কিছু-মিছু - ২

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: বুধ, ০৩/০১/২০১৮ - ৫:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

- কি করছ?
- কে?
- আমি, এই যে এখানে।
- ও তুমি! কি চাও?
- তোমার আয়নায় ধরো আমায়।
- তারপর?
- আমার স্বপ্ন সফল করবে - সাজিয়ে তুলবে আমায়!
- তাই? অনেক কিন্তু সইতে হবে!
- আচ্ছা!
- হেসো না।
- বলো, শুনছি।

- মেঘ দেখেছ কখনো?
- আমি কি ভিজিনি কখনো ...
- ঠিক আছে, ঠিক আছে, মেঘের ঘর কি ভাবে গড়ে ওঠে জানো?
- জলের স্তর পরের পরে
- তোমায় আমি গড়ব এবার তেমনি করে স্তরে স্তরে
- আর?
- তুমি থাকবে তোমার মতন নিজের মনে।(১)
- আর?
- প্রতিচ্ছবি গড়ব তোমার, পরের পর, দুই পরতে।(২)
- ওঃ!
- দ্বিতীয় পরতে ঘিরব তোমায়, দুর্গ যেমন, তোমায় শুধু, একটু করে, যত্ন করে, আগল ধরে।(৩)
- দুর্গ কেন?
- বাঁচাব তোমায়!
- কেমন করে?
- দেখতে পাবে। এখন থাকো চুপটি করে।
- এখন তবে …
- সেই পরতে পড়বে এবার মায়ার মুখোশ।(৪)
- মুখোশ?
- জালও তুমি বলতে পারো। আড়াল করতে দুর্গ তোমার।
- তার পরেতে?
- পরত জুড়ে ছড়িয়ে দেব ঘোর কুয়াশা।
- কেমন করে?
- পরতটাকে ঝাপসা করে, ঝাপসা করে, ঝাপসা করে …(৫)।
- আমিও তবে ঝাপসা তখন?
- মোটেও না। দুর্গ তোমায় রাখবে ধরে, আঁচড়বিহীন, অমলিন।
- তার পর?
- মনে আছে, সেই প্রথম পরত? সেই পরত-ই সাজাব এবার।
- সাজের শেষে?
- আর কিছু না। পরত কটা জুড়ে নিলেই, (৬) মেঘের ফাঁকে নগর যেমন - উপর থেকে, ঝাপসা মাঠের ভুবন জুড়ে, উজ্জ্বলতায় প্রস্ফুটিত, একটি মাত্র -
- আমি?
- ঠিক তাই, ছোট্ট হলুদ ঘাসফুলটি।

A Young Dandelion Dreamed of a Portrait by Amitabha Chakrabarti on 500px.com

মূল ছবিঃ
DSC_1082

————————————————
(১) non-destructive
(২) duplicating the original layer two times
(৩) selecting the flower tightly with lasso and/or other selection tools
(৪) adding mask to the layer with selection
(৫) blurring the layer with mask (preferably Gaussian blur)
(৬) flattening the layers.


মন্তব্য

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

এতদিন পরে এসে এইরকম ধোকাবাজির তীব্র নিন্দা জানাই।এইসব ফুল আর ভালো লাগেনা এক লহমা। আহা, যদি কুমড়ো ফুল পেতাম কিছু- ময়দার পুর দিয়ে ঠেসে ডুবো তেলে ভাজা!

---মোখলেস হোসেন।

এক লহমা এর ছবি

হাসি ধোকাবাজির কি কল্লাম? ক্যাটেগরিতে ত বলেই দিয়েছিলাম 'ছবি নিয়ে কারিকুরি'। যদি ভবিষ্যতে কুমড়ো ফুল পাই, ছবি তুলব খনে। তারপর সে ফুলের যা পরিণতি হওয়ার তাই হবে! দেঁতো হাসি
পড়া আর মন্তব্যের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

বাহ !
এ্যানি মাসুদ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কায়দাটা অভিনব, সন্দেহ নেই; কিন্তু সব মিলিয়ে কিঞ্চিত ফাঁকিবাজীই মনে হলো। কমপক্ষে আরও কিছু ছবির সাথে তাদের 'সাজিয়ে তোলা' ছবি যদি দিতেন; তাহলে অন্তত ছবি দেখে মন ভরতো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা এর ছবি

আরো ছবি অবশ্যই দেওয়া যায়। কিন্তু, "তাহলে অন্তত ছবি দেখে মন ভরতো" - 'অন্তত'-টা ঝামেলার, খুব ঝামেলার। খাইছে

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

আপ্নার জন্য। (শুধু সাজিয়ে তোলা-টুকুই থাক)

Hello by Amitabha Chakrabarti on 500px.com

Bright by Amitabha Chakrabarti on 500px.com

Red Dream by Amitabha Chakrabarti on 500px.com

এবং

Halt! by Amitabha Chakrabarti on 500px.com

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই না হলো কথা! এবার কিছুটা পুষিয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সারছে, বিশ্বের প্রথম ফটোশপ কাব্য?

______________________________________
পথই আমার পথের আড়াল

এক লহমা এর ছবি

হাঃ হাঃ হৈলে মন্দ হয়না! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সত্যপীর এর ছবি

কিছুমিছু এক এ আসল সমসাময়িক ইতিহাস। দুইয়ে দিলেন ফটোশপের জারিজুরি। এর পরে লাইনে কী আছে কবিতা, পুস্তক বিবরণী, ছবি সমাচার, কলা বৃত্তান্ত না আলুভাজির রেসিপি সেই চিন্তায় মমিন।

আসুক কিছুমিছু n (n=0,1,2,3...)। এসোর্টেড কুকিজ। অপেক্ষায় রইলাম।

..................................................................
#Banshibir.

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
কবিতা, পুস্তক বিবরণী, ছবি সমাচার, কলা বৃত্তান্ত, আলুভাজির রেসিপি - সব-ই লাইনে আছে। ঃ) দুয়া রাখেন। দেখি, কতদিনে কি কি নামাতে পারি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা হা! দীর্ঘদিন পরে সচলে এসে পেলাম আপনার এই জারিজুরি! চলুক।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- চলুক তা হলে। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম এর ছবি

চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।