পতাকার বিজ্ঞাপণ

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ০৮/১২/২০০৮ - ৩:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি পতাকা কিনুন

অনেক নামকরা বিজ্ঞাপণ নির্মাতার তৈরী করা বাহারী বিজ্ঞাপণে টেলিভিশন চ্যানেল আর সংবাদপত্র গুলো সয়লাব । বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় যেসব বিদেশী বহুজাতিক কোম্পনি তাদের বিজ্ঞাপণ গুলো হয় দেশপ্রেম মূলক। ফাইযলামি আর কি ! পাঠক আশা করি আমাকে ভুল বুঝবেন না । ঐসব সুন্দর দেশপ্রেম মূলক বিজ্ঞাপণ গুলো আমারো খুব প্রিয় জিনিস, বিজ্ঞাপণ নির্মাতা কে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই ! আমার যত রাগ ঐ শয়তান বহুজাতিক কোম্পানির উপর । এই শালারা দেশে আসে আমাদর টাকা পয়সা সব হাতিয়ে নিতে, কিন্তু বিজ্ঞাপণ দিয়ে ফলাও করে প্রচার করে তারা কত ভাল !

দেশি পণ্য গুলোরও কিছু কিছু ভাল বিজ্ঞাপণ দেখা যায় , কিন্তু ওদের গুলোর মত এত 'ফাস্ট-কেলাস' হয় না । আমাদের বিজ্ঞাপণ নির্মাতারা কেন দেশি পণ্যের জন্যও ওরকম একটা-দুইটা 'ফাস্ট-কেলাস' বিজ্ঞাপণ করেনা আমি বুঝি না । মক্কেল টাকা দিলে কাজ করি - এই নীতিটা আমিও বুঝি । আমরা যারা সফটওয়্যার শিল্পের সাথে জড়িত, আমরাও তো মক্কেল টাকা না দিলে কাজ করি না । তারপরেও, আমরা অনেকেই কাজের ফাঁকে অথবা লেখাপড়ার ফাঁকে উইকিপিডিয়া তে লেখালেখি করি । OpneSource এর কাজ করি । একবার sahana নামে একটি opensource প্রজেক্ট বাংলাদেশে এল । সাহানা মূলত disaster management system, মানে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে । এই প্রজেক্টের কাজের জন্য কিছু স্বেচ্ছাসেবক প্রোগ্রামারদের নিয়ে দল গঠন করা হল, তারা কিছুদিন কাজও করেছিল ।

যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি । কথা হচ্ছিল বিজ্ঞাপণ নির্মাতারা কেন দেশি পণ্যের জন্যও একটা-দুইটা ভাল বিজ্ঞাপণ করে না । জানি না কেন করেনা । তবে করতে চাইলেই যে করা যায় এই ব্যাপারে আমার কোন সন্দেহ নাই । যাদের সন্দেহ আছে তারা বাংলা উইকিপিডিয়া দেখুন , পুরোটাই স্বেচ্ছাশ্রমের ফসল ! বিজ্ঞাপণ নির্মাতারা যখন দেশি পণ্যের বিজ্ঞাপণ করছেন না, আমার মত অধমকেই কাজটা করতে হচ্ছে ।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।

পতাকা কিনেছেন ?

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

আমার বাচ্চাকে প্রতিবারেই একটা করে পতাকা কিনে দিতে হয়।

ছবির অধমটাই তো আপনি, নাকি ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়ার পর আবার জিগান ?

এইবার তো চেহারা চিনে ফেললেন, এরপর কি রাস্তায় দেখা হলে ইয়োগা চর্চিত দেহ আর মার্শাল আর্ট চর্চিত মনের অধিকারির হাতে প্যাঁদানি খাওয়া লাগবে ? এখন থেকে কি বালিশ সাথে নিয়ে চলাফেরা করব ?

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

সে সম্ভাবনা কিঞ্চিৎ রয়েছে বৈ কি !
তাছাড়া ছবিটাও মিরপুরেরই মনে হচ্ছে। অন্তত ছবির ভেতরের সাইনবোর্ডে তা-ই বলে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

নাহ, ভুল করলেন । ছবি তিনটাই নীলক্ষেতের ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

এবার বিজয় দিবসে হাতে বানাবো পতাকা। পিচ্চিস্কুলে থাকতে যেমন বানাতাম।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

ভাল কথা মনে করিয়েছেন হিমু ভাই । খোঁজ নিয়ে দেখা লাগবে আজকাল স্কুল গুলোতে পোলাপানকে পতাকা আঁকতে শেখায় কিনা ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

আমার বাচ্চা তো স্কুলের হোম-ওয়ার্কে এখনো পতাকা আঁকে দেখেছি। তবে সব ইস্কুলগুলার খবর জানি না।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

জেনে ভাল লাগল । সন্তানের স্কুলের বেতন বাবাদ যা ব্যায় করেন তা মনে হচ্ছে কিছুটা হলেও কাজে লাগছে । আমি নিজেও আজকের দিনের মধ্যে পরিচিত জনদের কাছে কয়েকটি স্কুলের খবর নিলাম । আন্ডা-বাচ্চা শ্রেনীতে তারাও পতাকা আঁকা শেখায় । আপনার বাচ্চার স্কুলে কি বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা শহীদ দিবসে কোন অনুষ্ঠান হয় ? আমার খোঁজ নেয়া তিনটি স্কুলের কোনটিতেই হয়না । দুঃখের বিষয় ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মবর্গর এর ছবি

মতামতের জন্য ধন্যবাদ । আমরা প্রথাগত ভাবে ধরে নিই, ঘরের খেয়ে যারা বনে মোষ তাড়ায় তারা বোকা । কিন্তু এটা কখনোই ভাবি না যে মোষকে যথা সময়ে না তড়ালে সে বন থেকে বের হয়ে আমার ঘরই ভাঙ্গবে ।

এনকিদু এর ছবি

ভাল বলেছেন । আসলেই বনের মোষ গুলো কয়েক প্রজন্ম না তাড়ানর ফল এখন সবাইকে ভোগ করতে হচ্ছে । বনের মোষেরা নির্বিবাদে বংশবৃদ্ধি করে লোকালয়ে এসে পড়েছে । সবার ঘরে ঘরে মোষ ঢুকে লন্ডভন্ড অবস্থা । আফসোসের বিষয়, তারপরেও দেখি বাঙ্গালি ঘরের খেয়ে ঘরের মোষ তাড়ায় না । আসলে ঘর-বাহির এখানে বিষয় না । আসল বিষয় হল, মোষ তাড়ানর বিদ্যাটাই মনে হয় আমাদের জানা নেই ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আলমগীর এর ছবি

বানান: পণ্য, বিজ্ঞাপন

ভালো বিষয় তুলে এনেছেন। চলুক

এনকিদু এর ছবি

ধন্যবাদ । বানান গুলো সংশোধন করছি ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পুতুল এর ছবি

বিজ্ঞাপন সেই রকম হইছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

এনকিদু এর ছবি

তাইলে একটা পতাকা কিনেই ফেলেন । খালি ত্রিশ খালি ত্রিশ খালি ত্রিশ ...

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

হুম, খুব সত্য কথা বলেছেন।
নির্মাতাদের মাথায় এই শুভবুদ্ধিটা ঢোকাবে কে ?

--------------------------------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বিজ্ঞাপন নির্মাণের বিষয়টা আসলে নির্মাতার হাতে কম থাকে। বিজ্ঞাপন একেবারেই ক্লায়েন্টের পছন্দেই বানাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই কেন ফার্স্ট কেলাশ বিজ্ঞাপন নির্মিত হচ্ছে না তার দায় নির্মাতাদের ঘাড়ে না চাপিয়ে ক্লায়েন্ট (সংশ্লিষ্ট ব্যাবসায়ী প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী এজেন্সী)-এর ঘাড়ে চাপানো উচিত।

একটা উদাহরণ দেই- দেশের একটা খুবই বিখ্যাত খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে। যারা সবসময় তাদের এই দেশী পণ্যের গরিমা প্রচার করে, এবং প্রচার করে দেশী পণ্য ক্রয় করতে।
সেই তারা অনেকগুলো বিজ্ঞাপন এই দেশে নাজেল করেছে... কিন্তু এর একটাও এই দেশে বানানো না, এই দেশের নির্মাতার বানানো না। সবই ভারত থেকে বানিয়ে আনা হয়।
তারা ভারতের যে নির্মাতাকে দিয়ে বানাতেন, তিনি ভারত থেকে আমাকে মেইল করে স্ক্রিপ্ট চাইতেন, আমি এখানে বসে স্ক্রিপ্ট লিখে ভারতে পাঠাতাম। অথচ তারা কখনো আমাদের সাথে যোগাযোগ করতো না।

তার বিপরীতে বিদেশী বহুজাতিক কোম্পানীগুলো... বিশেষ করে ফোন কোম্পানীগুলোর বিজ্ঞাপন সবই এই দেশের নির্মাতাদের বানানো, থিম পরিকল্পনা এই দেশের পোলাপানের। আর এগুলোই ফার্স্ট কেলাশ বিজ্ঞাপনের স্বীকৃতি পায়।

আড়ং যে দেশ নিয়ে, দেশের পণ্য বিক্রি করে এত গর্ব করে তাদের বিলবোর্ডগুলো দেখেন, বিজ্ঞাপনগুলো দেখেন। মডেল, ফটোগ্রাফার সব ভারতীয়। এই দেশে যে কতো ভালো ভালো ফটোগ্রাফার আছে তা তারা জানতেও চায় নাই কোনোদিন।

শুধু শুধু বিজ্ঞাপন নির্মাতাদের দোষ কেন দেন ভাই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

দোষ দিলাম কখন ভাই ? কিছু প্রশ্ন ছিল । এখন উত্তর পেলাম ।

একটা কাজ করলে কেমন হয় ? আপনি একটা বিজ্ঞাপণের নাট্যরূপ তৈরী করেন । দরকার হলে আমরা নিজেরাই কেউ সেটায় অভিনয় করে, কেউ অ্যানিমেশন করে অবদান রাখব । তারপর সেই ভিডিওটা ইউটিউবে তুলে দিব ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।