এটা সত্যি ঘটনা, কেউ কৌতুক মনে করে হাসবেন না দয়া করে ।
আমার এক বন্ধু মাধ্যমিক পরীক্ষার পর তার বাবা মায়ের কথামত তাবলীগে গেল তিন দিনের জন্য । সাথে ছিল পরিচিত আরো একজন । তাবলীগে গিয়ে প্রথমে ধাক্কা খেল খাওয়া দাওয়া নিয়ে । এরকম খাওয়া দাওয়ায় ছেলেটা অভ্যস্ত ছিল না । মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, সেও মানিয়ে নিল ।
এরপর যেটা নিয়ে সমস্যা হল, তা হল ঘুমানর ব্যবস্থা নিয়ে । এরকম ঢালাও বিছানায় মেঝেতে ঘুমানোর অভ্যাস নাকি তার ছিল না । তবে অন্য বন্ধুটির এধরনের অভ্যাস ছিল । সে ছোট থেকেই বয়স্কাউট দলের সদস্য । অনেক বার ক্যাম্পিং এর অভিজ্ঞতা আছে তার । ক্যাম্পিং এ গেলে তাঁবুর মধ্যে মাটিতে ঘুমাতে হয়, আর এখানেতো মসজিদের ভেতরে পাকা মেঝে । যাই হোক, "বন্ধু যখন পারছে তখন আমিও পারব" মনে করে প্রথম জনও মানিয়ে নেয়ার চেষ্টা করল ।
ভালই গেল তাদের প্রথম দিনটা । অনেক নতুন জিনিস দেখে এবং শিখে কেটে গেল । পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসলখানার সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছে দুই বন্ধু । গোসলখানায় প্রায় সব বয়ষ্ক তাবলীগি লোকজনেই গোসল করছেন । এই ভোর বেলায় কেমনে গোসল করে, ঠান্ডা লাগে না নাকি - এই জাতীয় আলোচনা করছিল দুই বন্ধু লাইনে দাঁড়িয়ে । তাদের কাছা কাছি কোথাও বড় হুজুর ছিলেন । তাদের আলোচনার কিছু অংশ তার কানেও গেল ।
তিনি এসে খুব হাল্কা ধমক দিয়ে বললেন যে, এনাদের গোসল ফরয হয়েছে । তাই কষ্ট স্বীকার করেও সাত সকালে গোসল করছেন, এরপর নামাজে দাঁড়াবেন । এই কথা শুনে দুই বন্ধু ফ্যাল-ফ্যাল করে চেয়ে রইল । হুজুরের কথার গুরুত্বপূর্ন অংশটাই তাদের বোধগম্য হয়নি । দুজনের ফ্যাল-ফ্যাল দৃষ্টি দেখে হুজুর কিছু একটা বুঝে নিলেন । বললেন, "তোমাদের গোসল ফরয হয়নি মনে হচ্ছে । গোসল কেন ফরয হয় জান ?" দুজনের কেউই তখন জানত না । না বোধক উত্তর পেয়ে হুজুর বললেন, "হুমমম... তোমরা এখনো মাসুম(নির্দোষ) আছ । আজকে অবশ্য তালিমের সময় এই ব্যাপারে আলোচনা করা হবে । তখন জেনে যাবে ।"
তালিম হয় সন্ধ্যায় । সেদিন সন্ধ্যায় তালিমে যথারীতি টুকটাক দোয়া দূরুদের পর হুজুর শুরু করলেন আসল জিনিস । বন্ধুর কাছ থেকে হুজুরের বক্তব্য একদম হুবহু মনে নেই । যতটুকু মনে করতে পারি তার সারমর্মটা লিখছি ।
প্রথমে ইসলামী পদ্ধতিতে পরিচ্ছন্ন হবার নিয়ম কানুন নিয়ে কিছু কথা হল । কিভাবে ওজু, গোসল ইত্যাদি করতে হয় । কিভাবে নিয়ত করতে হয় ইত্যাদি ইত্যাদি । এরপর শুরু হল কিভাবে গোসল ফরয হয় পড়ে । ...
" আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর বা মনের উপর আমাদের নিয়ন্ত্রন থাকে না । নফসের(কুপ্রবৃত্তি) পক্ষে তখন আমাদের নিয়ন্ত্রন নিয়ে নেয়া সহজ হয়ে পড়ে । ঘুমের মধ্যে হয়তো খুব সুন্দর একটা মেয়ে আসে (এই বাক্যটা হুজুর সত্যিই বলেছিলেন)। আমাদের কাছা কাছি আসে, অনেক ঘনিষ্ট হয় । তার স্পর্শে শরীর নিজের নিয়ন্ত্রনে থাকে না । ইত্যাদি ইত্যাদি ... "
... এইভাবে গোসল ফরয হয় । এগুলো সবই কুপ্রবৃত্তির কারনে ঘটে । কুপ্রবৃত্তিকে দমন করতে হবে । কুপ্রবৃত্তিকে দমন করে ইহকালের জীবন পার করে দিতে পারলে পরকালে অনন্তকালের জন্য পাওয়া যাবে তাদের(স্বপ্নে দেখা সুন্দর সেই মেয়েরা) সঙ্গ । ইত্যাদি ইত্যাদি ...
এই ছিল মোটামুটি সেদিনের তালিমে । আমার মাসুম বন্ধু স্বপ্নের রগরগে বর্ননাটা খুব মনযোগ দিয়ে শুনেছিল । সেই সকাল থেকে কৌতূহলী হয়ে বসে আছে এই রহস্য জানার জন্য, এই জিনিস তো আর এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়া যায় না ।
সেদিন রাতে, যা তার এতদিন হয়নি তাই হল । হুজুরের তালিমের সেই সুন্দর মেয়ে স্বপ্নে এসে হাজির হয়ে আমার কৌতূহলী মাসুম বন্ধুর মাসুমিয়াত ঘুচিয়ে দিল
মন্তব্য
যাক
অবশেষে ছেলে সাবালগ হয়ে বুঝল ইয়ে জিনিসটা আসোলে কী?
হা হা ... ...
পুরুষ ওনলি পোর্শন থাকলে ব্লগের কিছু কথা বলা যাইত। যেহেতু ব্লগ সকলের, তাই চাইপা গ্যালাম।
লেখা ভালো হইছে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ ।
ব্লগে লিখে ফেল, চাপাচাপি করলে ফেটে যাবে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হাঃ হাঃ হাঃ
এনকিদু ভাই মাফ কইরেন হাসি বাইর হয়া গেল যে !
মাসুম ভাইকে দোষ দেওন যাইবোনা, বুইড়া হুজুরদের যদি স্বপ্নদোষ হয় তাহলে উনি তো দুধভাত।
--------------------------------------------------------
হাইসা ফালাইছেন ? হায় হায় ! তাড়া তাড়ি মুখে হাত চাপা দেন । ওজু ফরয হয়ে যাইতে পারে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
পয়লা গেছিলাম তিনদিনের জন্য সময় লাগাইতে, মেট্রিক পাসের পর।
বহুদিনের পুরানা সাথী মনে করে ধরে নিয়ে যায় আবার ২য় বর্ষে পড়ার সময়। এবার ৭দিন। অনেক কাহিনী। এর পর আর জীবনে ওইদিকে যাইনি। এখন দরজায় নক করলে মেজাজ খিঁচে যায়।
আল্লাতালা সবাইরে হেদায়েত দিক, বলেন আমিন।
ভাল কথা মনে পড়ছে। এটার ইংরেজী শব্দটা কী, কে পারেন? (আমি কমু না।)
স্বপ্নের সাথে জড়িত শুকনা-ভিজা কি জানি একটা । আক্কেলমন্দের জন্য ইশারাই যথেষ্ট
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
উহু এনকিদু। ওটা জনসাধারণের মুখে প্রচলিত একটা নাম। কিন্তু মেডিক্যাল সায়েন্সে ওটার সম্পূর্ন ভিন্ন একখানা নাম আছে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মেডিকেল সায়েন্সের নামটা কি ইংরেজী নাকি ল্যাটিন ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আলমগীর ভাই আমি জানি। কিন্তু বলাটা কি শোভন হবে ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এখানে বলাটা মনে হয় ঠিক হবে না। এক কাজ করেন: উইকিতে একটা পেজ খুলে ফেলেন। তারপরে এখানে লিংক দিয়ে দেন। উইকিতে পেজ খুলতে সমস্যা হবার কথা না। আর এগুলা তো জ্ঞানের কথা। নাকি?
১.
আমিও মেট্রিক পরীক্ষার পরে তিনদিনের জন্য গেছিলাম। কিন্তু গেছিলাম পুরা এক বাহিনী। সেইখানে আমরাই সব। তাবলীগওয়ালা যে ৩/৪ জন ছিলো তারা আমগো দাপটেই কাহিল। পুরা তাবলীগ করছি নিজের তরিকা মোতাবেক। সেই গল্প বোধহয় আধাসচল এনকিদুর এক ব্লগের কমেন্টে দিছিলাম।
২.
আমি ইংরেজীতে ভয়ঙ্করের চেয়ে একটু বেশি কাঁচা...
৩.
ভাবতেছি লীলেন্দা যে নতুন প্রশ্নধরণ উদ্ভাবন করছে সে মোতাবেক এই পোস্টে কি কি প্রশ্ন হইতে পারে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
১.
আপনার ঐ চিল্লার গল্প মনে আছে । কোন কোন বাড়িতে বালিকা আছে, সেই বাড়িতে দাওয়াত ইত্যাদি ইত্যাদি ।
২.
আমিও । ইংরেজী পারলে তো ইংরেজীতেই ব্লগ লিখতাম ।
৩.
দেখা যাক কি কি প্রশ্ন বাইরায়
৪.
সবাই কি লীলেন ভাইয়ের মত ১,২,৩ করা লাগাইল নাকি ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
প্রকাশ্যে যদি ওই শব্দগুলো বলতে না চান তাহলে আমার মতো বাংলা মিডিয়ামে পড়া- বাংলা মিডিয়ামে চাকরি করা এবং বাংলা মিডিয়ামে স্বপ্ন দেখা অনাথ এতিমদেরকে ব্যক্তিগত মেইলে ইংরেজি কিংবা ল্যাটিন শব্দগুলো একটু মেইল করে দিতে পারেন
বলা যায় না কোনদিন আবার ইংরজিতে স্বপ্ন দেখতে হয়
তখন অর্থ না বুঝলে ঝামেলায় পড়বো
কারণ ওযু টযুর সিস্টেম তো নাই
এই হইলো ঘটনা
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
যেমনে হুরের লোভ দেখায়, মাথামুথা ঠিক থাকে কেমনে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মাঝে মাঝে স্বপ্ন দেখলেই মাথা ঠিক থাকবে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মাথা?
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
এত ডিটেইল প্রশ্ন করেন কেন ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- ডিটেইল?
নাকি রিটেইল!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি যখন গিয়েছিলাম তখন খাবার খাইছিলাম খুব ভালো। জীবনের সেরা খিচুরি খাইছিলাম সেই সময়।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
পেট এবং ডটডট উভয়ের ক্ষুধা মিটানোই প্রত্যেক জীবের জীবনের লক্ষ্য ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হি হি.....না হেসে পালাম না।
ওরে খাইছে!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমার ক্লাসমেট মামুন চিল্লায় গেল ৪০ দিনের জন্য। ৫ দিন না যাইতেই দেখি মামুন চিল্লা ফেরত গাজী।
ঘটনা কী? মামুনকে জিগাই, "কিরে মামুন? ঘটনা কী?"
মামুন প্রথমে কিছু বলতে চায় না। পরে একটু চাপ দিয়ে ধরতেই বলে, "পাশে যে শালা ঘুমায় -- রাতে ঘুমের ভেতর ওইটা ঘষে আমার পাছায়! "
কি মাঝি? ডরাইলা?
১.
ভাল জিনিস মনে করিয়েছেন । সমকামী আগ্রাসী হুজুরদের নিয়ে দুই একটা ঘটনা আছে, এক সময় লিখতে হবে ।
২.
আপনার ডাকাইতের ছবিটা কই ? জর্জ বিন লাদেনের ছবি দিলেন কেম্বায় ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হাঃ হাঃ হাঃ
যাক চিল্লা ফেরত গাজীর সাক্ষাৎকার নিয়ে আসল ঘটনা বাইর হইল তাইলে !!!!
কপাল ভাল আমি কোনদিনও যাইনাই অথবা বলতে পারেন আমার নাফরমানিকে ওরা বুঝ মানাইতে পারেনাই। চেষ্টা করছে বহুত মাগার কাম হয়নাইক্কা। এখনো আমাগো ইউনিতে কেউ কেউ আসে জিগায় চিল্লায় যামু কিনা আমি তো পারলে ওগুলারে লাঠি নিয়া দৌড়ানি দেই।
--------------------------------------------------------
হায় হায়! ।।। হাহাহাহাহাহা না হেসে পারলাম না
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মাসুমরে অ্যামনে পচাইলা !!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
নতুন মন্তব্য করুন