ওরে কত টাকায় খায় রে !

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: রবি, ১৮/০১/২০০৯ - ২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কত টাকা খায়রে !কত টাকা খায়রে !
মনে করি একটি কাগুজে টাকার (নোটের) পুরুত্ব ০.২৫ মিমি (মিলিমিটার) । আসলে অবশ্য আরো একটু বেশি, আমরা কমিয়েই ধরলাম ।

আরো মনে করি আমাদের আছে ১,৩৮০ কোটি টাকা । মানে অঙ্কে লিখলে ১,৩৮০,০০,০০,০০০ টাকা । বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি ১.৩৮ X ১০১০ টাকা ।

যদি ১০০ টাকার নোটে এই পরিমান টাকার একটা স্তম্ভ বানান যেতে পারে যার উচ্চতা হবে ৩৪.৫ কিমি.(কিলোমিটার) । আর ৫০০ টাকার নোট নিলে হত ৬.৯ কিমি. উচ্চতা ।

মনে করা যাক আমরা এই টাকা বিলিয়ে দিব বাংলাদেশের গরীব দুঃখী মানুষের মাঝে । ঠিক করলাম আমরা প্রত্যেককে একটা করে ৫০০ টাকার নোট দিব, তাহলে ২ কোটি ৭৬ লক্ষ লোককে দেয়া যাবে । টেনিস খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়েরা অনুশীলনের জন্য একধরনের যন্ত্র ব্যবহার করে যা দিয়ে প্রতিপক্ষের বল নিক্ষেপের ব্যাপারটা নকল করা যায় । সেই যন্ত্র নিক্ষিপ্ত বলের সামনে দাঁড়িয়ে ব্যাটিং চর্চা করে ক্রিকেট খেলোয়াড় । যদি ধরে নিই আমাদের কাছেও একটা বিশেষ যন্ত্র আছে যা দিয়ে সেকেন্ডে একটা করে ৫০০ টাকার নোট নিক্ষেপ করা যায়, যা কিনা সেই ২কোটি ৭৬ লক্ষ লোকে লাইন ধরে একজন একজন করে 'ক্যাচ' ধরবে, তাহলেও আমাদের প্রায় ৩২০ দিন লাগবে সব গুলো নোট বের করতে ।

আমরা ৫০০ টাকার বদলে ১০০ টাকায় চিন্তা করতে পারি, তাহলে অনেক বেশি লোকের মাঝে বিতরণ করা যাবে । মোট ১৩ কোটি ৮০ লক্ষ জন । তবে সেক্ষেত্রে ঐ বিশেষ যন্ত্রটা ব্যাবহার করতে হবে টানা ৪ বছর ৪ মাস ১৩ দিন ৭ মিনিট ৩০ সেকেন্ড ।

আরেকটা দিক চিন্তা করা যাক । ১০০টাকার নোট গুলো যদি আমরা একটার পাশে একটা লম্বালম্বি দিকে বসিয়ে যাই তাহলে প্রায় ২০,০০০ কিমি. দূরত্ব অতিক্রম করে ফেলব ।

টাকা নিয়ে চারপাশে ছড়া ছড়ি অনেক করলাম, এবার টাকা সংরক্ষণের দিকটা দেখা যাক । মনে করি আমরা ১০০ টাকার নোটে এই ১,৩৮০ কোটি টাকা রাখব একটা ব্যাংকের ভল্টে । সেই ভল্টের দৈর্ঘ্য প্রস্থ্য উচ্চতা হতে হবে যথাক্রমে ৩৩' ১৫' ২৩' । এটা একটা প্রমান সাইজের দুইতলা বাড়ির থেকেও একটু বেশি ।

এই পর্যন্ত যেই হিসাব গুলো দিলাম তা করেছে আমার পাশের ঘরের মিথুন । পরীক্ষার পড়া বাদ দিয়ে দেশচিন্তা হচ্ছে ।

শেষকরি একটা প্রশ্ন দিয়ে,
এত টাকা দিয়ে কি করবে ??


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

হ পরীক্ষার সময়েই এই সব উর্বর চিন্তা মাথায় আসে।
হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

সত্য কথা । পরীক্ষা জিনিসটা আসলে যত খারাপ মনে করি তত খারাপ না । তবে সর্বাঙ্গসুন্দর হইতে পারত যদি নিয়ম হইত পরীক্ষায় বসলেই পাস ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১৩৮০ কোটির মাযেজা কী? কেন অন্য কোন সংখ্যা নয়?

পরীক্ষা-প্রিপারেটরী লীভ-ক্যুইজের মৌসুম-সার্ভে ইত্যাদি সময়ের এমন বিচিত্র সব গল্পের ভাণ্ডার বুয়েটের সবার ঝুলিতে আছে। সেখানে আবার কমন গল্প, বহুযুগ ধরে চলে আসা ঐতিহ্যবাহী গল্পও আছে। ভালো হয় একটা সিরিজ নামানো শুরু করেন। আমরা পুরোনো যারা এখানে আছি মাঝে মাঝে ধূঁয়া ধরে দেবখন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নিবিড় এর ছবি

ইহা আমাদের একজন যুবরাজের টাকার হিসাব । তাই এই নিয়া এত টানাটানি ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

ধন্যবাদ । ঐ জিনিস আপনারা কেউ চালু করেননাই কেন ভেবে আমি আগে আশ্চর্য হয়েছিলাম । পরে ভেবেছি কেউ না কেউ হয়ত ঠিকই করেছে এই কাজ, আমি হয়তো সেই পোস্ট খুঁজে পাইনি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুস্তাফিজ এর ছবি

টাকাটাকা
টাকার গল্প লেখার জন্য আপনাকে আর হিসাব করার জন্য মিথুন কে দেয়া হলো।

...........................
Every Picture Tells a Story

এনকিদু এর ছবি

ওরে, কত টাকা দিছে রে !!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

পরীক্ষার সময় এইসব জিনিস মাথায় ভাল কাজ করে মন খারাপ
----------
উদ্ভ্রান্ত পথিক

ভূঁতের বাচ্চা এর ছবি

এত পড়াশুনা কইরা কি হবে ভাইজান।
ব্লগ লিখেন এসব নতুন নতুন চিন্তা দিয়া।
পরীক্ষা দিয়া কে কবে বড় হইসে বলেন !
আপনার টেকা নিয়া নানা কিসিমের পরিসংখ্যান পইড়া এখন মাথা ঘুরায়।
আর সত্যই টাকা বিলানো হইলে এই গরীবের নামটা মনে রাইখেন।

--------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

হাঁ, ব্লগ তো লিখছিই । পরীক্ষা দিয়ে কেউ বড় হয়নাই , আপনার সাথে আমিও একমত । পরীক্ষা দিয়ে উল্টা অনেক প্রতিভাবান লোকের অপমান হয়েছে । আইনস্টাইন নাকি একবার পরীক্ষায় সব বিষয়ে মোট নম্বর পেয়েছিলেন ৫, তার মধ্যে গনিতেই ছিল ৪ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

আমি মাঝে মাঝে অনেক টাকার স্বপ্ন দেখি, যদিও আমার কম্বলটাকে এখনো ছিঁড়তে পারিনি। এই পদ্ধতিগত ত্রুটির কারণেই টাকার অঙ্কটা একটু বেশি হয়ে যায়। স্বপ্নে দেখি ভোরবেলা ইতস্তত হাঁটতে বেরিয়েছি, সদয় চেহারার কোন বৃদ্ধ ইউরোভর্তি একটা বস্তা আমার হাতে দিয়ে বলছে, আলগাইতে পারবা না বাসায় দিয়াসুম? আমি স্মিতহাস্যে বলছি, চলেন তাইলে বাসায় গল্প করতে করতে যাই। চা-ও খাইয়াসলেন, বস্তাটাও পৌঁছায় দিলেন।

কিন্তু এতো টাকা দিয়ে কী করবো সেটা ভাবতে গেলে একটু গন্ডগোল হয়। প্রথমে অবশ্যই অনেকগুলি সুন্দর মেয়েকে নিয়ে একটা দুষ্টু পার্টি দিবো, তাতে কোন সন্দেহ নাই। কিন্তু তারপর কী? সারা দুনিয়া ঘুরবো? মৌজমাস্তি করে জীবন কাটিয়ে দিবো? নাকি নতুন কিছু করার চেষ্টা করবো? ভাবতে ভাবতে স্বপ্নের চটকা ভেঙে যায়।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

একটা বুদ্ধি দেই । যখনি বুঝবেন স্বপ্ন দেখছেন অম্নি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে উদ্দাম নৃত্য-গীতে গা মন প্রান সব ভাসিয়ে দিবেন । তাইলে আর চটক ভাঙ্গবে না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

অসাধারণ।

সত্যি কথা বলতে কী, বুয়েটের পি-এল/টার্ম ফাইনালের সময় আমি নিজের সৃজনী প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যাই। এত রকমের বুদ্ধি মাথায় কিলবিল করে। ব্যক্তিগত বিচারে আমার যে লেখাগুলি আমার সবচেয়ে বেশি প্রিয়, তাঁদের সিংহভাগই পরীক্ষার মধ্যে বা আগে লেখা।

আরো মজার ব্যাপার এই, পরীক্ষার মধ্যে না হলে আমি কোনদিনই আমার পাহাড় যাত্রা সিরিজটা শেষ করতে পারতাম না -এই পরিমাণ লেখা টানা লেখার ধৈর্য্য আমার নেই। শুধু মাত্র পরীক্ষা চলছে বলেই রোজ একটা করে লিখতে পেরেছি।


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

শুধু মাত্র পরীক্ষা চলছে বলেই রোজ একটা করে লিখতে পেরেছি।

উত্তম জাঝা!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

এতো টাকা যাদের থাকে তারা না জানি কিভাবে ফুচকা খায়!!! কিভাবে বিহারী ক্যাম্পে বোটি কাবাব খায়!!! কিভাবে রবীন্দ্র সরোবরে ঝালমুড়ি খায়।
কিভাবে গাউসিয়া চাদনী চকে ওড়না আর গিলটি করা গয়নার দোকানে শপিং করে। মাবুদে এলাহী ভাবলেই গায়ের লোম সব দাড়াইয়া যায়। এতো সুখ কোথায় থুই তারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এনকিদু এর ছবি

সুখ রাখার জন্য বিশাল একটা ভল্ট বানায় । সেই ভল্টের মধ্যে সব সুখ পুরে দিয়ে তালা মারে । তারপর চাবিটাও গোপন কোন স্থানে রেখে একসময় নিজেই ভুলে যায় । ফলাফল নিজেও আর সেই সুখের নাগাল পায়না, অন্যদেরকেও আর পেতে দেয় না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

আমার অনেক টাকা হইলে সেই টাকার স্তুপে দাড়িয়ে আন্তর্যাতিক মহাকাশ স্টেশনে যাইতাম। যুবরাজ মহাশয়ও তাই চেয়েছিল কিনা কে জানে!!
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

হুমমম ... এখন আন্তর্জাতিক আদালত জেল ইত্যাদি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অভ্রনীল এর ছবি

টাকা জিনিসটা খুব খারাপ...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

এনকিদু এর ছবি

চ্রম খ্রাপ তাইনা ? তাও যদি আবার মনে করেন নিজের হাতে না হয়ে ওদের হাতে হয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

আমার অনেক টাকা হলে আমি একটা ভালো দেখে চেয়ার কিনতাম- সারাজীবন বসে বসে কাটাতে হতো তো তাই খাইছে

=============================

এনকিদু এর ছবি

চেয়ারের সাথে একটা ভাল বিছানাও কিনে ফেল, শুয়ে-বসে কাটান যাবে । সিঙ্গেল কিনতে হবে, ভুলেও ডাবল না । তাইলে টাকা উড়ানর মেশিন হয়ে যাবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মাহবুব লীলেন এর ছবি

ভাইজানকি বিডিমিলিটারি ডটকমে কাজ করতেন নাকি আগে?
একবার ঢুকে দেখি ওখানে এরকম এক হিসাব দেয়া
তারা বাংলাদেশে যত ভোটার আইডি কার্ড দিযেছে তা একটা উপর আরেকটা রাখলে কতটা হিমালয় পর্বত হয়
পাশাপাশি রাখলে পৃথিবীর কয়টা দেশের মূল সীমানা থেকে বেশি হয়
যতগুলো ডাটা ডিভিডি করেছে তাতে কয়টা হলিউডের সব ছবি জায়গা হয়

০২

আমনেরে তো এখন সালামের বদলা স্যালুট দিতাইবো

এনকিদু এর ছবি

বলেন কি, বাংলাদেশে এত ভোটার ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

এত টাকা দিয়ে মানুষ কী যে করে! জীবনে সুখী হতে বা ভালভাবে বেঁচে থাকতে, খুব বেশি টাকার কি প্রয়োজন পড়ে? আমার তো মনে হয় – না। যুবরাজদের মানসিক চিকিৎসা করানো দরকার।

পরীক্ষা চলতে চলতেই আরো কিছু পাগলা পোস্ট নামায়া ফেলেন।

এনকিদু এর ছবি

মনে হচ্ছে চিকিৎসার জন্যই এত টাকা দরকার ছিল লোকটার ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্বপ্নাহত এর ছবি

"কোটি টাকার কাবিন"- পার্ট টু নামায় ফেলেন। ইয়া হাবিবি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

এনকিদু এর ছবি

চ্যাষ্টা করুম । ইয়া হাবিবি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এলোমেলো ভাবনা এর ছবি

পরীক্ষার সময় তো আমার বিটিভির রাত ৮ টার খবর শুনতেও ভাল লাগে... খাইছে

হিসাব গুলো মজার লেগেছে...

পরীক্ষা শেষে এইটা দেখতে পারেন...


এমন শহরে আমি ঘুরি , নাকি শহরটাই ভবঘুরে?


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

এনকিদু এর ছবি

আমি তো পরীক্ষা শেষের আগেই দেখে ফেল্লাম ! মজার ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রানা মেহের এর ছবি

পরীক্ষা নিয়ে এতো চিন্তার কী আছে?
প্রতি বছরই তো হয়
তার থেকে টাকা ভালো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এনকিদু এর ছবি

তাইতো !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রিন্স এর ছবি

আমার নামটা নিয়ে মাঝে মাঝে খুব শৃংখলার মধ্যে পড়ে যাই । নামেই শুধু আছি কামে নাই । লোকে ঠাট্টা করে বলে, আপনার মিতা যুবরাজ, আপনি বিদেশ বইসা কামলাগিরী করেন ? যুবরাজরে পাইলে একটা কতা জিগাইতাম, মায়-পূতে মিল্যা এই যে আকাম গুলা করছেন, ক্যন করছেন, জাতিরে এইডা জানায়া দ্যন ।
তারেক রহমান প্রিন্স

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত টাকার হিসাবে আবার পরীক্ষা গুলিয়ে না যায়।

এনকিদু এর ছবি

পরীক্ষা আমার এম্নিতেই গুলানো থাকে । শুয়ে থাকা মানুষ পড়ে যেতে পারে না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

ইসসিরে!
যেকোনো কিছু একটা পাইলেই এরা খালি পদার্থ আর অংকবিদ্যায় নিয়া যায়! চোখ টিপি

পরীক্ষার অ্যাক্সিডেন্টাল বাই-প্রডাক্ট-এ অনেকই উর্বরতার ছাপ পাওয়া গ্যাছে। হাসি
পরীক্ষা থেকে যদি হয় ভালো কিছু, তবে তো পরীক্ষাও ভালো।

ম্যাথ এক্সেল- পরীক্ষা নেই তো শেখাও নেই। চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।