পরীনামা

বিবাগিনী এর ছবি
লিখেছেন বিবাগিনী (তারিখ: মঙ্গল, ২৭/১১/২০০৭ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এর আগের এক লেখায় একটা বিদঘুটে তথ্য দিয়ে বলেছিলাম যে এ নিয়ে লিখব আরেকদিন হাবিজাবি কিছু ।মনে আছে নাকি কারো জানি না,আমি ছোটবেলায় মনে করতাম আমি পরী। উড়ে উড়ে আমি আম্মুর কোলে এসে পড়েছি।তার পর ডানা দুটো অদৃশ্য হয়ে গেছে!কিন্তু রয়ে গেছে ঠিকই।আমার দুধসাদা ধবধবে ডানা দুটো শুধু আমিই দেখতে পেতাম।খুব অস্বস্তি নিয়ে বলি,এখনও পাই।কিন্তু সবসময় না।

ছোটবেলায় আমার কোন খেলনা ছিলনা।শুধু ছিল অনেক অনেক বই।আমি পুরোদমে বই পড়তে শুরু করেছি অতিরিক্ত ছোট বয়সে।আমার জন্মের পরে আমরা আমেরিকার ইউটা তে চলে যাই যখন আমার বয়স সাড়ে তিন মাস।মা আর আমি ছিলাম দুজনে দুজনার। কারণ আম্মুর ভাষ্যমতে আমার পি.এইচ.ডি রত বাবা তখন বইয়ের স্তুপে হাবুডুবু খেতে গিয়ে আমাদের ভুলেই গিয়েছিলেন।আম্মুর সার্বক্ষনিক দায়িত্বের একটা ছিল আমাকে গল্প বলা।ভয়াবহ গল্পখেকো আমি নাকি আম্মুকে ভীষন নাজেহাল করতাম নতূন গল্পের চাহিদায়।তার উপর উড়ে এসে জুড়ে বসল আমার ছোটবোন আর ঢকঢক করে গিলে নিল আম্মুর অনেকখানি দৈনিক সময়।আমার বয়স তখন দুই।আম্মু নিরুপায় হয়ে আমাকে একগাদা গল্পের বই কিনে দিয়ে বলল এইখানে গল্প আছে।অক্ষর নাকি চিনে গেলাম অবিশ্বাস্য দ্রুততায়!গল্পখেকোর তখন নেশা উঠেছে।এর পর থেকে আমার হালকা আবছা সব স্মৃতিই বই নিয়ে প্রায়।আমার খুব প্রথম দিককার একটা বই ছিল " লিটল গোল্ডেন ফেইরী টেইলস "।নীল মলাটে তার সাদা একটা পরী।হাতে তার একটা জাদুর কাঠি।মাথায় জ্বলজ্বলে একটা তারা।নাদুস নুদুস পরীটা ফিক করে হেসে আছে গোলাপী ঠোঁটে।এত কিছু মনে নেই।বইটা কোলে নিয়ে চাইনিজ কাটা চুলে ফোকলা হাসি দিয়ে একটা ছবি আছে আমার।সেটাতেই দেখেছি এত খুঁটিনাটি।পরীটাকে আমি খুব ভালবাসতাম।এখনো বাসি।আমার "পরীনামা" শুরু মনে হয় তখনই।

এরপর থেকে যত বইতে যত পরী পেয়েছি সবাই মনে দাগ কেটেছে খুব।আর নিজেকে পরী ভাবতাম আমি চরম বিশ্বস নিয়ে।পরী ছাড়া রূপকথা কিন্ত খুব কম।আর ডানা থাকার ব্যাপারটা আসলেই রোমাঞ্চকর।পরী ছাড়া আমার আরেকটি অপশন ছিল।তা হল নিজেকে রাজকন্যা ভাবা।কিন্তু রাজকন্যা হবার দুটি সমস্যা।একটা হল রাজকন্যারা একেবারেই পুতুপুতু ধরনের।রাজপুত্ররা না বাঁচালে সারাক্ষণই তার জান নিয়ে টানাটানি। তার উপর আবার রাজপুত্রকে বিয়ে করতে হবে।সাত আট বছর বয়সে বিয়ে টিয়ে এইসব বিষয় "ইয়াল্লাআআআ! ছি ছি তুই এইগুলা কি বলিস!আম্মুকে বলে দিব!ইয়াক থূ‍ঊঊ" গোত্রের ছিল।তাই সব মিলিয়ে পরী হওয়াটাই ভাল।আর পরী হবার আরেকটি অসাধারাণ ব্যাপার হল পরীরা সবার ইচ্ছা পূরণ করে।এইটা আমাকে ছুঁয়েছিল খুব বেশি।

ইংরেজী বইয়ের পরীগুলো দেখতে খুব মিষ্টি লাগত।নীল নয়ত সাদা নয়ত গোলাপি পোষাক পরা ।আর ভীষণ হাসিখুশী।বাংলাদেশে আসার পর পরীর আরেক রুপ দেখতে পেলাম।পরীরা এখানে শাড়ি পরে।চুড়ি,টিপ আর টিকলি পরে।এরা আবার খিলখিল করে হাসেনা।মুখ টিপে হাসে।আর মুখটা কিযে সুন্দর!একদম আম্মুর মত।

কিন্তু মজার ব্যাপার হল,আমি আয়নায় যে পরীটা দেখতাম সে আমি যা পরি তাই পরে।আমি যেমন সে দেখতে খুব তেমনই সাদামাটা,শ্যামলা আর ঢ্যাঙা।নিরাভরণ সেই পরীটার ডানা না দেখলে বোঝার উপায় নেই যে সে পরী।কিন্তু ডানা তো আছেই।তাহলে সে পরী না হয়ে যায় কোথায়!ধবধবে সাদা ডানা দুটো আর কেউ কেন যে দেখতে পায়না কে জানে!আমি তো পাই।যখন আশেপাশে কেউ থাকেন তখনই পাই।কাশফুল আর দুর্বাঘাসের মত নরম ডানা দুটো মাঝেই মাঝেই সুড়সুড়ি দেয় ঘাড়ের কাছে।চুলের আশে পাশে।কপালে আর নাকেমুখে।যেদিন খুব বেশি অভিমান হবে সেদিন সব ছেড়ে ছুড়ে চলে যাব উড়ে।ডানা দুটো ছঁয়ে মাঝে মাঝে বোঝাই নিজেকে এমনকরেই।ইচ্ছা পুরন করতে আমার খুব ভাললাগে।ইচ্ছা পূরণ করতে করতে একদিন যদি আমার ডানা দুটো দৃশ্যমান হয়ে যায়,কেমন হবে সেদিন?আচ্ছা,আমি কি সত্যি সত্যি পরী?

পুনশ্চ:বাপ্পার পরী গানটা কি আমাকে নিয়ে লেখা?আমার ডিসপ্লেতে আঁকা কালচে পরীটারও তো খুব মন খারাপ।কোন হাওয়ায় সে ভাসবে খুঁজে পায়না হাজার খুঁজেও।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনি ইউএসেতে বড় হয়েছেন? এত সুন্দর বাংলা শিখেছেন কোথায়। মন ছুঁয়ে গেল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিবাগিনী এর ছবি

আমি পাঁচ না ছয় বছর বয়সেই আবার ফিরে এসেছি তো!অনেক অনেক ধন্যবাদ এত প্রশ্রয় দেয়ার জন্য হাসি

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

বিবাগিনী এর ছবি

‌‌অনেক ধন্যবাদ হাসি
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

অনিকেত এর ছবি

খুব সুন্দর লেখা।কিন্তু কোনো একটা অদ্ভুত কারনে মন খারাপ হয়ে গেলো। (আমার অবশ্য মন খারাপের ব্যারাম আছে, কোনো কিছু খারাপ লাগলে যেমন মন খারাপ হয়, তেমনি কোনো কিছু ভালো লাগলেও......)

গোটা বর্ননাটার মাঝে এমন একটা অন্তর্লীন বিষাদের সুর আছে, অনেকটা গ্রীষ্মের দুপুরের মত।


ইচ্ছা পুরন করতে আমার খুব ভাললাগে।ইচ্ছা পূরণ করতে করতে একদিন যদি আমার ডানা দুটো দৃশ্যমান হয়ে যায়,কেমন হবে সেদিন?

চমৎকার অভিব্যক্তি।

আরো লেখা চাই, এরকমের।

বিবাগিনী এর ছবি

‌‌কিভাবে বুঝলেন? হাসি খুব ভাল লাগল।অনেক অনেক।
আচ্ছা আমি কি দুঃখবিলাসী? জানি না। মন খারাপ

::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

হাসান মোরশেদ এর ছবি

-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নিঘাত তিথি এর ছবি

পরীর ছবি আঁকা বইটা হাতে ছবিটা কি দেয়া যায় এখানে? খুব দেখতে ইচ্ছা করছে!
ছোটবেলার স্বপ্ন আর কল্পনার জগৎটায় ঘুরে এলাম কিছুক্ষনের জন্য...থ্যাঙ্কু ডিয়ার।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিবাগিনী এর ছবি

আপু ছবিটা যে বাংলাদেশে!আপনি আমার লেখাকে অনেক স্নেহ দেন সবসময়। আপনাকে খুব বেশি কৃতজ্ঞতা।:)

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

বিবাগিনী এর ছবি

কি জানি ,জানি না তো।ভাবনা আসে তাই ভেবে যাই একা একা।

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

মাশীদ এর ছবি

আশ্চর্য!
খুব কাছের মানুষেরও কত কিছুই না অজানা রয়ে যায়! তোর এই পরী ভাবনার কথা কখনো জানিনি। আহা! আসলেই তো! তুই তো আসলেই পরী! এখন মনে হচ্ছে আমিও দেখেছি তোর সেই সাদা ডানা।

লেখাটা অসম্ভব মন ছুঁয়ে গেল। ভাল থাকিস। তোর সব ইচ্ছা পূরণ হোক।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

বিবাগিনী এর ছবি

মাশীদ আপু তুমি আমার আশেপাশে আর নাই কেন?খুব খালি খালি লাগে।ইচ্ছা পূরণ শুধু অন্যের জন্য চাইলে হয়।পরীদের নিজের ইচ্ছা থাকতে হয়না।উড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাব।

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

কনফুসিয়াস এর ছবি

আমি একবার পরীদের গলা শুনেছিলাম। মেটালিক, খনখনে। আপনার গলা কেমন?
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিবাগিনী এর ছবি

আমার গলা brayan adams এর মত।বাহ! আমি তো দেখি আসলেই পরী হাসি
‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

rini এর ছবি

aha..mon kharap??

বিবাগিনী এর ছবি

কিজানি rini মন খারাপ জানি না।‌‌
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

অমিত আহমেদ এর ছবি

ধরিত্রীতে নেমে আসা পরীদের সমস্যা হচ্ছে ওদের ডানা বন্ধক থাকে কোনো ভাগ্যবান সূর্যসন্তানের হাতে। সেই বন্ধকী ডানা ফেরতা না পেলে তো সব ছেড়ে ছুড়ে উড়ে যাওয়া যায় না বিবাগিনী! লেখা যে ভাল হয়েছে তা না হয় নাই বলি।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

SS এর ছবি

বাংলা লেখার চেষ্টা করছি কিছু মনে হয় হচছেনা। কি ভাবে এর থেকে ভালো লেখা য়ায় কেউ সাহায্য করলে খুশি হতাম। লেখক কে আমার অভিনন্দন, উষ্ণ। ভাষার শীতলতা কাটিয়ে উঠতে পারলেই আরো লেখার ইচছা পোষণ করি। ক্ষমাপ্রার্থঈ অসুন্দর এবং অশুদ্ধ টাইপ এর জন্য। শুভকামনা।

বিবাগিনী এর ছবি

‌‌অনেক ধন্যবাদ ss.কোন ব্যাপারনা। আমি তো যাচ্ছেতাই টাইপ করতাম।ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি।লিখতে থাকুন দেদারসে! দেঁতো হাসি

::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

স্বপ্নাহত এর ছবি

ভাল মন্দ অনুভূতি কম বেশি সবারই থাকে।যেটা থাকেনা সেটা হচ্ছে অনুভূতিটাকে অনুভূতির মত করে সবার সামনে মেলে ধরা।

পরীরা আসলেই সব পারে হাসি

চাইলে আরেকটু বেশি বেশিও লিখতে পারে চোখ টিপি

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- বি-বা-গি-নী-
লেখাটা ভালো লাগলো কি লাগলো না, বুঝতে পারলাম না। পরীকে ভাবতে ইচ্ছে করলো কি করলো না, এটাও বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলাম, 'পরী' শব্দটা কী-ওয়ার্ড হিসাবে মাথায় ঢুকে গিয়ে টুংটাং করে বেজে চলেছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

গৌতম এর ছবি

সাধারণত ছোটবেলায় পরীরা থাকে আশেপাশে। আমরা যতো বড় হতে থাকি, পরীরা আমাদের কাছ থেকে তত দূরে সরে যেতে থাকে। বড় হওয়ার পরও আপনার পরী আপনার সাথে আছে দেখে ভালো লাগলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।