বর্ণবৈচিত্র্য

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ২৩/০৩/২০০৯ - ৬:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


রাত নয়টার দিকে বাস আমাকে নামিয়ে দিল বড় সড় একটা চৌরাস্তার কাছে । যেই ঘুটঘুটে অন্ধকার মত জায়গাটায় নেমেছিলাম, সেখান থেকে মাত্র বিশ গজ দূরেই চারটি রাস্তার সন্ধিস্থল । অন্ধকার জায়গাটা পার হয়ে আলোয় ভেসে যাওয়া চৌরাস্তার মোড়ে এলাম । আমার ঠিক সামনেই চৌরাস্তার অপর পাশে উঁচুমত একটা জায়গায় বিশাল এল.ই.ডি স্ক্রিনে বিভিন্ন রকম বিজ্ঞাপণ চলছে নিরন্তর । রাত দশটার পর স্বল্প খরচে কোন ঊদ্ভিন্ন যৌবনার সাথে ফোনালাপ, জবড়জং পোষাক - আমার ইত্যাদি অভাব গুলোর কথা মনে করিয়ে দেয়ার পাশাপাশি অভাব মোচনের সেরা পথটাও বিজ্ঞাপণ বাতলে দিচ্ছে রং-বেরঙ্গের দৃশ্য উপস্থাপণ করে । এল.ই.ডি স্ক্রিনের দৃশ্যগুলো মূহুর্তের মধ্যেই বদলে যায়, সেই সাথে চৌরাস্তার মোড়ের চারপাশের আবহটাও যায় বদলে । ঠিক যেন কোন ডি.জে. পার্টি চলছে খোলা রাস্তায় ।

আমার চারপাশে ফুটপাথে পার্টির অতিথিদের দিকে তাকাই । অনেকেই এদিক সেদিক হাঁটছে । কেউ দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে চায় । আর কয়েকজন রয়েছে শুয়ে বসে । যেরকম ঊদ্ভিন্ন যৌবনা মেয়েদের সাথে রাত দশটার পরে কথা বলার একটা অভাবের অস্তিত্ব একটূ আগেই বিজ্ঞাপণে জানান দিচ্ছিল, সেরকম বয়সের একটা মেয়ে ঝটপট আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল । মেয়েটে যেদিকে হেঁটে চলে গেল সেদিকে ফুটপাথের উপর দুটি থান ইট সাজিয়ে তার উপর বসে আছে আরেকটি মেয়ে, আগের মেয়েটির সমবয়সীই হবে । তবে বিজ্ঞাপণের মতে এর সাথে অল্প বা বেশি কোনরকম দরেই মিনিট হিসেবে কথা বলার অভাব বোধ করার কথা না । মেয়েটির হাতে বিশ-পঁচিশটির মত বেলি ফুলের মালা । এল.ই.ডি স্ক্রিনের দৃশ্য বদলের সাথে সাথে বদলে যাচ্ছে বিচ্ছুরিত আলোর রঙ, সেই সাথে সাদা ফুলগুলোও রঙ বদলাচ্ছে । কিন্তু ফুল বিক্রেতার গায়ের কাল রঙ খুব একটা বদলাচ্ছেনা । মেয়েটি যদি এগুলোকে বেলি ফুলের মালা না বলে ক্ষনে-ক্ষনে-রং-বাদলান-ফুলের-মালা বলে চালিয়ে দিতে পারত, এতক্ষণে হয়ত অনেক গুলো মালা বিক্রি হয়ে যেত । তবে আশার ব্যপার হল ফুল গুলো এখনো তাজা, দশহাত দূরে দাঁড়িয়েও ঢাকা শহরের ব্যস্ত চৌরাস্তায় পেট্রোল পোড়া গন্ধকে হারিয়ে দিয়ে আমার নাকে আসছে মিষ্টি বেলি ফুলের ঘ্রান । রাত এখনো অনেক বাকি, কোনরকম বিজ্ঞাপণ ছাড়াই হয়ত মালা গুলো বেচে দিতে পারবে ।

চোখ চলে যায় রাস্তার আরেক পাশের ফুটপাথে । মধ্যবয়ষ্ক এক লোক নিবিষ্ট মনে ঢাকা শহরের সবচেয়ে বড় টেলিভিশন পর্দায় চোখ রেখে আয়েশ করে ফুটপাথে শুয়ে আছে । সারা গায়ে তার বিকট চর্মরোগের লক্ষণ । জরাগ্রস্থ অচ্ছুৎ পুরুষ এল.ই.ডি স্ক্রিনে চোখ রেখে সুন্দরী নারীর সান্নিধ্যের অভাব মোচনের চেষ্টায় রত হয়তবা । লোকটাকে বেশিক্ষণ ধরে দেখতে পেলাম না । ট্রাফিক সিগনালে লাল আলো জ্বলে ওঠায় একটা গাড়ি এসে লোকটাকে আড়াল করে দিয়ে দাঁড়াল রাস্তার উপর । চকচকে গাড়ির নিচের দিকটায় বিভিন্ন রঙের কয়েকটি বাতি লাগিয়ে তাকে আরো আকর্ষনীয় করে তোলা হয়েছে । গাড়ির আরোহী বা চালক কাউকে স্পষ্ট দেখতে পেলামনা । গাড়ির ভেতরে অভিজাত সংস্কৃতি চর্চার নিদর্শন বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে, গম্ভীর দ্রিম দ্রিম বিট । এখন আমার রাস্তা পার হওয়া দরকার । এখানে দাঁড়িয়ে থাকলে এসমস্ত বিচিত্র জিনিস সারাদিন সারারাত দেখা যায়, নতুন কিছু না ।

রাস্তা পার হয়েই একটা রিক্সা পেয়ে গেলাম । রাস্তা পার হয়ে যেখানে আসলাম, এই জায়গাটা আরেকটু বেশি আলোকিত । এল.ই.ডি স্ক্রিনের আলোর সাথে যুক্ত হয়েছে আশেপাশের অনেক গুলো বড় বড় নিয়ন সাইন । দেশে বিদ্যুতের যে ভয়াবহ অভাব চলছে, এক জায়গায় এত রঙের আলো পেয়ে যাওয়া রীতিমত ভাগ্যের ব্যপার । রিক্সাচালকেরও মনে হয় তাই ধারনা । খুশি হয়ে খোলা গলায়ই একটা ছোটলোকি গান জুড়ে দিল, বাংলায় যাকে বলে পল্লীগীতি ।


মন্তব্য

স্পর্শ এর ছবি

শোনো রাতবিরাতে ফুটপাতে ঊদ্ভিন্ন যৌবনা খুঁজে বেড়ানো কিন্তু বিপদজনক ! চোখ টিপি
একবার এক দোকানে ঢুকে দেখি কয়েকশত বাতি জালিয়ে রেখেছে। তাকানোই যাচ্ছে না ঠিক মতো।
এসব নিয়ন্ত্রনের ব্যবস্থা থাকা উছিত। দোকানের কিউবিক মিটার হিসেবে কত লুমেন আলো দরকার তার লিমিট সেট করা উচিৎ। যতসব অপচয়।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

দেঁতো হাসি

=============================

এনকিদু এর ছবি

একটা জিনিস করা যেতে পারে, প্রত্যেক দোকানের জন্য নির্দিষ্ট কেভিএ দেয়া যেতে পারে । সেই কেভিএ দিয়ে যা পারে করবে । এক দোকানে একশত বাতি জ্বালানর তো দরকার নেই, পাঁচটা জ্বালালেও তো চলে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

এনকিদু এর ছবি

কৈ ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তীরন্দাজ এর ছবি

খুশি হয়ে খোলা গলায়ই একটা ছোটলোকি গান জুড়ে দিল, বাংলায় যাকে বলে পল্লীগীতি ।

দেশের বাইরে বসে পল্লীগীতি খুব শুনি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

মুস্তাফিজ এর ছবি

"ছোটলোকি গান" শুনতে ভালোলাগে

...........................
Every Picture Tells a Story

নজমুল আলবাব এর ছবি

খোলা গলায়ই একটা ছোটলোকি গান জুড়ে দিল, বাংলায় যাকে বলে পল্লীগীতি ।

শেষটায় এক্টা ভালো পাঞ্চ খাইলাম। আমিও ছোটলোক।

লেখা উপাদেয় হইছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

এনকিদু এর ছবি

ধন্যবাদ । ছোটলোক আমিও ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

ছোটলোকি গান আমিও ভাল পাই। হাসি

আপনি ইদানিং এত অনিয়মিত কেন?

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

আপনি ইদানিং এত অনিয়মিত কেন?

ছোটলোক হয়ে গিয়ছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পান্থ রহমান রেজা এর ছবি

হুমম! পৃথিবীটা আসলেই এমনই।

এনকিদু এর ছবি

কিরকম ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

পান্থর মতোন....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

আপনিও পান্থর চোখে দেখা শুরু করলেন নাকি অ্যাঁ
তাহলে আমাদের ইয়োগা শিক্ষার কি হবে ? আমি একমাস ধরে চেষ্টা করতে করতে গতকাল মাত্র মাথা হাঁটুতে লাগাতে পেরেছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

পান্থর চোখে না দেখলে জীবনটারে রঙিন লাগবো কেমনে...!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

বর্ণবৈচিত্র্য নামের পোস্টটা তো মনে হয় আমি লিখেছিলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুহান রিজওয়ান এর ছবি

লেখার সাথে মিল রাইখা একটা কড়া ছবি দিসেন দেখি...!!
"ব্ল্যাকআউটের কবলে নগরী "।

এনকিদু এর ছবি

হে হে , দিলাম আর কি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনিস মাহমুদ এর ছবি

লেখা ভালৈছে।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আবু রেজা এর ছবি

_________________________________________
লেখা ভলো লাগলো।
পল্লীগীতি আমার পছন্দ।
=========================================
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খুব্ভাল্লাগ্লো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এনকিদু এর ছবি

খুব ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।