শিশুদের কাছেই সবাই শিক্ষা নিক

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ প্রথম আলোর প্রথম পাতায় এসেছে "পুলিশ হত্যাকারী মামুন অবশেষে শিশুদের হাতে কুপোকাত" । খবরের সারমর্ম হল এই যে, গতকাল সকাল পৌনে নয়টার দিকে ভৈরবপুর আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা তাদের শ্রেনীকক্ষে কাঁথা মুড়ি দিয়ে এই সন্ত্রাসীকে শুয়ে থাকতে দেখে । তখন কয়েকজন শিশু ভয় পেলেও বাকিরা সন্ত্রাসীকে জাপটে ধরে আটক করে । উল্লেখ্য যে, এই সন্ত্রাসীকে নিয়ে এর আগের খবরে বলা হয়েছিল জাপটে ধরতে গিয়েই পুলিশ কর্মকর্তা নিহত হন । এই প্রসঙ্গে হিমু ভাইয়ের পোস্টটা দেখা যেতে পারে ।

মনে হচ্ছে জাপটে ধরার ব্যাপারটাও শিশুদের কাছ থেকে শিখতে হবে । আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি ছোট কালে অনেক কিছু করতে পারতাম, বয়সের সাথে সাথে সেই সব গুনাবলী বিলুপ্ত নাহয় বিলুপ্ত-প্রায় হয়ে গেছে । যেমন ছোট কালে আমি খুব সহজেই পায়ের বুড়ো আঙ্গুলটা মুখে দিতে পারতাম । এখন অনেক চেষ্টাতেও সেই কাজ আমার পক্ষ করা সম্ভব না । ছোট থাকতে চটপট লাফিয়ে উঠে পড়তে পারতাম চেয়ার, টেবিল এবং আলমারির উপর, এখন পারিনা । শিশু থাকতে ধুম করে "না" বলে দিতে পারতাম, এখন পারিনা । শিশুদের কাছে থেকে আমাদের সবাইকেই মনে হচ্ছে অনেক কিছু শিখতে হবে ।

শিক্ষক হিসেবে তারা খুব একটা খারাপ হবেন বলে আমার মনে হয়না । কয়েকদিন আগে প্রথম আলোর পেছনের পাতায় একটা ছবি দেখলাম । একদল বাচ্চা-কাচ্চা আরেকটি পিচ্চিকে গোল করে ঘিরে বসে আছে । একজন পূর্ণবয়ষ্ক শিক্ষকের অভাবে এই বৃত্তের মাঝে দাঁড়িয়ে থাকা বাচ্চাটাই আপাতত তাদের শিক্ষক । সবাই বসে নামতা পড়ছে "দুই একে দুই, দুই দুগুনে চার..."

নদীর ভাঙ্গনে স্কুল ঘর ভেঙ্গে যাওয়ার পরেও প্রতিদিন বাচ্চারা নিজে থেকে স্কুলে যাচ্ছে, শিক্ষক আসে না তাই তারা নিজেদের মধ্যে থেকেই একজন কে মাঝখানে দাঁড় করিয়ে লেখাপড়ার কাজটা চালিয়ে যাচ্ছে । এই একদল শিশুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে ।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন তিনি নাকি তিন মাস আগে দায়িত্ব নিয়েছেন । ঐ বিদ্যালয়ের ব্যাপারে তার কিছুই জানা নেই । কোন দিন সেখানে যাননি ।

বেশ, বুঝলাম তিনি ঐ বিশেষ স্কুলটিতে যাননি । তাহলে এই তিনমাস ধরে কোন কোন স্কুলে যাওয়া হয়েছে তার একটা ফিরিস্তি দিক । তিনমাসে অনেক কিছুই করা যায় । বিশ্বাস না হলে শিক্ষা কর্মকর্তার পদে পঞ্চমশ্রেনী পড়ুয়া ঐ ছাত্রটিকে বসিয়ে দিয়ে দেখুন কি করে । আমার বিশ্বাস অন্তত এই পূর্ণবয়ষ্ক শিক্ষা কর্মকর্তার তিনমাস দায়িত্ব পালনের পর বলা "জানি না", "কোন দিন যাইনি" - ধরনের বাজে কথা শুনতে হবে না । শিশুদের কিন্তু অনেক শক্তি, সারাদিন তারা ছুটোছুটি করতে পারে । এরকম পরীশ্রমের কাজে দেহভারী পূর্ণবয়ষ্ক মানুষদেরকে না বসিয়ে আমি ভবিষ্যতে হালকা পাতলা গড়নের শিশুদেরকে বসানর ব্যাপারটা বিবেচনা করতে অনুরোধ করছি ।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

গতপরশুই আগে 'এমিলের গোয়েন্দাবাহিনী ' মুল জার্মান ছবিটি 'Emil und seine Detektive' দেখছিলাম। মূল লেখক হচ্ছেন Erich Kästler.

এই ঘটনার সাথে এই ঘটনা মিলে গেল বেশ সুন্দরভাবে। ওখানেও শিশুদের ক্ষমতা এক বিস্তারিত পরিধিতে তুলে ধরা হয়েছে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

এনকিদু এর ছবি

আসলেই, গল্পের সাথে কি তাজ্জব করা মিল । আমার মনে হয় যারাই খবরটা পড়েছেন তারাই এই মিলটা খুঁজে পেয়ে চমৎকৃত হয়েছেন । আমাদের বাড়িতেও আজ সকালে এই খবরটির সাথে সেই গল্পের মিল নিয়ে পরিবারের সবাই আলোচনা করেছিলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

এই খবরটা পড়ে প্রথমেই আমার এমিলের গোয়েন্দা বাহিনীর কথা মনে পড়েছে। শিশুরা সব পারে।

কিন্তু ব্যপারটা কিন্তু খারাপ হতে পারত। যদি সেই খুনি শিশুদেরও ছুরিকাঘাত করত।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

করতেই পারত । হয়ত করতও, কে জানে । খবরে তো লিখেছে "আমি ভুত" বলে ভয় দেখানর চেষ্টা করেছে খুনি । কয়েকটি শিশু ভয়ও পেয়েছিল, বাকিদের কাছে এই সব ফালতু কথা ধোপে টিকেনি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

আমি আমার বোনের কাছে বাংলা আর ইংরেজি হরফ শিখেছি, অনেক অল্প বয়সে। সে-ও শিশুই ছিলো তখন। কিন্তু শিখিয়েছিলো বেশ পোক্তভাবেই। শিক্ষক হিসেবে শিশুদের সামর্থ্যকে অবহেলা করার কিছু দেখি না।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি বড় হয়ে শিশু হতে চাই হাসি

এনকিদু এর ছবি

আর বড় হবেন কবে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

যখন শিশু হবো...

এনকিদু এর ছবি

বইমেলায় আসেননা কেন ? এখনো ছোট আছেন তাই ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রেনেট এর ছবি

এই শিশুদেরই একদিন বড় বানিয়ে ফেলা হয়। শেখানো হয় হিংস্রতা, অহংকার আর মিথ্যাচার।
শিশুদের আমরা তাদের মত করে বেড়ে উঠতে দিতে চাই না। চাপিয়ে দেই নিজেদের চিন্তা চেতনা, বানিয়ে ফেলি রোবট, অথবা ফার্মের মুরগী।
শিশুদের কাছে আমরা অনেক, অনেক কারণে অপরাধী।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

বিপ্রতীপ এর ছবি
তানবীরা এর ছবি

অফিসে খবরটা পড়ার সময়ই ভেবেছিলাম সচলে একটা পোষ্ট হবে ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।