তু সে সুধা তার সঙ্গসুধার থেকে বেশী আকর্ষণের নয়। হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের কিনারে। সাগরে তখন নরওয়েজিয়ানের মুক্তা নামের জাহাজটি রওনা হয়েছে তার গন্তব্যে। খানিকক্ষণের মধ্যেই সেটি বেশ দূরে চলে গেল। কাল আমরাও যাব। আমাদের জাহাজের নাম - আকাশ।

দূরে নরোয়েজিয়ানের মুক্তা। আমার মুক্তা আমার পাশে।
20160131_173003

নিজস্বী না তুললে কেমনে কি!
20160131_173151

সাগর থেকে ফিরে এলাম এ পথ ধরে
20160131_174243

সন্ধ্যা নামে ধীরে
20160131_182211

গৌতম আর অহল্যার শিকারদের কথা মনে পড়ে গেল। (অহল্যা চলচ্চিত্রটি যাঁরা দেখেছেন তাঁরা জানেন কি বলছি)
20160131_122315
20160131_191238

আরও কিছুক্ষণ সাগরপাড়ে, তারপর শহরের মধ্যে ঘোরাঘুরি করে ঠিক করলাম পরিচিত ব্র্যান্ড-এর খাবার-এর দোকানেই ঢুকে যাই। ‘সাবওয়ে’ আমাদের পছন্দের দোকান। ঢুকে পড়লাম। এই দোকানেও লোকটিকে মনে হল খদ্দের আসায় বিশেষ খুশী হতে পারেনি। সে যাক, ক্লান্ত আছে হয়ত। একসময় সে জানতে চাইল, কি চাই আমরা। জানালাম। তার পর আমি পকেটে হাত ঢুকিয়েই চমকে উঠলাম - ক্রেডিটকার্ড-এর থলিটি নেই। সাবওয়ের লোকটি তখনও রুটিতে ছুরি বসায়নি। তাড়াতাড়ি দুঃখ প্রকাশ করে দোকান থেকে বের হয়ে এলাম। মাথা খারাপ হওয়ার অবস্থা। গিন্নী আমায় শান্ত করতে গিয়ে দেখে তার ব্যাগটির মুখ খোলা। একটু আগেই একজনের সাথে তার ধাক্কা লেগেছিল - তখন কিছু মনে হয়নি। এখন মহা আতঙ্কে ব্যাগ হাত ঢুকিয়ে দেখা গেল সব ঠিক আছে। আঃ কি নিশ্চিন্ত! কিন্তু আমার কার্ডগুলো! দ্রুত ঘরে ফিরে দেখি ব্যাগটা রয়ে গেছে পোষাক বদলের সময় ছেড়ে যাওয়া প্যান্টের পকেটে। বাঁচলাম। মিনিট পনেরোর যে ঝড় দুজ’নের মনের উপর দিয়ে গেল - সেটা সহজে ভোলার না।

এবার গেলাম একটি আর্জেন্টিনিয় দোকানে। এই দোকানে সকলেই বেশ হাসিমাখা মুখে অতিথিদের যত্নআত্তি করেছেন। নানা নামের খাবার। পরিচিত, অপরিচিত। মাখন-ভাত আর তেলাপিয়া মাছ ভাজা, সাথে স্বাস্থ্যকর সব্জীসিদ্ধ। কিন্তু না, সে আমার জন্য নয়। গিন্নী নিলেন সেই খাবার। আমি নিলাম - এম্পানাডাস, মাংসের পুলিপিঠে। একটা মুর্গীমাংসের, একটা গোমাংসের। আহা! ক্রেডিটকার্ড ফেলে যাওয়াটা সার্থক হল। উপরি পাওনা হল দোকানের দেয়ালে টাঙ্গানো টিভির পর্দায় রিয়েল মাদ্রিদ-এর একের পর এক গোল-গুলি।

স্বাস্থ্যকর খাবার, আমি নিই নি।
20160131_184930

লেবু-চা বানানোর সহজ পদ্ধতি। চা দিতে বলুন। চা এলে সাথে আসা লেবুর টুকরাটি পরিমাণমত চিপে চায়ে কয়েক ফোঁটা লেবুর রস দিন। একই সাথে আসা চিনি বা তার বিকল্প আপনার পছন্দ মত পরিমাণে চায়ে গুলে নিন। এক লহমায় না হলেও, হয়ে গেল - চমৎকার লেবু-চা।
20160131_184213

মাংসের পুলিপিঠে, espanadas
20160131_184811 (1)

দূরদর্শনের পর্দায় শুধুই গোল দেখাচ্ছিল না, ভাষ্যকার সুন্দরীকেও দেখাচ্ছিল বইকি।
20160131_190223

সন্ধ্যেটা দিব্বি কাটল। কাল জাহাজে চড়ার দিন। এখন দরকার একটি চমৎকার ঘুম।


মন্তব্য

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

যান ছুঁয়ে আসুন। আর বাহামা মামা আর তার অবিবাহিত ছয়টি মেয়ে, যাদের একজনেরও এখনও বিয়ে হয় নি, তাদেরও একটু খবরাখবর নিয়ে আসবেন।
Bahama Mama

এক লহমা এর ছবি

হাঃ-হাঃ-হা! সেই ত! কতযুগ বাদে কেউ বনি এম-এর কথা মনে পড়াল! জনাবের জন্য অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

চমৎকার ভ্রমণ বর্ণনা। চলুক

ফাহমিদুল হান্নান রূপক

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মন মাঝি এর ছবি

আহাহাহা, দিলেন তো বারোটা বাজিয়ে!!

আপনার লেখা পড়ে-পড়ে কি সুন্দর খানিকটা বুদ্ধদেব ভট্টাচার্য, খানিকটা সন্দীপ রায়ের চেহারা আর খানিকটা আমার কল্পনার সংমিশ্রণে আপনার একটা ধুতি-কোর্তা পরিহিত অতি মিহি, পরিশীলিত, জ্ঞানবৃদ্ধ মানসমূর্তি দাঁড় করিয়ে ফেলেছিলাম মনে মনে। এমন যুবকোচিত, তারুন্যদীপ্ত, টগবগে চেহারা তো আশা করিনি। দিলেন তো আমার এত সাধের কল্পনাটার বারোটা বাজিয়ে!!! রেগে টং

****************************************

এক লহমা এর ছবি

ও হো হো! সেই "জ্ঞানবৃদ্ধ মানসমূর্তি"-র জন্য বড়ই দুঃখ পেলাম। ওঁয়া ওঁয়া তবে আমার আসল রূপ বর্ণনা এইরকম - টাকমাথা, কালো, বেঁটে, ভুঁড়িদার, চ্যাঁচাড়ু, খ্যাপাটে, ভুলোমন, অকারণ-খুঁতখুঁতে-অথচ-কাজে-অগোছালো, উপার্জনে-অমনোযোগী, খরচে-নির্বিকার ... আর বলার দরকার নাই, কি বলেন? হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কেমনে কী, আরো বিস্তারিত দেন। আমার এরকম ক্রুজে যাওয়ার খুবই শখ। পরিচিত কারো থেকে বিস্তারিত শুনলে সুবিধা হবে।

এক লহমা এর ছবি

দেখি তা'হলে, এই নিয়ে একটা পোস্ট দিতে পারি যদি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত দেরীতে রিপ্লাই দিলেন, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই ভ্রমণাবস্থায় পোস্ট করেছিলেন? সেজন্যই দেরী?

বিস্তারিত লিখলে অনেকেরই অনেক কিছু জানা হবে। সে পর্ব সহ আরো অনেক পর্বের আশায় থাকলাম। আর "নিজস্বী" অনুবাদটা কিন্তু ভালো হয়েছে। আগে শব্দটা শোনা হয়নি।

এক লহমা এর ছবি

ঠিক, আন্তর্জাল থেকে বিচ্ছিন্ন ছিলাম।

ফিরে এসে ভালো রকম অসুস্থ হয়ে পড়েছি। সেরে উঠে অবশ্যই বিস্তারিত লেখার ইচ্ছে রাখি।

"নিজস্বী" আমার নিজস্ব অনুবাদ নয়, আমি এটা কোথাও পড়েছিলাম। কোথায়, মনে নেই।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দেবদ্যুতি এর ছবি

কী ভালো! এমন চমৎকার বেড়ানো এই জীবনে হলো না- আরও বেড়ানোর লেখা আসুক আরও আরও সুন্দর ছবিসমেত হাসি

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

এক লহমা এর ছবি

দ্যুতিদিদি, লেখা নিশ্চয়ই জমা দেব। ছবির ব্যাপারটায় একটু কমতি আছে। এইবারে আমার ভালো ক্যামেরাটিরে সাথে নিই নি। ফোন-ক্যামেরায় যা পেয়েছি, তাই দিয়েই লেখা ভরাতে হবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রৌঢ় ভাবনা এর ছবি

ক্রুজে ভ্রমণের বৃত্তান্তও যেন বিষদে আসে। পড়তে গিয়ে মনে হলো, আমিও যেন ওখানে উপস্থিত।

এক লহমা এর ছবি

ইচ্ছে আছে, ভাবনা-দা। অনেক ধন্যবাদ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মেঘলা মানুষ এর ছবি

লেখায় গুরু গুরু

অমুক তমুক ২৪ডট কমের শিরোনাম হবে, "অবশেষে একলহমার আসল চেহারা ফাঁস (ছবিস‌হ)" গড়াগড়ি দিয়া হাসি

এক লহমা এর ছবি

থেঙ্ক্যু, থেঙ্ক্যু :)।
হ্যাঁ, এইবার সব জারিজুরি ফাঁস হয়ে গেল। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনার্য তাপস এর ছবি

পুলি পিঠা সব দেশে একই রকম দেখি!!

এক লহমা এর ছবি

তাই ত দেখি!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নীড় সন্ধানী এর ছবি

আমার অনেক বছরের শখ ক্রুজ জাহাজে ভ্রমণের। এখন সুযোগ হলো না, তাই আপনার সাথে ছোট্ট একটা চক্কর দিয়ে এলাম। বাহামা নামটা শুনলে যে একটা স্বপ্নময় বালিয়াড়ি দ্বীপের কথা মনে পড়ে, বালির পথটা দেখে সেটার সাথে মিলিয়ে নিলাম। খানাপিনার চেয়ে এই পথের ছবিটাই আমাকে টানলো খুব। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

এক লহমা এর ছবি

যদি সুযোগ আসে, আশা করি ছাড়তে হবে না। এই পোস্ট পর্যন্ত জাহাজ ছাড়ে নাই। ইতিমধ্যে আমাদের ভ্রমণ শেষে খানিকক্ষণ আগে বাড়ি ফিরে এসেছি। জাহাজ ছাড়ার সময় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। এখন আবার সংযুক্ত। আশা রাখি এবারে জাহাজের দিনগুলোর গল্প জানাতে পারব, বাহামার বালুকাবেলার ছবি সহ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

নিজস্বী চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

আসছে, পরের পর্ব আসছে। হাসি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

কৌস্তুভ এর ছবি

হুমম, এই প্রথম সচলের পাতায় আপনার সরাসরি দর্শন পেলাম!

এক লহমা এর ছবি

হুমম চিন্তিত

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ঝিঁ ঝিঁ পোকা এর ছবি

চলুক

মন মাঝি এর ছবি

তারপর???

হাসি

****************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।