মা রোজ রাত দশটায় পিচ্চিকে বিছানায় পাঠিয়ে দেন । সাধারনত মা নিজেই ঘরে এসে তার বিছানা বালিশ ঠিকঠাক করে তাকে শুইয়ে দেন । গরমের দিনে ফ্যানের গতি ঠিক করে দেয়া আর শীতের দিনে কম্বল গায়ে দিয়ে মা "শুভ রাত্রি" জানিয়ে বিদায় নেন । মাঝে মাঝে একটু আধটু গল্প শোনানোও হয় ।
এক ঝড়ের রাতে মা পিচ্চিকে শুইয়ে, গায়ে কম্বলটা ঠিকঠাক করে দিয়ে (সেদিন একটু ঠান্ডা পড়েছিল) চলে যাচ্ছেন - এমন সময় পিচ্চি ডাকল, " মা ! "
মা ততক্ষনে উঠে পড়েছেন বিছানা থেকে । দাঁড়িয়েই বললেন, " কী, বাবা ?"
" আমার ভয় করছে । আজকে তুমি আমার সাথে ঘুমাও না । " আবদার করে পিচ্চি ।
" আজ না সোনা । তোমার বাবা অপেক্ষা করছে, আজকে তার সাথেই ঘুমাতে হবে ।" স্বান্তনার সুরে বলতে বলতে একটু ঝুঁকে পড়ে ছেলের মাথায় হাত রাখেন মা ।
কিছুক্ষন মুখ ভার করে কি জানি ভেবে পিচ্চি বলে, " এই বুড়া বয়সেও ভয় পায় ! "
মন্তব্য
বেশ! বেশ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
হা হা হা
____________________
ওয়েব সাইট | ফেইসবুক | অরকুট |
_____________________________
টুইটার
হাঃ হাঃ হাঃ পিচ্চিটা তো সুইট।লিখতে থাক এনকিদু।
~~~টক্স~~~
ধন্যবাদ
লিখতে থাকলাম ।
- এনকিদু
মজা হইসে!!
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
হি হি হি কিউট পিচ্চিটা খুব। মজার লেখা
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নতুন মন্তব্য করুন