গল্প ০৫-০৫-২০১৮

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: শনি, ০৫/০৫/২০১৮ - ২:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনে আছে, তোমায় গল্প করেছিলাম - কৈশোরে দেখা সে মায়াবী আলোর খেলা?

রক্তকরবী। মঞ্চে নারী ও পুরুষ, হাতের মুঠোয় হাত। মাত্র কয় পা হেঁটে তারা পার হয়ে গেল – যেন, অনেক দূরের পথ!

আমরাও।

তেত্রিশ বছর। কত দূর, কত-ও দূ-ঊ-র! জীবনের রঙ্গমঞ্চে, চোখের সামনে, সেদিনের তরুণ-তরূণী – আজ প্রায় আবছায়া। রূপালী মায়ার খেলা!

শুধু, তুমি আছ তাই, খেলা চালু আছে। না হলে আউট!

কারা যেন বলে বিবাহে প্রেমের মরণ! প্রেমের কি-ই যে তারা জানে! এখনও তোমার গালের টোলে চাঁদের সিরাজি আলো, শবনম, তোমার হাতেই এখনও চিরাগ জ্বলে।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অভিনন্দন বস্‌! গুরুর জন্মদিনে আপনি গাঁটছড়া বেঁধেছেন, চমৎকার!

সবে তেত্রিশ, হাফ সেঞ্চুরি হতে আর মোটে সতের বাকি। এখন আউট হবার প্রশ্নই ওঠে না। হুক শট, পুল শট, কাভার ড্রাইভ, রিভার্স সুইপ, হেলিকপ্টার শট সব চলবে - সপাটে চলবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা এর ছবি

দেঁতো হাসি অনেক ধন্যবাদ গো সখা!

হাঃ হাঃ হাঃ! তোমাদের, ভালোবাসার ইয়ার-দোস্তদের উৎসাহে ব্যাটিং চলছে। এ লেখা যখন লিখছি, সচলায়তনের মনের মুকুরে তখন তিন বছর আগের এই দিনের লেখাটা ফুটে রয়েছিল। কি ভাল যে লাগছিল! যেন হাল্কা শীতের রাতে একটা পাতলা চাদরের ওম।

ভাবছিলাম, তোমার মন্তব্যটাই প্রথমে থাকবে। তাই হয়েছে! সকালে সে ওঠার পর প্রথমে তোমার মন্তব্য সহ লেখা, তারপরে চুপিচুপি এনে রাখা তেত্রিশ গোলাপ। দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুলতানা সাদিয়া এর ছবি

কতদিন পর এলাম। যেন মেলায় হারিয়ে গিয়েছিলাম। কী হয়েছে, বুঝতে পারছি না।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

এক লহমা এর ছবি

আবার কয়েকটা দিন সাথে সাথে থাকলেই সব পরিষ্কার বোঝা যাবে! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মন মাঝি এর ছবি

গুল্লি

****************************************

এক লহমা এর ছবি

কোলাকুলি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

তেত্রিশ? আর চিন্তা নেই, পাসমার্ক উঠে গিয়েছে। এখন যা পাবেন তা বোনাস। অভিনন্দন!

---মোখলেস হোসেন।

এক লহমা এর ছবি

ঠিক, এখন সকল-ই বোনাস! অনেক ধন্যবাদ মোখলেস-ভাই!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম এর ছবি

চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তিথীডোর এর ছবি

সত্যানন্দ-তিথীডোরের এক বছরপূর্তি এ মাসেই। দুয়াটুয়া রাইখেন আর কী, হেঁ হেঁ। লইজ্জা লাগে

শবনমের নাম নিয়ে মনটাই ভালো করে দিলেন বস! দেঁতো হাসি

অজস্র অভিনন্দন রইল আপনাদের জন্য! যুগলজীবন চির মঙ্গলময় হোক! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

"সত্যানন্দ-তিথীডোরের এক বছরপূর্তি এ মাসেই।" - চমৎকার! অভিনন্দন! দেঁতো হাসি অনিঃশেষ শুভেচ্ছা। প্রচুর আহ্লাদ!
শবনম - মন ভালো - অবশ্যই!
ঝুড়ি ঝুড়ি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

ঘ্যাচাং।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

কর্ণজয় এর ছবি

কারা যেন বলে বিবাহে প্রেমের মরণ! প্রেমের কি-ই যে তারা জানে! এখনও তোমার গালের টোলে চাঁদের সিরাজি আলো, শবনম, তোমার হাতেই এখনও চিরাগ জ্বলে
আহা!! জীবন সুন্দর ---

এক লহমা এর ছবি

"আহা!! জীবন সুন্দর ---" ঠিক তাই আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।