এর আগের পোস্টটা ছিল আগামীকাল বইমেলায়, একুশে ফেব্রুয়ারি ২০০৯ এ কি ঘটতে পারে তাই নিয়ে হাল্কা রম্য করেছিলাম । ভয়ে ভয়ে ছিলাম আসলেই দূর্ঘটনা ঘটে যায় কিনা, কল্পনা আপা আর অতন্দ্র প্রহরী আমার মাথা ভাঙ্গার হুমকি দিয়ে রেখেছিলেন সেই পোস্টেই ।
একুশে ফেব্রুরারির দিনটি শুরু হয়েছিল চমৎকার । বেলা নয়টার দিকে ঘুম থেকে উঠেছিলাম । ঘরের মধ্যে কিছুক্ষণ ঘোরা ফেরা করে নেটেও বসেছিলাম । তখনি নজরুল ভাইয়ের ফোন এল । তার নাকি ক্যামেরায় কি একটা জটিলতা দেখা দিয়েছে । তার গোপন পরিকল্পনা ছিল ভিডিও করার, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডে ভাইরাস ঢুকে (সমস্যাটা আসলেই ভাইরাস নিয়ে, পরে কার্ডটা বাড়ি নিয়ে এসে সমাধান করেছি) পরিকল্পনাকে হুমকির মুখে ফেলে দিল । আমরা আলোচনা করে ঠিক করলাম আজিজে শুদ্ধস্বরের অফিসে দেখা করব দুইটার একটু পরে, চেষ্টা করা হবে সমস্যা সমাধানের ।
আমি আজিজে গেলাম তিনটার একটু আগে । গিয়ে দেখি তারেক একা বসে আছে আজিজের অফিসে । বাকি লোকজন কই ? খাওয়া দাওয়া করতে গিয়েছে সবাই । সবাই মানে টুটুল ভাই লীলেন ভাই প্রমূখ, কিন্তু তাদের মধ্যে নজু ভাই নাই । তিনি এখনো আসেননাই । প্রায় আধা ঘন্টা পর টুটুল ভাইয়েরা ফিরে আসালে পরে আমরা নজু ভাইকে খোঁজার প্রয়োজনীয়তা অনুভব করলাম । ফোন করে জানা গেল তিনি এখনো বনানীতে ।
যাহোক গল্প টেনে লম্বা না করি, ঐদিন ঐ ক্যামেরার সমস্যা সমাধান হয়নি । তো আমরা বেরিয়েই পড়লাম আজিজ মার্কেট থেকে । লীলেন ভাইয়ের পেছনে আমি, তারেক, নাজমুল আলবাব, তুলী আপা, বাবাই এবং রাস্তায় দেখা হয়ে যাওয়া শাহেনশাহ । বের হয়ে একটা কাল রঙের বেড়াল ( পুশি ক্যাট এবং বিবর্ণ ম্যাও ) দেখা গেল জাতীয় যাদুঘরের পাশে ।
আরো কিছুদূর এগিয়ে চারুলকার সামনে দেখা গেল এই ভদ্রলোককে ।
এরকম বিভিন্ন কিসিমের জিনিস দেখতে দেখতে আমরা আজিজ থেকে মেলায় পৌঁছে গেলাম ।
মেলায় গিয়ে দেখি অনেক সচল এসে পড়েছেন । রীতিমত জমজমাট হাট বসে গেছে শুদ্ধস্বরের সামনে । যেই কীর্তিনাশা ভাই প্রতিদিইন বলেন, "আজকেও যেতে পারলাম না" তিনি আজ আগে ভাগেই এসে বসে আছেন ।
কয়েকজনের হাতে দেখি সচলায়তন সংকলন, বুঝলাম বই এসেছে । স্টলে গিয়ে দেখি আসলেই তাই । সেই সাথে জুবায়ের ভাইয়ের সিকি আধুলি গদ্যও আছে ।
স্বাক্ষর দেয়া নেয়া হল কিছুক্ষণ ।
তারপর আমরা গেলাম নজরুল মঞ্চে, মোড়ক উন্মোচন হবে ।
মোড়ক উন্মোচনের পর স্টলের সামনে এসে আবারো আড্ডা । আর ধুমায় বইয়ে স্বক্ষর করা আর স্বাক্ষর নেয়া চল্ল । চামে আমি নাজমু ভাই, তুলী আপা আর বাবাইয়ের এই ছবিটা তুললাম । পান্থ রেজা একটা হাত বাড়িয়ে দিয়ে ছবিতে ঢুকে পড়েছে ।
তারপর সব শেষে সবাই মিলে (মানে যারা তখন স্টলের সামনে ছিল) একটা দলগত ছবি ।
একটা বোনাস ছবি । কীর্তিনাশা । অনেএএক গুলো বই কিনেছেন তিনি । কিন্তু এই দেখে অবাক হলে চলবেনা মমিন । রণদা একাই ঐদিন এর তিন গুন বই কিনেছেন । এতগুলো বই দুই হাতে নিয়ে চলাফেরা করা যে কী কষ্ট । কারো সাথে হাত মেলানোও যায়না । এবং শেষে বলেই দিলেন, দুইটা হাত যথেষ্ট না । আরো হাত থাকা দরকার ছিল ।
শেষ কথা :
আগের পোস্টে করা ভবিষ্যৎ বানী বিফল হওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি । আরো বেশি ভাল লেগেছে অনেকদিন পর প্রায় সব সচলকে এক সাথে দেখতে পেয়ে । কালকের দিনটাকে আসলেই একোটা উৎসব বলে মনে হচ্ছিল । সেদিন রাতে আমাকে বাধ্য হয়ে একটা জরুরী কাজে ঝটপট বেরিয়ে আসতে হয়েছিল । তখন অবশ্য রাত নয়টা পার হয়ে গেছে । অন্তত রাত দশটা পর্যন্ত মেলায় থাকার ইচ্ছা ছিল । পরে রিক্সা করে যেতে যেতে ভাবছিলাম, আমি শেষ কবে কোন উৎসবে এতটা মেতেছিলাম ? যেখানে সব বয়সের সব রকম লোকজন ছিলেন অনেকজন । একবার মনে হয়েছিল এক্কেবারে পিচ্চিকালের ঈদের আনন্দের সাথে হয়তো এই আনন্দটা তুলনা করা যেতে পারে । বড় হওয়ার পর থেকে ঈদের আনন্দ মরে গেছে, এখন ঈদ মানে ঘুম দিবস । কিন্তু পরে চিন্তা করে দেখলাম, ঈদেও মনে হয় এত আনন্দ হত না । এই উৎসবটা অনন্য, অভূতপূর্ব । সবদিক দিয়েই । হয়ত আমরাই বাংলাদেশে নতুন একটা উৎসব চালু করে দিচ্ছি এভাবে । আজ থেকে দশ বছর পর হয়ত ২০০৯ এর বইমেলার এই ব্লগ, ছবি আর গল্প গুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলও হয়ে উঠবে ।
মন্তব্য
আপনার ফটোব্লগের আশায় বসেছিলাম এই দুইদিন। অবশেষে দেখা মিললো...
চমতকার ছবিগুলোর কারণে আপনার জন্য বরাদ্দকৃত ঝাড়ি আপাতত স্থগিত রইল।
অতি উত্তম
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অপেক্ষায় রাখার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ভাই । পুরো একটা দিন মারাত্নক ব্যাস্ত ছিলাম কাজ নিয়ে । কাজ শেষ করেই এই ব্লগটা লিখতে বসেছি ।
চমৎকৃত হয়ে আমাকে কৃতার্থ করলেন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এনকিদু'র জন্য একটা বিশাল হাততালি দিলাম। বেচারা, মেলার শুরু থেকেই সচিত্র প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। আর আমরা সেটা পড়ে এবং দেখে মনে হচ্ছে যে মেলাতেই আছি।
ধন্যবাদ ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সেই রকম হইছে।
...........................
Every Picture Tells a Story
আপনি যখন বলছেন, তখন মনে হয় আসলেই সেরকম হয়েছে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
গুরুপ ফটুকে আমি নাই ক্যা????
আমার এত্তো ছবি তুল্লা সেইগুলা কই????
না খেলুম না...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
গ্রুপ ফটোতে নাই বলে মন খারাপ করেন কেন ? গ্রুপ ফটো তে দেখেন, সবাই এক কাতারে পড়ে গেছে । কোনটা কে আলাদা করে বোঝার কোন উপায় আছে নাকি ? সবাই এক হয়ে গেছে ।
আপনাকে সপরিবার আলাদা করে ছবি তুলে দিলাম দেখলেন না ?
আর আসল কথা হল, গ্রুপ ফটো তোলার সময় আপনি আশে পাশে ছিলেন না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
(তালিয়া) (তালিয়া)
---------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
ধন্যবাদ
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হুতাশ, শুধুই হুতাশ। দিন-রাত এই ব্লগটায় কাটাই, অথচ কোন সমাবেশেই যেতে পারি না। আড়াল থেকে আলাপ করে করে যেই মানুষগুলো এত চেনা ও আপন হয়ে গেছে, তাদের সাথে কথা বলতে পারি না; অনেকের তো চেহারাও চিনি না।
সবই কপাল। শুভ কামনা রইলো সবার জন্য। এই পরিবারটার অংশ হতে পেরে আবারও গর্ব হচ্ছে।
শুভ কামনা আপনার জন্যও । আশা করি তীরন্দাজের মত আপনাকেও পেয়ে যাব পরের বইমেলায় । পাব তো ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সিরাম!!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ধইন্যবাদ ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সামনের বছর আমিও এই উতসবে থাকবো বলে আশা করি।
আপনার প্রাণচাঞ্চল্যে ভরপুর লেখাটি দিনটিকে আরো বেশী জীবন্ত করে তুললো আমাদের সামনে। ধন্যবাদ এনকিদু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সেক্ষেত্রে আমরাও সামনের বছর উৎসবটা আরো জীবন্ত হবে আশা করতেই পারি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- পরিবার, একটা বড় পরিবারের সবাই একসাথে হলে যে আনন্দ হয়, সেটাই উপভোগ করলেন সেদিন মেলায়। আর আমরা অভাগারা ফস্কালাম পরিবারের সবার সাথে একটা মহানন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ!
তুলী ভাবী, বাবাই আর বাউলের ফটুকটা জোশ হইছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইসব আড্ডায় বেজায় মিস করি তাদের, যারা আসতে পারে না।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
খুব সুন্দর বলেছেন । আসলেই আমরা কিভাবে জানি ধীরে ধীরে একটা পরিবার হয়ে দাঁড়িয়েছি ।
বাউলের ছবিটায়, আমার ধারনা ঐ লোক কোন পরিচিত শিল্পী । হয়ত ইচ্ছে করেই এরকম পোজ মেরে বসে ছিলেন । কেউ কি চিনতে পারছেন তাকে ? আমি চিনতে পারিনি । আমার চেনার পরিধিও খুব একটা বড় না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এত বই একসাথে কেনার মজা এখনও টের পাচ্ছি রে ভাই! বই বহনের ফলে হাতে যে ব্যাথা হয়েছে তা এখনও সারে নাই।
লেখায় আপনারে
আর ছবিতে গুল্লি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ ।
এতগুলো বই নিয়ে আপনাকে কষ্ট করতে হল ভেবেই দুঃখ লাগছে । আসলে আমারই উচিৎ ছিল আপনার ওজন একটু হাল্কা করে দেয়া ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বরাবরের মতোই চমৎকার পোষ্ট!
মাথা ফাটানোর ব্যাপারটা ফিরিয়ে নিলাম
..........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
সহমত।
আমিও
নাহ এনকিদু ভাই আপ্নে তো পুরা কামেল লোক তবে পোষ্ট বড়ই উমদা হইছে
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হে হে
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নজরুল মঞ্চে এনকিদু'র ব্যারিকেড বেশ শক্ত ছিল ।।।
শাহেনশাহ সিমন
কারন আমার সাথে ছিলেন শাহেনশাহ ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
গুল্লি সব ছবি।
অনুপস্থিতির জন্য আবার দীর্ঘশ্বাস......
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
উপস্থিত হইয়া যান । আসতেছেন নাকি পরের বছর ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বইমেলায় সচলায়তনের স্টাফ ছবিয়াল হিসেবে এনকিদুকে এবার হয়তো বিবেচনা করা যেতে পারে। যদিও যা ছবি তোলে এর ক্ষুদ্রাংশেরই অবমুক্তি ঘটে। এজন্য তাঁকে জবারদিহিতার আওতায় এনে বাকি ছবিগুলোর গন্তব্য সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য একটা শক্তিশালী তদন্ত টীম গঠনের উদ্যোগ নেয়া যেতে পারে। এবং একই সাথে অবমুক্ত দারুণ ছবিগুলোর মাধ্যমে পুরো পরিবেশটাকে চমৎকৃতভাবে ফুটিয়ে তোলার জন্য তাঁকে বিশাল একটা অভিনন্দন জানাচ্ছি।
এর অর্থ এই নয় যে আরো ছবি দেখানোর দাবী থেকে তাঁকে রেহাই দেবো। কিছুতেই নয় ! আরো ছবি চাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ রণদা ।
আমার ছোটখাট একটা দূর্বল ক্যামেরা । তাই দিয়ে রাত-বিরাতে যতখানি পারি ভাল ছবি তোলার চেষ্টা করি । বেশির ভাগই দেখা যায় ঘোলাটে হয় । আসলে রাতে ছবি তোলার জন্য যেধরনের যান্ত্রিক সুবিধা দরকার তা আমার ক্যামেরায় নেই । মুস্তাফিজ ভাইকে দেখিয়েছিলাম, তিনিও তাই বলেছেন । তবে এই বছর এই যন্ত্রটা দিয়েই মেলায় যতদিন সম্ভব ছবি তোলার চেষ্টা করব । পরের বছর যদি নতুন আরো শক্তিশালী ক্যামেরা নিয়ে হাজির হতে পারি তাহলে তো ভালই হয় । দেখা যাক ।
আর আপনি একান্তই যদি চান, তো আপনার এক গাদা ছবি দিতে পারি । দিব নাকি
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হে হে হে ! আমি আবার কাউকে 'না' বলতে পারি না.. !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি দিন্দিন এনকদুর ফ্যানয়া যাইতেছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আর আমি ফ্যানের বাতাসে উড়া শুরু করছি ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বইমেলার সচিত্র রিপোর্ট দেখলেই খুশি হয়ে উঠি। ধন্যবাদ, এনকিদু।
গ্রুপ-ছবিতে অদেখা-আপন সবার নির্ভার হাসি-মুখ দেখে মনটা ভরে উঠলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বড়ই ভালো লাগলো
ধন্যবাদ
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মচতকার।
=============================
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হুম। ইতিহাস। কথা কবে।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন