- কি করছ?
- কে?
- আমি, এই যে এখানে।
- ও তুমি! কি চাও?
- তোমার আয়নায় ধরো আমায়।
- তারপর?
- আমার স্বপ্ন সফল করবে - সাজিয়ে তুলবে আমায়!
- তাই? অনেক কিন্তু সইতে হবে!
- আচ্ছা!
- হেসো না।
- বলো, শুনছি।
- মেঘ দেখেছ কখনো?
- আমি কি ভিজিনি কখনো ...
- ঠিক আছে, ঠিক আছে, মেঘের ঘর কি ভাবে গড়ে ওঠে জানো?
- জলের স্তর পরের পরে
- তোমায় আমি গড়ব এবার তেমনি করে স্তরে স্তরে
- আর?
- তুমি থাকবে তোমার মতন নিজের মনে।(১)
- আর?
- প্রতিচ্ছবি গড়ব তোমার, পরের পর, দুই পরতে।(২)
- ওঃ!
- দ্বিতীয় পরতে ঘিরব তোমায়, দুর্গ যেমন, তোমায় শুধু, একটু করে, যত্ন করে, আগল ধরে।(৩)
- দুর্গ কেন?
- বাঁচাব তোমায়!
- কেমন করে?
- দেখতে পাবে। এখন থাকো চুপটি করে।
- এখন তবে …
- সেই পরতে পড়বে এবার মায়ার মুখোশ।(৪)
- মুখোশ?
- জালও তুমি বলতে পারো। আড়াল করতে দুর্গ তোমার।
- তার পরেতে?
- পরত জুড়ে ছড়িয়ে দেব ঘোর কুয়াশা।
- কেমন করে?
- পরতটাকে ঝাপসা করে, ঝাপসা করে, ঝাপসা করে …(৫)।
- আমিও তবে ঝাপসা তখন?
- মোটেও না। দুর্গ তোমায় রাখবে ধরে, আঁচড়বিহীন, অমলিন।
- তার পর?
- মনে আছে, সেই প্রথম পরত? সেই পরত-ই সাজাব এবার।
- সাজের শেষে?
- আর কিছু না। পরত কটা জুড়ে নিলেই, (৬) মেঘের ফাঁকে নগর যেমন - উপর থেকে, ঝাপসা মাঠের ভুবন জুড়ে, উজ্জ্বলতায় প্রস্ফুটিত, একটি মাত্র -
- আমি?
- ঠিক তাই, ছোট্ট হলুদ ঘাসফুলটি।
————————————————
(১) non-destructive
(২) duplicating the original layer two times
(৩) selecting the flower tightly with lasso and/or other selection tools
(৪) adding mask to the layer with selection
(৫) blurring the layer with mask (preferably Gaussian blur)
(৬) flattening the layers.
মন্তব্য
****************************************
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
এতদিন পরে এসে এইরকম ধোকাবাজির তীব্র নিন্দা জানাই।এইসব ফুল আর ভালো লাগেনা এক লহমা। আহা, যদি কুমড়ো ফুল পেতাম কিছু- ময়দার পুর দিয়ে ঠেসে ডুবো তেলে ভাজা!
---মোখলেস হোসেন।
ধোকাবাজির কি কল্লাম? ক্যাটেগরিতে ত বলেই দিয়েছিলাম 'ছবি নিয়ে কারিকুরি'। যদি ভবিষ্যতে কুমড়ো ফুল পাই, ছবি তুলব খনে। তারপর সে ফুলের যা পরিণতি হওয়ার তাই হবে!
পড়া আর মন্তব্যের জন্য
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বাহ !
এ্যানি মাসুদ
কায়দাটা অভিনব, সন্দেহ নেই; কিন্তু সব মিলিয়ে কিঞ্চিত ফাঁকিবাজীই মনে হলো। কমপক্ষে আরও কিছু ছবির সাথে তাদের 'সাজিয়ে তোলা' ছবি যদি দিতেন; তাহলে অন্তত ছবি দেখে মন ভরতো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আরো ছবি অবশ্যই দেওয়া যায়। কিন্তু, "তাহলে অন্তত ছবি দেখে মন ভরতো" - 'অন্তত'-টা ঝামেলার, খুব ঝামেলার।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আপ্নার জন্য। (শুধু সাজিয়ে তোলা-টুকুই থাক)
এবং
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
এই না হলো কথা! এবার কিছুটা পুষিয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সারছে, বিশ্বের প্রথম ফটোশপ কাব্য?
______________________________________
পথই আমার পথের আড়াল
হাঃ হাঃ হৈলে মন্দ হয়না!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
কিছুমিছু এক এ আসল সমসাময়িক ইতিহাস। দুইয়ে দিলেন ফটোশপের জারিজুরি। এর পরে লাইনে কী আছে কবিতা, পুস্তক বিবরণী, ছবি সমাচার, কলা বৃত্তান্ত না আলুভাজির রেসিপি সেই চিন্তায় মমিন।
আসুক কিছুমিছু n (n=0,1,2,3...)। এসোর্টেড কুকিজ। অপেক্ষায় রইলাম।
..................................................................
#Banshibir.
কবিতা, পুস্তক বিবরণী, ছবি সমাচার, কলা বৃত্তান্ত, আলুভাজির রেসিপি - সব-ই লাইনে আছে। ঃ) দুয়া রাখেন। দেখি, কতদিনে কি কি নামাতে পারি।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আহা হা! দীর্ঘদিন পরে সচলে এসে পেলাম আপনার এই জারিজুরি! চলুক।
চলুক তা হলে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
নতুন মন্তব্য করুন