শুভ জন্মদিন রণদীপম বসু !

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে ৩১ শে জানুয়ারি আমাদের প্রিয় সচল রণদীপম বসুর জন্মদিন ।

রণদার সাথে আমার পরিচয় প্রথমে সচলায়তনেই । প্রথমদিকে, যখন দুজনেই অতিথি ছিলাম, একজন আরেকজনের ব্লগে টুকটাক মন্তব্য করতাম । মাঝে মাঝে মন্তব্য গুলো একটু বেশি বেশি হয়ে যেত, বয়সের দোষ আর কি । অন্তত আমার তাই ধারনা ছিল ।

এর কিছুদিন পর রণদা শুরু করলেন তার ইয়োগা সিরিজ । আমার কাছে খটকা লাগল - ব্যাপার কি, এত ভারী জিনিসের পিছে লাগল কেন ? প্রথমে ভাবলাম মনে হয় "শিক্ষানবীস" কেস, ভারী জিনিসের প্রতি টান আছে । পরে চিন্তা করে দেখলাম আমার আন্দাজেই কিছু একটা ভুল হয়েছে । যাহোক সেই সিরিজের মধ্যে দিয়েই রণদাকে নতুন করে চিনলাম । তরুন রণদা মাঝে মাঝে ভেতর থেকে খুব ভারিক্কি কিছু জিনিস বের করে আনতে শুরু করলেন । আগের ধারনা পাল্টে নতুন মডেল দাঁড়া করালাম, এই লোক মনে হয় ব্রুস-লীর মত ব্যায়ামবীর । ইয়োগা কুংফু জুডো ইত্যাদি সবরকম বিদ্যা চর্চা করে তামা তামা করে ফেলেছেন ।

এর মধ্যেই আবার কিছু দুষ্টুমি করতে গিয়ে রণদার হাতে মাইর নিশ্চিত হয়েগেল । ইয়োগা সঙ্ক্রান্ত কোন এক পোস্টে লিখেছিলেন পান-বিড়ি-চা সব পরিহার করতে । সেরেছে ! আমার আবার টুক-টাক ধূমা টানার অভ্যাস আছে আর চা তো খুবই প্রিয় জিনিস । ভাবলাম ১৬ই ডিসেম্বর সচলাড্ডায় দেখা হলে আমার কপালে ভাল কিছু উত্তম-মধ্যম জুটবে । রণদাও প্রকাশ্যে হুমকি (!) দিয়ে রেখেছেন সামনে পড়লে কিছু একটা হবার নাকি সম্ভাবনা আছে ।

তো ১৬ই ডিসেম্বর গেলাম সচলাড্ডায় ভয়ে ভয়ে, কখন মাইর খাব কে জানে । আমার সম্পর্কে রণদা কি ভেবে রেখেছিলেন জানিনা, কিন্তু তাকে সামনাসামনি দেখে তো আমি অবাক । ব্রুস-লী ফেল । এই লোকের এনার্জি ব্রুস-লী'র থেকেও বেশি । সারা আড্ডায় রণদা হৈ-চৈ করে মাতিয়ে রেখেছেন । দুই একবার গানের সাথে নাচও ধরেছিলেন । আর আরো একটা কথা বলে রাখি, রণদা খুবই ভাল মানুষ । আমাকে এখনো পিটায় নাই । হুমকির উপর দিয়েই পার দেঁতো হাসি

বুঝলাম রণদা'র সম্পর্কে আমার প্রথম ধারনাটাই ঠিক ছিল । ইনি তরুন, ভীষণ তরুন । সম্ভবত আমাদের (পোলাপান যারা আছি) সবার থেকেও বেশি তরুন তিনি ।

আজকে ৩১ শে জানুয়ারি রণদীপম বসুর জন্মদিনে শুভেচ্ছা জানাই । এই দিনটি বার বার আপনার জীবনে ফিরে আসুক, আর আপনি প্রতি বছর আরো আরো তরুন হয়ে যান । যেন আমরা আপনাকে দেখে তরুন হওয়া শিখতে পারি । শুভ জন্মদিন রণদা !


মন্তব্য

দৃশা এর ছবি

শুভ জন্মদিন ইয়োগা সিরিজের জনক।
----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ জানাতে বড় দেরি করে নেটে ঢুকলাম। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্রতীপ এর ছবি

শুভ জন্মদিন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন দীপ'দা....

রণদীপম বসু এর ছবি

আপনাকেও শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শামীম এর ছবি

শুভ জন্মদিন। নতুন বছরগুলো আনন্দময় হউক/থাকুক।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

নতুন বছরগুলো সবার জন্যেই আনন্দময় হয়ে উঠুক এই কামনা....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

তরুন রণ'দাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

রণদীপম বসু এর ছবি

আপনাদের সংস্পর্শ আমাকে সারাজীবনই তরুণ রাখতে পারে। ধন্যবাদ প্রহরী।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

হেপি বাড্ডে সুদীপ বর্মন দা।

=============================

রণদীপম বসু এর ছবি

হাঁ আবীর, ওই নামে আমি একজনকে চিনতাম ! শুভ জন্মদিন তাকে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন রনদা।

লোকটা ভালো। খুবি সুন্দর সুন্দর ছবি দেখায়। চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

এইবার বাকিতে ছবি দেখার টিকেট ভাড়াটা পাঠাইয়া দিয়েন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রেনেট এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা, চিরতরুণ রণদা।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রণদীপম বসু এর ছবি

শুভেচ্ছা রেনেট। ফেসবুকে আপনার শুভেচ্ছা পেয়েই গতরাত প্রথম খেয়াল হয়েছে যে আমার তারুণ্যের বয়স আরো একটা বছর সমৃদ্ধ হলো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন
যোগব্যায়ামের একনিষ্ঠ ভক্ত আপনার সুস্বাস্থ্য কামনা করে তিন উল্লাস হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! আপনাকেও তিন উল্লাস !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি

সামনা সামনি দেখা হয়নি। সচলেই পরিচয়। হালকা পরিচয়। তবে তাঁর লেখা-মন্তব্য ভালো লাগে। এনকিদুর বলা তাঁর তারুন্যের ছাপ সারা সচলায়তন জুড়েই পাওয়া যায়। এই লোকটি ক'টি শিশুতোষ বইয়ের জনক। আর শিশুতোষ-কিশোর সাহিত্যিকদের প্রতি আমার একটা আজন্ম শ্রদ্ধা সব সময়ই থাকে।

শুভ জন্মদিন রণদা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ অমিত।
আমি বরাবরই সায়েন্স ফিকশনের ভক্ত। এক্ষেত্রে মুহাম্মদ জাফল ইকবালের নাম প্রথমেই। আর এখন থেকে আপনার সাই ফাই-এরও ভক্ত হয়ে গেছি আমি। এটা আমার আগাম ধারণা যে, এই ক্ষেত্রটাতে লেগে থাকলে আপনি আমাদের আগামী প্রজন্মের কাছে এই ফিকশান-সাহিত্য একটা জুতসই আসন পেযে যাবেন। আমার কামনা সত্যি হোক....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

হ্যাপি বাড্ডে। লেখাখানা তুমুল হইয়াছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রণদীপম বসু এর ছবি

হুমমম, বুঝাই যাচ্ছে আমাদের এনকিদু ফিকশানেও হাত পাকিয়ে ফেলেছে !
ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাংলাদেশে একদিন ইয়োগা দিবস পালিত হবে। আর-বি ইয়োগা বিশাল ইনস্টিটিউট হবে।
বিভিন্ন মাত্রার লেখার ক্ষমতাবান, প্রিয় রণদীপম বসুকে শুভেচ্ছা।

শুভেচ্ছা, সচল এহেছান লেলিনকে। আজ তাঁরও জন্মদিন।

রণদীপম বসু এর ছবি

সেই ইয়োগা ইনস্টিটিউটে একজন অভূতপূর্ব পারফরমার থাকবে, আগামী দিনের ক্রেজ এক নতুন আনোয়ার সাদাত শিমুল !
ধন্যবাদ শিমুল। সচল এহেছান লেলিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রেজওয়ান এর ছবি
রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন রণদীপম বসু।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ জলিল ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আলাভোলা এর ছবি

শুভ জন্মদিন ।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমন সুপান্থ এর ছবি

শুভ জন্মদিন দাদা ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ সুপান্থ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

শুভদিন স্যার

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ বস

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন ভুস ভুস করে সিগারেট টানা স্বাস্থ্যসচেতন আর-বি। দীর্ঘজীবি হোন, আরো লম্বা লম্বা পোস্ট দিন আর ছোটদের জন্য আরো বেশি বেশি বই লিখুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ পাণ্ডব দা। কেন্দ্রিয় শহীদ মিনারের কোলাহলের মধ্যে আপনার শুভেচ্ছা ফোনের উত্তরে নিখাদ মনোযোগ দিতে পারি নি বলে দুঃখ প্রকাশ করছি। তবে আমার খুব ভালো লেগেছে আপনার আন্তরিকতাবোধের মহৎ প্রকাশে। মনে হয় যেনো আপনারা আমার ঠিক পাশেই ছোঁয়ার দূরত্বে রয়েছেন !
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুশফিকা মুমু এর ছবি

তরুন রনদীপম ভাই কে অনেক অনেক শুভেচ্ছা!! শুভ জন্মদিন!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ মুমু। আপনারা পাশে থাকলে আমি তরুণ না থেকে কি পারি ! অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুজিব মেহদী এর ছবি

রণদীপম বসুর তারুণ্যের কাছে আমার নিজেকে শখানেক বছরের বুড়ো মনে হয়। এই তারুণ্য অব্যাহত থাকুক জীবনের শেষদিন পর্যন্ত। শুভ জন্মদিন।
.................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

মুজিব ভাই, সচলাড্ডার কথা মনে আছে। তারুণ্যের উচ্ছ্বাসকে যে উন্মাতাল তারুণ্যে রাঙিয়ে দেয় তাঁর তারুণ্য ধার করেই তো আমরা তরুণ হয়ে উঠি ! আপনি বুড়ো হলে তো আমাদেরকে অশীতিপর হয়ে যেতে হবে !
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভূঁতের বাচ্চা এর ছবি

কেমন আছেন রণদা ?
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
আশা করি দিনটা প্রিয়জনদের সাথে আনন্দেই কাটছে।
দেরি করে ফেললাম শুভেচ্ছা জানাতে সেই কারণে ক্ষমাপ্রার্থী।
আন্তরিক শুভকামনা রইল।

-----------------------------

--------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

আপনাদের শুভেচ্ছায় আপ্লুত আমি খুবই চমৎকার আছি ভাই।
দেরির কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন ? ছেড়ে দেয়ার আগেই আপনি ঠিকই ট্রেন ধরেছেন, আমি তো ট্রেন ফেল করে বসে আছি !
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন রণদীপম ৷
-------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপনাকে

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু এর ছবি

জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা। ভাই, ঠ্যাং ঘাড়ের উপ্রে তুইলা প্যাচ লাগাইয়া হস্পিটালে যায়েন না, সেই কামনাও সাথে করি।


হাঁটুপানির জলদস্যু

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ হিমু। তয় ঠ্যাং ঘাড়ের উপ্রে তুইলা প্যাচ লাগার কুনু সম্ভাবনা নাই। হাড্ডির জোড়াজাড়া লাইগা থাকলে তো প্যাচ লাগবো ! সেই কাম তো আগেই সাবাড় ! হা হা হা !
অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শ্যাজা এর ছবি
রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

শুভ জন্মদিন রনদা, একজন নিপাট ভালোমানুষ, অসীম স্নেহপ্রবন।
ইয়োগা থেকে দূরে আছি এবং থাকপো ...............।।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

তাতাপু, আপনারে সামনে দেইখা তো আপনার যে চোখে সমস্যা আছে বুঝি নাই ! আমি কি বুইড়া নাকি যে অসীম স্নেহপ্রবণ হমু ! কন অসীম ভালোবাসাপ্রবণ ! হা হা হা !
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তয ইয়োগা থেকে বেশি দূরে থাইকেন না....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভ্রনীল এর ছবি

শুভ জন্মদিন ইয়োগাম্যান
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ নীলাভ্র। উল্টা হইয়া গেল না তো আবার !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিকেত এর ছবি

রণ'দা, শুভ জন্মদিন!!
আপনার লেখা পড়ে আমি মনে মনে যা ধারনা করে রেখেছিলাম---এনকিদুর কথাতে সে ধারনাই সত্যতা পেল।কিছু কিছু মানুষ অন্তরের প্রাবাল্যে সময়কে হার মানান।
আমাদের রণ'দা সেইরকম এক জন।
রণ'দা এইরকম থাকুক আরো দশ হাজার বছর----

আর, এনকিদু--লেখাটা দারুন হয়েছে---শুভাশীষ!

রণদীপম বসু এর ছবি

অনিকেত ভাই, আপনাদের মতো অন্তরতম সত্তাধারী মানুষদের সাহচর্য্য পেলে শুধু আমি কেন, যে কেউ নির্দ্বিধায় সময়ের সাথে পাঞ্জা ধরার সাহস দেখাতে পারে !
আর দুষ্টু ছেলে এনকিদুর অসংখ্য গুণের মাঝে একটাই বদভ্যাস, যাকে মনে মনে একহাত নেয়ার ধান্ধায় থাকে, কেন যেন বাড়িয়ে প্রশংসা করতে থাকে। ছেলেটা কি শেষ পর্যন্ত পলিটিক্সও শিখে ফেলছে !!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন রণ'দা, দিনটি বার বার আপনার জীবনে ফিরে আসুক.

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই। জীবনটা আসলে খুবই সুন্দর ! শুধু সুন্দর করে তাকাতে হয় তার দিকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন, চিড়েচ্যাপ্টা মুখের রণদীপ্ত মনের চিরতরুণ রণদা।

রণদীপম বসু এর ছবি

ভাই আসাদ জামান, সচল তো চিড়েচ্যাপ্টাকে ইতোমধ্যেই সংস্কার করে ফেলেছে দেখছি ! একে তো নাচুনে বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি আর কি !
ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

[পান্থ বিহোস] রণদা সম্পর্কে এনকিদুর লেখাটা পড়ে খুবই ভালো লাগলো। তবে আমার ধারণা, যারা রণদা সম্পর্কে জানেন, তারা মাত্রই জানেন, লেখকের লেখার মাত্রার চেয়েও রণদা আরও অনেক অনেক প্রাণচঞ্চল। রণদার সাথে প্রথম পরিচয় সম্ভবত ২০০৬ সালে। সাথে এক ছড়াকার বন্ধু ছিলো। সেই পরিচয় করিয়ে দিলো_ উনি রণদীপম বসু। মাত্র আড়াই মিনিট সময়ে রণদা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তা ভোলার নয়। যখন উনার সাথে কথা হয়, আমার মনে হয় তিনিই আমার সবচেয়ে আপন মানুষ। আমার ভাবতে ভালো লাগে, রণদার মতো একজন মানুষের সাথে আমার পরিচয় আছে। আর তিনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন।
প্রিয় রণদা, শুভ জন্মদিন।
এনকিদুকে বিশেষ ধন্যবাদ।

রণদীপম বসু এর ছবি

কথায় বলে এক রামে লঙ্কা ছার, তার উপরে সুগ্রিব দোসর ! এনকিদু বললো আ, আর অমনি বিহোস এসে সোজা আগরতলা পাঠিয়ে দিচ্ছেন !
বিহোস, আমি এ যাবৎ যে ক'জন চমৎকার তরুণের সাহচর্যে আসতে পেরেছি বলে গর্ববোধ করি আপনি তাদের অন্যতম। এমন চমৎকার মনের মানুষগুলোকে কখনোই আমি হারাতে চাইবো না।
ধন্যবাদ বিহোস। অনেক অনেক শুভেচ্ছা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন রণদা ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ নিবিড়।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

আসলে আমার জন্মদিনটা বরাবরই অনানুষ্ঠানিক সাদামাটাভাবেই কাটে অন্য যে কোন দিনের মতোই। জন্মদিন পালনের বিষয়টা কখনোই আমার হয়ে উঠে নি। তা পালনের মতো যোগ্য হয়ে উঠেছি বলেও মনে হয় নি কখনো। তবে বন্ধু-বান্ধবদের কাছ থেকে উইশ পাই। এটা নিয়ে এমন আনুষ্ঠানিকতা এই প্রথম হলো সচলে, যা সচল এনকিদু ওরফে রায়ান কামাল আমাকে কৃতজ্ঞতায় বেঁধে দিয়েছে। এবং কুংফুবিদ্যা ফলানোর সমূহ সুযোগটাকেও অতি কৌশলে নষ্ট করে দিলো। কী আর করা, এনকিদুর উপর থেকে হুমকীটা প্রত্যাহার করে নেয়া ছাড়া কোন উপায় দেখছি না !

কলিংবেলের চিৎকারে যখন ঘুম ভাঙলো আজ, ঘড়ির কাটাগুলো এগারোর দিকে ছুটছে। মনেই ছিলো না যে আজ একত্রিশ। দৈনিকটা উল্টেপাল্টে চোখ বুলিয়ে নাস্তার সময়টাতে দুপুর বারো। এরই মধ্যে অতন্দ্রপ্রহরীর এসএমএস পেয়ে খেয়াল হলো আজ একত্রিশ জানু। কিন্তু পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আজ সন্ত্রাস ও আগ্রাসন বিরোধী লেখকসমাজ বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বেরিয়ে যেতে হলো বলে আর নেটে ঢুকা হয়নি।
গাজার নিরপরাধ নারী শিশু বৃদ্ধদের তথা বেসামরিক জনগণের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জাতিয় জাদুঘর থেকে লেখক কবি শিল্পীদের মানব বন্ধন এবং পদযাত্রার উদ্বোধন করা হয় স্বাধীন ফিলিস্তিনের মাননীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে। পদযাত্রা শেষ হয় গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে সেখানে আলোচনা কবিকণ্ঠে কবিতা পাঠ এবং আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে যায়। বিকেলে ষষ্ঠপাণ্ডব দা'র দূরবর্তী শুভেচ্ছা ফোনে জানলাম এনকিদুর এই পোস্টের কথা। অনুষ্ঠান শেষে ফেরার পথে বইমেলার আগাম হালচাল জানতে ঢু মারলাম বাংলা একাডেমিতে। পাকড়াও হয়ে গেলাম সচল নজরুল ইসলামের হুমকীর কাছে, যিনি শুদ্ধস্বরের স্টলটাকে রূপসী বানানোর ইজারা নিয়ে রীতিমতো সেখানে মাস্তানীর আখড়া গেড়েছেন। ন'টার দিকে এলেন টুটুল ভাই সহচর মানিক ভাইকে নিয়ে। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরতে ফিরতে সেই পুরনো সমস্যা আমার, বাসার গেট বন্ধ হয়ে যায় রাত এগারোটায়।
জন্মদিন হিসেবে দিনটা চমৎকারই কাটলো বলতে হবে। যদিও সচল বন্ধুদের উইশের জবাব দিতে দিনটাই শেষ হতে চললো, তবু মনে হচ্ছে আজ একটা ভালো কাজে বোধয় নিজেকে জড়িত রাখতে পেরেছিলাম। এরই মধ্যে সচল বন্ধুদের এতো শুভেচ্ছা পেয়ে গেছি যে, সত্যি ভালো লাগছে খুব। সবাইকে আমার গভীর শ্রদ্ধা এবং শুভ কামনা জানাই। আপনাদের ভালোবাসার যোগ্য প্রতিউপহার দেয়ার আর কীইবা আছে আমার !
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

আলোকিত মানুষরা পাশে থাকার সুযোগ দিলেই তো কেবল তাঁদের আলোকে আলোকিত হতে পারি। এই সুপ্ত ইচ্ছা নিয়েই তো ঘুরি ফিরি যথা তথা...
ধন্যবাদ অরূপ ভাই। অনেক অনেক শুভেচ্ছা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রানা মেহের এর ছবি

শুভদিন রণদীপম
যোগব্যায়াম করে করে আবার যোগী টোগী হয়ে যাবেন না যেন!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ রানা মেহের।
সংসারত্যাগী যোগী টোগী না হওয়ার জন্যই তো যোগব্যায়াম করে করে নিজেকে সংসারের জন্য যোগ্য রাখা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি

- জন্মদিনে বড় একটা বিশাল ইয়োগা টাইপের সেইরম ইয়ো ইয়ো শুভেচ্ছা রণ'দা আপনাকে। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

আপনাকেও ইয়োগা টাইপের ইয়ো ইয়ো ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানভীর এর ছবি

auto

ফটুর লোক্টাকে শুভ জন্মদিন!

রণদীপম বসু এর ছবি

কস্কি মমিন ! ফটুর লোক্টাও আমারে কইছে আপনেরে একটা কস্কি মমিন ধন্যবাদ দিতে !
ধন্যবাদ...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইমরুল কায়েস এর ছবি

সরি লেট হয়ে গেল । কোপাকুপি পরীক্ষা চলছে তো !

জন্মদিনের শুভেচ্ছা ।

রণদীপম বসু এর ছবি

আরেকটা একত্রিশ জানু আসার আগ পর্যন্ত আমি এই বয়স থেকে একচুলও নড়বো না ! অতএব লেট আবার কীসের !
ধন্যবাদ কায়েস,,,

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বক্কইরা ছড়ার লেখককে জন্মদিনের শুভেচ্ছা।
মনের চুলে যেন পাক না ধরে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ সন্ন্যাসীজী।
বক্কর তো দেখি আসলেই একটা ফক্কইরা মাল...!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিয়া এর ছবি

প্রিয় রণদা / সুদীপদা জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ তানিয়া।
আগের জন্মে কোথায় দেখেছিলাম..?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।

রণদীপম বসু এর ছবি

আপনাকেও অনেক শুভেচ্ছা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন রনদা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

আপনাকেও শুভ জন্মদিন...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপামনি...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মলাগোফ্রুমা এর ছবি

শুভ জন্মদিন ।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মৃদুল আহমেদ এর ছবি

হে হে হে... অনেকেই দেখি লেট। আমার আর চিন্তা কি? হেপি বাড্ডে! হেপি আড্ডে! (মানে, আবার হ্যাপি একটা আড্ডা হবে আর কি!)
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রণদীপম বসু এর ছবি

আর আমি ? সুপার লেট...!
ধন্যবাদ...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন রণদা'

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আকতার...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পান্থ রহমান রেজা এর ছবি

রণ দা, ছুটির দিনে কেন যে আপনার জন্মদিন পড়ল
তাই শুভেচ্ছা জানাতে লেট হয়ে গেল।
শুভ জন্মদিন রণ দা'।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ পান্থ।
তাড়াহুড়া না করে রয়েসয়ে জন্মাবার জন্যই তো ছুটির দিনটাকে বেছে নিয়েছিলাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

কস্কী মমিনের ছবিরে মানুষটারে শুভ জন্মদিন। আশা করি তিনি সহি-সালামতে আছেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

কস্কী মমিন কল্কি লইয়া আছেন সহি-সালামত
আগুন ছাড়াই ছড়ায় ধূয়া বুঝি না তার আলামত..!

ধন্যবাদ গৌতম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন শরীরে প্যাঁচ লাগাইন্না ব্যায়ামের বিশেষজ্ঞ, রণ'দা!!

জন্মদিনে খ্যাক খান খুক খান, আমগোরেও খাওয়ান দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ কীর্তিনাশা।
প্যাঁচের কীর্তি নাশ করইন্যা লোক আছে না..!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নুরুজ্জামান মানিক এর ছবি

গতকাল রাতে রনদা , নজরুল , টুটুল ভাই আর আমি রাত প্রায় ১০ টা পর্যন্ত ছিলাম বইমেলায় ।
রনদা আর আমি সারাদিন বাইরে ছিলাম তাই সচলের খবর পাই নি । রনদার কাছ থেকেই জানলাম তার জন্মদিন নিয়ে পো্স্ট এসেছে সচলে । তিনি আমাদের চা খাওয়ানো্র জন্য হন্যে হয়ে চা ওয়ালা কে খুজেছেন কিন্তু আমাদের কপালে নেই তাই চা ওয়ালা কে পাওয়া যায়নি ।

আবার বলছি -শুভ জন্মদিন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

ঠিক আছে মানিক ভাই, দুঃখ কইরেন না ! কে বলেছে কপালে নেই ! সামনে যেদিনই দেখা হবে, ফ্রেশ এক কাপ চা আপনার কপালে ঢাইল্যা দিমু নে। হা হা হা !
অনেক অনেক শুভেচ্ছা....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবার নাকি বয়স বাড়ে
রণদার দেখি কমে রে...
রণদার দেখি কমে...

এই লোক্টারে পয়লা দেখছি ভাস্কর্য ভাঙা বিরোধী সমাবেশে... এই লোকের প্রাণস্ফুর্তি দেখলে হিংসায় মরি আমি। আমি তো উনার বয়সে গিয়া ল্যাথড়ায়া পইড়া থাকা ছাড়া আর কিছু করতে পারুম বইলা মনে হয় না।

শুভেচ্ছার চেয়ে তাই হিংসাই জানাই আপনেরে... ভালো থাইকেন বস... তারুণ্য ধইরা রাখেন আমৃত্তু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

আরে দেলগীর ভাই কী কয় ! পুরুষ মানুষের আবার বয়স কী ! তা-ও যে সে পুরুষ নাকি ! একেবারে সৈয়দ বংশের পোলা আপনি !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন রণদা। ভালো থাকুন সব সময়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই। অনেক শুভেচ্ছা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভিজিৎ এর ছবি

মুক্তমনার অকৃত্রিম সুহৃৎ সদা তরুণ রনদীপমকে আমি যদি শুভেচ্ছা না জানাই তবে কি হবে?

দেরীতে হলেও ব্যায়াম্বীরকে শুভেচ্ছা...।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ অভিজিৎ দা। শুভেচ্ছা আপনাকেও...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নন্দিনী এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য । ভালো থাকুন আগামী দিনগুলোতে আর লিখতে থাকুন বেশী বেশী করে...।।

নন্দিনী

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ নন্দিনী আপা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্বপ্নাহত এর ছবি

আমি আবারও লেট করসি মন খারাপ

রণদা, এইবারের মত মাফ কৈরা দেন। আর অনেক অনেক শুভকামনা আমার কাছ থেকে দয়া করে বুঝে নেন।

শুভ জন্মদিন!!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ স্বপ্নাহত। আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন "রণদা"। আমি বরাবরের মতই অনুপস্থিত ছিলাম সময়মতো।

রণদীপম বসু এর ছবি

দ্রোহ তো সবসময় থাকে না ! প্রয়োজনই দ্রোহীদের উপযুক্ত সময় ! তা সে আগে বা পরেই হোক !

অতএব আপনাকেও শুভ কামনা....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।