স্কুলের শেষ দিকে আমার এক নতুন বন্ধু হল । সে ছিল ঝিনাদহ ক্যাডেট কলেজের ছাত্র । ছুটিতে বাড়ি এলে তার সাথে দুনিয়ার আগডুম বাগডুম আলাপ আলোচনা আর এদিক সেদিক ঘুরাঘুরি করতাম । আমি আর আমার বন্ধুটি মিলে তত্ত্ব আবিষ্কার করেছিলাম যে, কোন মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে এক বারের বেশি না তাকানই ভাল । কারন একের অধিক যতবারই তাকান হয়, তার নম্বর কমতে থাকে । নম্বর মানে সৌন্দর্যে (অবশ্যই বাহ্যিক ) ১০০ তে কত দেয়া যেতে পারে ।
তত্ত্বটা কিছুদিন ধরেই আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল । প্রথম যে কার মাথায় এসেছিল তাও ভুলে গেছি । যাই হোক কিছুদিন ধরেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম কিন্তু কোন চূড়ান্ত রূপ দিতে পারছিলাম না । সেই দিন বিকালের আগে যা আলোচনা হয়েছে তার ভিত্তিতে সেই সময় তত্ত্বের রূপ দাঁড়িয়েছিল, " এক মেয়ের দিকে একবারের বেশি তাকান ভাল না " ।
একেবারে ডাহা সত্য কথা ! কিন্তু ততোধিক সত্য হল কোন মেয়ের দিকে একবার মাত্র তাকালে কেমন জানি খালি-খালি লাগে । সেই খালি-খালি ভাবটা একটু জমে উঠলে পরে ঘোর-ঘোর ভাবে পরিনত হয়, সেই ঘোর নিয়ে তারপর সারাদিন কাটিয়ে দেয়া লাগে আর রাতে ঘুম আসেনা । মহা মুশকিলের ব্যাপার । সামনে আবার মেট্রিক পরীক্ষা - এই সময় সারাদিন সজাগ থাকা আর রাতে ঘুম দুটাই খুব দরকার । খালি-খালি ভাবটা কাটানর একমাত্র উপায় হল আরো কয়েকবার মেয়েটির দিকে তাকান । প্রথম দুই একবার খুব ভাল লাগে, আর এর মধ্যে মেয়েটাও যদি একবার আমার দিকে তাকায় তাহলে তো কথাই নেই ! যেহেতু এই কাজ করতে ভাল লাগে, কাজেই একে খারাপ বলা উচিত না । এর পর থেকে মেয়েটাকে আগের থেকে একটু কম সুন্দরী বলে মনে হতে থাকে । এবং এরকম চালিয়ে যেতে থাকলে একটু পরেই মেয়েটার মধ্যে এমন কিছু চোখে পড়তে থাকে যাতে যার কারনে মেয়েটাকে আর সুন্দরী বলে মনে হয়না আর খালি-খালি ভাবটা পালায় । কিন্তু সব মেয়েকে অসুন্দরী ভাবতেও আমাদের আপত্তি । কাজেই তত্ত্বটি নতুন করে সাজান দরকার, মানে ইংরেজীতে যাকে বলে rephrasing সেই জিনিস করা লাগবে আর কি ।
সেদিন বিকালে এই প্রসঙ্গেই আলোচনা হচ্ছিল একটা রাস্তার পাশের উঁচু জমিতে বসে । জেলা শহর থেকে বেরিয়ে এসে বেশ খানিকটা দূরে সেই জায়গাটায় আমরা প্রায়ই বিকালে সাইকেলে করে যেতাম । আলোচনার মাঝখানে একটা গাড়ি আসার শব্দ পেয়ে আমরা ঘাড় ঘুরিয়ে তাকাই । চালককে দেখা গেলনা, কিন্তু তার পাশের আসনে আমাদের কাছাকাছি বয়সের একটা মেয়ে বসে আছে । যথারীতি প্রথমবার দেখে মেয়েটাকে সুন্দরী বলেই মনে হয়, দুজনেই ৮০ দিয়ে দিই । সাধারনত আমরা কাউকে প্রথম দেখায় ৭০ এর বেশি দিতাম না, কিন্তু সেই মেয়েটিও এদিকে তাকিয়ে ছিল (আর আমরা দুজনেই ভেবেছি "আমার দিকে") তাই আমরা খুশি হয়ে ৮০ দিয়ে দিলাম । আমরা জানতাম গাড়িটি একটু পরেই ফিরে আসবে কারন যেদিকে গিয়েছিল সেদিকে জানামতে গাড়ি করে যাওয়ার মত রাস্তা খুব বেশিদূর নেই । গাড়ি ফিরে এলে দেখা গেল মেয়েটা এবার পিছনের দিকে বসা, এবারো এদিকে তাকিয়ে আছে । এবার আমরা পূর্ব প্রস্তুতীর কারনে তাকে দেখেছি দীর্ঘতর সময় ধরে । এবার তার নম্বর কমে দাঁড়াল ৬০ আর ৬৫ ।
ধুত্তোর ছাই, একটা মেয়েকেও দ্বিতীয়বার দেখলে সুন্দরী বলে মনে হয়না । মহা যন্ত্রনা ! কোন একটা মেয়েকে বার বার দেখেও সুন্দরী বলে মনে করতে ইচ্ছা করে । কারো দিকে যতবার চোখা যাক ততবার মুগ্ধ হতে ইচ্ছা করে । তাই আমরা তত্ত্বটা নতুন করে সাজিয়ে লিখলাম "কোন মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে এক বারের বেশি না তাকানই ভাল " ।
(চলবে)
মন্তব্য
তাইলে তো এই ক্ষেত্রে আমি সূত্রের লোক
অনেক বারই দেখা গেছে কারো সাথে কয়েক ঘণ্টা আড্ডা দিয়েও পরে দেখলে চিনতে পারি না
কারণ আড্ডার সময়ও মুখের দিকে তাকাইনি একবারো...
সর্বনাশ !! আপনি কিসের দিকে তাকিয়ে আড্ডা মারেন ?
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অত্যন্ত জট্টিল প্রশ্ন।
লীলেন ভাই, জবাব চাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
প্রশ্নের জবাব দেয়াটা ঠিক লীলেন ভাই সুলভ আচরন না । কোন পোস্টে একটা কেলেঙ্কারিয়াস মন্তব্য দিয়ে লীলেন ভাই হাওয়া হয়ে যান । সেই প্রসঙ্গে কোন প্রশ্ন করা হলে অনেক দিন পর অন্য কোন পোস্টে ( নিজের বা পরের ) সেটার জবাব মিলে ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
তত্ত্বে গোজামিল লক্ষ্যনীয়। দুরভিসন্ধিমূলকভাবে মেয়েদের সৌন্দর্যকে অপমান করা হইতেছে।
প্রথমবার দেখার পরেই সৌন্দর্যের ঝাঁঝে চক্ষু কানা হইয়া যায়। তাই পরেরবার আর পুরা সৌন্দর্য দেখিবার ক্ষমতা ঐ পোড়া চক্ষের থাকে না। ইহা মেয়েদের সৌন্দর্য্যের ঘাটতি নহে। চউক্ষের বারটা বাজাইয়া ফেলাই প্রধান হেতু।
অতএব, তত্ত্ব-প্রকল্পের শুরুতেই মৌলিক প্রমাদ পরিলক্ষিত হওয়ায় অনুমান হইতেছে যে, তত্ত্বটি সদর-রাস্তা হারাইয়া ফেলিয়াছে !
অনতিবিলম্বে স্টিয়ারিং মেরামতের ব্যবস্থা নেয়া হউক।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ঐ মিয়া , এইটা কি ইয়োগা পেয়েছেন নাকি ? সবকিছু পরিপাটি চলবে ।
এখানে গোজামিল থাকাই স্বাভাবিক । হরমোনের খেলা , হুঁ হুঁ !
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
পোস্টে জাঝা।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- আমি কোনো সুন্দরীর দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকানোর আগেই আমাদের নাতি-নাতনীতে ঘর ভরে যায়। আর যখন নাতনী এসে আমার পাকা দাড়ি ধরে টান মারে তখন সম্বিৎ পেয়ে ফিরে এসে দেখি সুন্দরী হয় কারো বাহুতে ডগডগ দোল খায় নাইলে কারো সাথে 'নাউযুবিল্লা'য় ব্যস্ত। তখন আর সে সুন্দরী না কমলা ঐটা ভাবতে ভালো লাগে না। ঐসময়টা দীর্ঘশ্বাস ছাড়ার সময়, ছ্যাঁক খাওয়ার সময়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওরে বাবা রে ! আপনার হরমোন দেখি আমার চাইতেও বেশি মাত্রায় কাজ করে । চিন্তা কইরেননা , অতিমাত্রায় সক্রিয় হরমোনের কল্যানে নতুন কাউকে দেখা মাত্রই আপনার যাবতীয় ছ্যাঁকা-পোড়া-ফোস্কা সব সেরে যাবে ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
একখানা পুরনো কৌতুক মনে পড়লো।
- প্রথম দর্শনেই প্রেম থেকে নিস্তার পাবার উপায় কী?
- দ্বিতীয়বার ভালো করে তাকিয়ে দেখুন।
আপনার লেখাটি এই কৌতুকের ভাব-সম্প্রসারণ বলেই মনে হলো।
দুটি ভিডিও (সাইজ ৩ ও ৩.৫ মেগাবাইট):
১. প্রথম দর্শনে অপছন্দ হলে সেটাও কিন্তু শেষ কথা নয়
২. প্রথম দর্শনেই কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলার আগে ভালো করে ভেবে দেখুন!
ভিডিও দুটির ছবির কোয়ালিটি আশাব্যঞ্জক - এমন আশা করাটা উচিত হবে না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রথমটা আগেই দেখেছি ।
দ্বিতীয়টা জব্বর হয়েছে । এই ব্র্যান্ডের এক বোতল পানি সংগ্রহে রাখার প্রয়োজন অনুভব করছি । জমজমের পানিতেও মনে হয়ে এত জাঝা নাই ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমি তো এমনি এমনি তাকাই (ছ্যাবলার মতো না কিন্তু)!!!!
হ জানি, আপনি ভাল মানুষের মত তাকান । আমার ধারনা আপনারে হরমোন ইঞ্জেকশন দিলেও আপনি অন্য কোন ভাবে তাকাইতে পারবেন না । যখন ২০০০ এ যাওয়া আসা করতাম তখন চিনতাম আপনাকে, মনে আছে ?
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভাইরে, এই ভরা মজলিশে আমাকে এভাবে লজ্জা দেয়ার তীব্র নিন্দা জানাই।
সাপ্তাহিক ২০০০-এ ছিলেন নাকি? আপনার আসল নামটা এইবার কয়া ফালান তো? দেহি চিনবার পারি কী'না।
নাহ থাক, আরো কিছুদিন আপনার সাথে বাঁদরমো করি । দেখি শেষ পর্যন্ত কতদিন পরে চিনতে পারেন ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমাদের এক সিনিয়র মওলানা ভাই প্রতিদিন আড্ডায় অনেক ফতোয়া দিত। মেয়েদের দিকে তাকাইতে হয়না। বড় হুজুর বলেছে যতবার তাকাবি ততবার সাপ কামড়াবে। প্রতিবার কোন মেয়ে আমাদের পাশ দিয়ে গেলেই হিসাব করতাম কয়টা সাপের কামড় খাইলাম। আমরা নম্বর দিতাম এরকম, পুরা ৮০ কামড়, ৭০ কামড়ের বেশি না।। একবার পাড়ায় এক বড়ভাইকে পরিচয় করাতে গিয়ে তার সম্পর্কে বলেছিলাম , উনি ১৫ কামড়ের বড়ভাই।
পরের কাহিনী না বলি।
তারপর কি সেই বড় ভাই আপনারে কামড়ায় দিল ?
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমি এই লেখায় মন্তব্য করতে চাইছিলাম, কিন্তু বউ-এর ডরে করলাম না।
বলা তো যায় না কোনভাবে সেই মন্তব্য বউ'র চোখে পড়লে - আমার ইহকাল শেষ হইয়া পরকাল শুরু হইয়া যাইবো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হা হা হা! আমার এক দোস্ত কইতো, কাপড় খুললে সব মেয়েই রক্তমাংস।
পরের পর্বের অপেক্ষায়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
রক্তমাংস নাকি গনগনে আগুন এই ব্যাপারে মতভেদ আছে, তবে কাপড় খুল্লে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নেংটুপুটু এই ব্যাপারে সন্দেহ নাই ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
জট্টিলস্, লেখা আর কুটিল টপিকস্।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
মন্তব্য করাও ভুলে গেছি নাকি!!!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
সেরকমই তো মনে হচ্ছে, মন্তব্যের চাইতে সিগনেচার লম্বা ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ইফ ইউ বিলিভ ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট, ইউ নেভার স্টপ লুকিং!
নাহ্, আমি প্রথম দর্শনে প্রেমে বিশ্বাসী নই, আবার এটাও মানতে রাজি নই যে, কোন মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে এক বারের বেশি না তাকানোই ভালো...
হয়তো আমি ব্যতিক্রমের দলে পড়ি, তবে অসংখ্য মেয়েকে আমার প্রথমবারের পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ...... আরো অনেক বার তাকানোর পরও যথেষ্ট সুন্দরী বলেই মনে হয়েছে...
অ্যানালাইসিস চলুক...
কারল সম্ভবত আপনার বয়স এখন ১৬ বছরের বেশি ।
এই তত্ত্ব গুলো আমাদের ১৫ বা ১৬ বছর বয়সকালে আবিষ্কৃত । সেই অবস্থাটা শেষ হয়ে গেছে অনেক আগেই । কিন্তু তারপরেও অনেক দিন পর পর হঠাৎ করে মনে হয় খুব একটা বড় হতে পারিনি, আগের মতই "আবাল ছ্যামড়া" রয়ে গিয়েছি ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এই তত্ত্বের শ্যাষডা পড়াই লাগবো। অপেক্ষায় আছি।
--------------------------------------------------------
তাইলে শ্যাষডা লিখুমই না । লবাটের মত টাইনা লম্বাই করতে থাকব ।
আসলে আপনি এই কমেন্ট করার পর নার্ভাস হয়ে গেলাম, শেষটা আদৌ লিখতে পারব কিনা বুঝতে পারছি না
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নতুন মন্তব্য করুন