স্পিড ডেটিং

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: বুধ, ২৫/০৩/২০০৯ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মনে করা যাক আপনি আজকে ছুটির দিন পেয়ে সারাদিন ঘুমিয়ে কাটাবেন বলে ঠিক করলেন । সেই মোতাবেক সারা সকাল ঘুমিয়ে পার করার চেষ্টা করলেন । বিছানায় গড়াগড়ি হয়ত করা হল ঠিকি, কিন্তু সেটাকে ঠিক ঘুম বলা চলেনা । শেষে দূর ছাই, আজকে আর ঘুম আসবেনা, বরং সারাদিন ঘুরাঘুরি করা যাক মনে করে বিকালের দিকে বেরিয়ে পড়লেন সাজুগুজু করে । সাথে যথারীতি আপনার বাসার লোকটা । আড়ং এ নাকি বিরাট মূল্যহ্রাস দিয়েছে, আপনি আড়ং এর দিকে যেতে চান । লোকটা আড়ং এ যেতে চায়না । সে ডেটিং এর জন্য যেতে চায় অন্য কোথাও । আপনাকে আড়ং এ নামিয়ে দিয়ে সে চলে গেল তার মত ডেটিং করতে । আড়ং এ ঢুকে জানতে পারলেন মূল্যহ্রাস এখানে না, গুলশান আড়ং এ । আপনি মোহাম্মদপুরের আড়ং থেকে বেরিয়ে এসে, গুলশানের দিকে যাবেন কিনা ভাবতে ভাবতে সামনের ফুটপাথ ধুরে কিছুদূর হাঁটাহাঁটি করে একটা কনফেকশনারী দোকানে ঢুকলেন । একটা আইস্ক্রিম কেনার পর দোকানের বাইরে তাকিয়ে দেখলেন পূর্বপরিচিত এক পুরুষ বন্ধু ফুটপাথে দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে মিটিমিট হাসছে ।

আপনি চোখের ইশারায় কুশল বিনিময়ের পর তাকে ভদ্রতা করে একটা আইস্ক্রিম সাধলেন, বেহায়াটা দাঁত কেলিয়ে রাজি হয়ে গেল । আইস্ক্রিম খেতে খেতে জিজ্ঞেস করলেন এখানে এই সময়ে সে কি করছে ? রহস্যময় হাসি হেসে জানাল তার নাকি আজ রাতে অফিসে কাজ করার কথা, এখন অফিসের দিকেই যাচ্ছিল । তবে আপনি চাইলে এই মূহুর্তে সে আপনাকে সঙ্গ দিতে পারে, আজকের বিকালে নাকি তার কোন কাজ নেই । আপনি চিন্তা করে দেখলেন, বাসার লোকটা যখন অন্য কোথাও ডেটিং এ ব্যস্ত, আপনিই বা কেন স্পিড ডেটিং এর সুযোগ ছেড়ে দিবেন । আপনি সানন্দে রাজি হয়ে গেলেন স্পিড ডেটিং এ ।

আইস্ক্রিম হাতে কিছুদূর হাঁটাহাঁটির পর একটা রিক্সা নিলেন দুজনে । সুন্দর বিকালে ঢাকার রাস্তায় রিক্সা করে ঘুরতে ঘুরতে চলে গেলেন ধানমন্ডির দিকে । এরই মধ্যে বাসার লোকটার সাথে মুঠফোনে যোগাযোগের চেষ্টা করলেন কয়েকবার, খুব একটা সাফল্যের মুখ দেখা গেলনা । শুধু জানা গেল যে, সে নাকি আজ আজিজে শুদ্ধস্বরের দিকে যাবে একবার । বেশ তো, আমরাও নাহয় যাব - মনে মনে ভাবলেন আপনি । গিয়ে তাকে চমকে দেয়া যাবে । তোমার একারই খালি ঢাকা শহরে শুভানুধ্যায়ীরা বাস করে নাকি, ঢাকার রাস্তায় রাস্তায় আমারো অনেক বন্ধু লোকেরা ঘুরে বেড়ায় ।

ধানমন্ডি পার হয়ে রিক্সাটা কখন যেন ভুতের গলিতে ঢুকে পড়ল । এরকম সময় বাসার লোকটাকে ফোনে পাওয়া গেল, বা সেই হয়ত আপনাকে ফোনে পেল কয়েকবার চেষ্টার পর । জানালেন আপনিও এখন ডেটিং এ আছেন, আর সাথে আছে আপনাদের দুজনেরই চেনা কেউ । চেনা কেউ এর হাতে ফোন দেয়া হল ভদ্রতা করে কুশল বিনিময়ের জন্য । কিন্তু বাসার লোকটা চেনা কাউকে ঠিক চিনতে পারল না । ঠিক আছে, শুদ্ধস্বরে আসেন, দেখা হয়ে যাবে - এই কথা বলে চেনা কেউ ফোনটা আপনার হাতে ফিরিয়ে দিল ।

যাহোক রিক্সাটা ঢাকা শহরের আরো কিছু অলিগলি পার হয়ে অবশেষে শাহবাগে আজিজ মার্কেটের কাছে এসে থামল । আপনারা আজিজে শুদ্ধস্বরে গিয়ে দেখলেন টুটুল ভাই যথারীতি অনুপস্থিত । এই লোকটাকে কেন জানি আজকাল শুদ্ধস্বরে পাওয়া যায়না । আপনারা কিছুক্ষণ শুদ্ধস্বরে বসে আড্ডা মারার পর আপনার বাসার লোকটি এসে হাজির হল । পার্টিশনের ভেতরে উঁকি মেরে দেখে নিল রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ডেটিং পার্টনারটা আসলে কে ।

ওহ হো, এতো আমার অতি পরিচিত এক ভাল মানুষ । হে হে, একে নিয়ে কোন সমস্যা নেই । তবে বউকে একটু টাইট দেয়া যেতে পারে । হয়তো এরকম কিছু একটা ভেবে থাকবে সে । তাই আপনাকে ঈর্ষান্বিত করে তোলার জন্য বলা শুরু করল তার বান্ধবীদের ফিরিস্তি । কে কিভাবে কোন পজিশনে কোন লোকেশনে বসে তার জন্য অপেক্ষা করছে । শুধু মোবাইলে একটা আওয়াজ দিলেই নাকি দৌড় দিয়ে চলে আসবে ডেটিং এর জন্য । আজীবন শুনে এসেছেন খাদ্যের পেছনে পেট দৌড়ায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে পেটের পেছনে দৌড়াচ্ছে খাদ্য । আপনি হয়তো আসলেই একটু ঈর্ষান্বিত হয়ে উঠলেন । "আজকে বাসায় তো যেতেই হবে, তখন দেখা যাবে" ধাঁচের হুমকি দিয়ে আপাতত রাগ ঝাড়লেন ।

আরো কিছুক্ষণ আড্ডা গড়াল । আপনার বাসার লোকটা আর রাস্তায় কুড়িয়ে পাওয়া লোকটা নিজেরা নিজেরা ব্যপক বিদ্যা ভর্তি ভ্যাজর ভ্যাজর করে আপনার মাথা ভারী করে দিল । একই সাথে হাল্কার উপর পাতলা কিছু খাওয়ার ইচ্ছাটাও ধীরে ধীরে ভারী হয়ে উঠতে থাকে । আপনার প্রস্তাবে সায় দিয়ে সবাই উঠে পাশেই একটা চা-নাস্তার দোকানে গিয়ে বসলেন । এটা সেটা খাওয়ার পর আপনি আবিষ্কার করলেন আজকে আপনার অ্যাডভেঞ্চার করার হরমোন পুরোমাত্রায় ক্রিয়াশীল । স্পিড ডেটিংটা কে ষোল আনা সার্থক করার জন্য এক বোতল স্পিড এনার্জি ড্রিংক চেখে দেখার সাধ হল আপনার ।

দোকানের তাকে সাজিয়ে রাখা একসার স্পিডের বোতল থেকে একটা বোতল নামিয়ে আপনার হাতে দেয়া হল । বোতলটা সাধারন ছোটখাট প্লাস্টিকের বোতলের মতই । শুধু বাইরের দিকে জম্পেশ নক্সা করা খোসায় মুড়িয়ে দেয়া হয়েছে । আপনার বাসার লোকটা এই ব্যাপারে কোন মন্তব্য করলনা, তবে রাস্তায় কুড়িয়ে পাওয়া লোকটা জানাল এই বোতলটা দেখলে পুরু্ষেরা ব্যবহার করে এমন সুগন্ধির বোতলের কথা মনে পড়ে । তবে সেই বোতল গুলো টিনের তৈরী হয়, এই বোতলটা প্লাস্টিকের ।

যাই হোক, আপনি রাস্তায় কুড়িয়ে পাওয়া লোকের সহযোগীতায় বোতলের ক্যাপ খুলতে সক্ষম হলেন । ক্যাপ খোলা মাত্রই বিকট গন্ধটা দারুন স্পিডে চারপাশে ছড়িয়ে পড়ল । অ্যাডভেঞ্চার যখন করবই, ভাল মতই করি । সবার নানা রকম সতর্কবানী উপেক্ষা করেই আপনি এক ঢোক গলায় ঢাললেন । প্রথম ঢোকেই আপনার অ্যাডভেঞ্চারের শখ মিটিয়ে দিল । কি কুৎসিত স্বাদ রে বাবা ! ঠিক যেন কাশির সিরাপ !!

তারপরেও, পয়সা দিয়ে কেনা জিনিস, নষ্ট করা ঠিক না । এরকম ভেবেই হয়তোবা আপনি একটু একটু করে পুরো বোতলটাই সাবাড় করে দিলেন । শেষে বিল দেয়ার সময় জানা গেল এই এক বোতল কাশির সিরাপের দাম ছিল ত্রিশ টাকা । আর এক বোতল ফেনারগান এর দাম কত ? পরে কোন এক সময় খোঁজ নিয়ে দেখা লাগবে । আপনারা সেই দোকান থেকে বেরিয়ে এসে আজিজের তিনতলার বারান্দায় গিয়ে দাঁড়ালেন । স্পিড আপনার পেটে যাওয়ার পর বেশ দ্রূতই নিজের কাজ শুরু করে দিয়েছে । আপনি পাঁচ মিনিট পার হওয়ার আগেই অসুস্থ বোধ করতে শুরু করলেন । আরো প্রায় দশমিনিট পর যখন টুটুল ভাই সহ আরো বেশ কয়েকজন সচল এসে হাজির হয়েছেন শুদ্ধস্বরে, ততক্ষনে আপনি রীতিমত কাবু । যেই ঘুম সারাদিন আপনার অধরা ছিল, স্পিড এনার্জি ড্রিংকের কল্যানে সেই ঘুম আপনার দুই চোখে চেপে বসেছে সমগ্র বাংলাদেশের পাঁচটন ওজন নিয়ে । সবাই জম্পেশ আড্ডায় মেতে উঠছে আর আপনি সংগ্রাম করছেন শুধু দুই চোখ খুলে রাখতে ।

---

তো, আমরা কী শিখলাম ?

তাত্ত্বিক ভাবে : স্পিড ডেটিং এ গেলে স্পিড এনার্জি ড্রিংক পান করা উচিৎ না ।
ব্যবহারিক ভাবে : নুপুর ভাবি জন্মেও আর কোনদিন সুস্থ অবস্থায় স্পিড এনার্জি ড্রিংক মুখে দিবনে না, তবে কাশি লাগলে ঔষধের বিকল্প হিসেবে চলতে পারে ।


মন্তব্য

সুহান রিজওয়ান এর ছবি

লেখাটা কী স্পিড এনার্জি ড্রিঙ্ক নিয়া, না স্পিডলেস মানুষেরে নিয়া- তা নিয়া কনফ্যুসন থাইকা গেলো...

এনকিদু এর ছবি

এক্ষনই এক বোতল স্পিড খান । আর্জেন্ট !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হো হো হো

হাবাগোবা কুড়ায়ে পাওয়া ভালোমানুষ্টা কি আপনে নাকি? দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

এনকিদু এর ছবি

এই প্রশ্নের উত্তর দিবে গল্পের নায়ক অথবা নায়িকা, আমি হলাম গিয়ে পার্শ্ব চরিত্র ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

আফটার ইফেক্টের সাক্ষী আমি।

আমি অন্যরকমভাবে আরেকটা গল্পের প্ল্যান করছিলাম। তোরটা ভালো হয়েছে, আর লেখার দরকার নেই।


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

এখন বিফোর এফেক্টের কথাও জানতে পারলি ।
তোর গল্পটা মন্তব্যেই দিয়ে দে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখা ভাল্লাগসে হাসি

আপনি মনে হয় এফএম রেডিও নিয়মিত শোনেন না, শুনলে স্পিড এনার্জি ড্রিংক খাওয়ার আগে সতর্ক হয়ে নিতেন চোখ টিপি

নিবিড় এর ছবি

আপ্নে তাইলে ডেটিং এর সময় এইসব খান না চিন্তিত আপনার শালীর সাথে ডেটিং এর সময় ব্যাপার টা আমার মাথায় থাকবে চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

স্পিড এনার্জি ডিংক খেয়ে যে মন্তব্য লিখতে বসতে হয় না, এইটা মনে হয় বলতে ভুলে গেছিলাম। যাও বাবা, মাথায় ঠান্ডা পানি ঢেলে ঘুম দাও। সকাল নাগাদ হুঁশে ফিরবা, আশা করি চোখ টিপি

এনকিদু এর ছবি

তাতেও যদি হুঁশ না ফিরে তাইলে কি সকালে আরেক বোতল স্পিড ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

বোতলে মনে হয় কাজ হবে না। বালতি লাগবে চোখ টিপি

এনকিদু এর ছবি

মাথায় ঢালবে ? স্পিড তাহলে খায় এবং মাথায়ও দেয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

ডেটিং এর আগে অথবা পরে এগুলো খায়, মাঝখানে খাইতে নাই । ডেটিং এর সময় খাওয়ার জিনিস ভিন্ন, ওগুলো ধীরে সুস্থে রস আস্বাদন করতে হয়, খাইতে হয় না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

অশ্লীল!!! দেঁতো হাসি

=============================

এনকিদু এর ছবি

প্রিয়তমার সান্নিধ্য কবে থেকে অশ্লীল হইল ?

নাহ, প্রজন্ম খারাপ হয়ে যাচ্ছে, মনের মধ্যে খালি পাপ চিন্তা । আগে 'চ' বললে লোকে চুমু বুঝত, এখন কিসব উল্টা পাল্টা ভাবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

এই সব জিনিস এখন রেডিওতেও খায় নাকি ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

রেডিওতে এইটার অ্যাড দেয়।
স্পিড খাইলে নাকি স্পিড অনেক বাড়ে খাইছে

নিবিড় এর ছবি

কদু ভাই মজা পাইলাম সাথে শিক্ষাও পাইলাম হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

শিক্ষাটাই আসল । যাতে তোমরা খেলাচ্ছলে শিখতে পার এই জন্য শিক্ষনীয় গল্পটাকে একটু মজা করে লিখলাম মাত্র দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নাজনীন খলিল এর ছবি

বাহ্‌ ! চমৎকারতো!

শুভেচ্ছা।

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।

শুভেচ্ছাটা কার জন্য ? আমি, নুপুর ভাবি, তার বাসার লোক নাকি স্পিড এনার্জি ড্রিংক কে দিলেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা হইলো শাস্তি। দুপুরে বাড়ি থেকা বাইর হওনের সময়ই আমরা এলাকা ভাগ করে নিছিলাম। আমার ধানমন্ডি পছন্দের হইলেও সে যেহেতু আগেই ধানমন্ডির দখল নিলো তো তারে ধানমন্ডির রাস্তায় নামায়া আমি গেলাম আমার কাজে। ভাবলাম তাইলে আজীজাঞ্চলেই ডেটিং মারা যাবে কারো না কারো সাথে।
ও মা... সে দেখি শর্ত ভঙ্গ করে আমার অঞ্চলে এসে হাজির হইছে... আর ডেট করার লোক পায় নাই... এনকদু... হো হো হো
আমার কাছে চাইলেই তো আমি নাহয় কোনো একটা মডেল টডেল বা হিরো পাঠায়া দিতাম... চোখ টিপি

কিন্তু শর্ত ভঙ্গের আর আমার ডেটিংয়ে বাধা দেওনের শাস্তি তো হাতে নাতেই পাইলো...

ঐ... আর আমার ডেটিংয়ে বাধা দিতে আইবা? চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

আর ডেট করার লোক পায় নাই... এনকদু...

ভাই আপনার বউ রাস্তাঘাটে টোকায়-টাকায় ডেটিং করার লোক ধরে, এই ব্যাপারে আপনার কিছু কর্তব্য আছে । আর যাই হোক রাস্তাঘাটের আলতু ফালতু লোকের সাথে তো আর নিজের বউ কে ডেটিং করতে দেয়া যায়না, তাই না ? আপনি বরং এর পর আবার বাসা থেকে বের হওয়ার আগে আমাকে ফোন দিয়েন । আমি বাসায় এসে দেখা করব । তাহলে আর কেউ বলতে পারবেনা রাস্তার লোকের সাথে ডেটিং করছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মজাক পাইলাম হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আবু রেজা এর ছবি

চেনা মানুষের অজানা গল্প ভালো লাগলো।
কারণ, আমি আড্ডার শেষে গিয়ে পৌঁছলাম।
ততক্ষণে রণভঙ্গ।
******************************************
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

এনকিদু এর ছবি

উহুঁ, তখন রণভঙ্গ না, ঘুমের ঘোর কাটতে শুরু করে দিয়েছিল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনিস মাহমুদ এর ছবি

আমি সব জানি, কিন্তু কমু না।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

এনকিদু এর ছবি

পান নিয়ে pun করেও কি কিছু বলবেন না ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

ভালইতো! কিন্তু তোমারে দেখে তো হাবাগোবা মনে হয় না! চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

ওইটা আমার ক্যামোফ্লেজ । চালাকদের সাথে মেলামেশা করার সময় চালাকের ভাব ধরি । আসলে আমি বোকাসোকা মানুষ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

স্পীড খাওয়ার দুর্লভ অভিজ্ঞতাটা হয় নাই এখনো। তবে একবার টাইগার এনার্জি ড্রিঙ্ক খাইতে গিয়া বমি কইরা দিছিলাম।

আমার মনে প্রশ্ন জাগে - এগুলা কি অতীতের ফেন্সিডাইলের আধুনিক সংস্করণ ?

আর নজু ভাই, নজু ভাবীর কাহিনী পইড়া ব্যাফক মজা পাইলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

স্পিড, টাইগার, ক্রাউন, শার্ক এগুলো সব এক বংশের জিনিস । আদি কালের ডাইলের এরা বংশধর ।

আমি জীবনে প্রথম (এবং) শেষবার শার্ক পান করেছিলাম বিশ্বাস করে, যখন বাজারে প্রথম এল । একদিন বিকাল পর্যন্ত কলেজে ল্যাব ক্লাস করার পর এক স্যারের বাসায় যাচ্ছিলাম হেঁটে হেঁটে । ভাবলাম এক বোতল এনার্জি ড্রিংক পান করে দেখি, কেমন এনার্জি পাওয়া যায় ।

শার্কের বোতলটা শেষ করার আগেই আমার মনে হচ্ছিল আমি রাস্তায় ঘুমাব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তাহলে বোঝা গেল,এনার্জি ড্রিংক পান করলে ঘুমের জন্য প্রচুর এনার্জি পাওয়া যায়। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

ওরে।

রাস্তায় কুড়িয়ে পাওয়া লোক

হাসতে হাসতে জাস্ট মারা গেলাম। হো হো হো

তবে স্পিড আমার খুব পছন্দের। কঠিন পরীক্ষার আগের রাতে আমরা রুমমেটরা সদলবলে রাত দুইটায় স্পিড খেতে যাই। তারপর রুমে এসে মারামারি করি। দেঁতো হাসি

=============================

এনকিদু এর ছবি

মারামারির ইস্যু কী ? কার স্পিড কত - এরকম কিছু নাকি চোখ টিপি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আহমেদুর রশীদ এর ছবি

আপনারা আজিজে শুদ্ধস্বরে গিয়ে দেখলেন টুটুল ভাই যথারীতি অনুপস্থিত । এই লোকটাকে কেন জানি আজকাল শুদ্ধস্বরে পাওয়া যায়না ।

সারাদিন আড়ালে থাকি। পাোনাদাররা সব চলে যাোয়ার পর নিজের ঢেরায় ঢুকি।
---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

এনকিদু এর ছবি

আমরা কি তাহলে আপনার দেনাদার ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আহমেদুর রশীদ এর ছবি

আমি কি আপনারা চলে যাবার পর এসেছি?

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

এনকিদু এর ছবি

পাওনাদার = যে আমার কাছে কিছু পায় ।

দেনাদার = যে আমাকে কিছু দেবে ।

আপনি যেহেতু পাওনাদার চলে গেলে হাজির হন, তার মানে (উপরোক্ত সংজ্ঞানুসারে) আমরা আপনার পাওনাদার নই । দেনাদার হলেও হতে পারি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আহমেদুর রশীদ এর ছবি

দেকলেন, হিসাবে আমি কত পাকা!

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতিথি লেখক এর ছবি

আমি রক খাইছিলাম কয়েকদিন আগে। পুরা কফের সিরাপ। অবশ্য এত ঘুম পায়নাই।
-----------------
উদ্ভ্রান্ত পথিক

পান্থ রহমান রেজা এর ছবি

হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ

এনকিদু এর ছবি

এত হাসেন কেন, স্পিড পেটে পড়ল নাকি ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- ঘটনা হৈলো, গল্পটা পড়া শুরু করার পরেই আমার সন্দো হৈছিলো এই কাহিনী ঐ দুইজনে না হৈয়াই যায় না! হাসি

এনার্জি ড্রিংক মাইনষে খায় যাতে ঘুম না ধরে। যাতে শইল্যের দুব্বলতা কাইটা যায়। এখন এই এনার্জি ড্রিংক খাইয়া যদি ঘুমায়াই যায় তাইলে ঘুমের অষুধ নাম দিলেই পারে। ইন্সমনিয়ার রুগীদের কামে লাগতো তাইলে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

আপনার ব্যবসা বুদ্ধি ভাল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহা দারুন মজা পেলাম =)

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

কদু ভাই শেষ পর্যন্ত নূপুর ভাবীর সাথেই স্পিড ডেটিং-এ গেলেন !
বর্ণনা শুইনা মজা পাইসি।
------------------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।