গতকাল বাড়ি ফেরার পথে এক সহকর্মী'র সাথে নানা প্রসঙ্গে আলাপ হচ্ছিল । ঘুরতে ঘুরতে এক সময় আলাপ চলে গেল কে কিভাবে প্রথম বার প্রোগ্রামিং করার চেষ্টা করেছিলাম । "চেষ্টা" বলছি এই কারনে যে সাধারনত প্রথমবার যেটা করা হয় সেটা ঠিক প্রোগ্রামিং বলা চলেনা, "প্রোগ্রামিং এর চেষ্টা" বলাই ভাল । খোঁজ নিয়ে দেখা গেছে আজকে যারা পুরোদস্তুর প্রোগ্রামার, তাদের সবারই জীবনের প্রথম প্রোগ্রামিং এর চেষ্টাটায় রীতিমত লেজেগোবরে করেছেন । এবং এই কারনেই সেই ঘটনাটা হয় স্মরনীয় এবং মজার ঘটনা । আমার নিজের এবং পরিচিত কয়েকজনের প্রথম চেষ্টার ঘটনা বলি, তাহলেই বুঝবেন ।
আমি একদিন কম্পিউটারের দোকানের এক ওস্তাদ লোককে দেখলাম ডস প্রম্পটে ঢুকে কি জানি সব লিখে এন্টার মারে । এন্টার মারলেই কিছু একটা ঘটে, অথবা মাঝে মাঝে ছোট্ট একটা বিপ শোনা যায় । এই ঘটনাটা মাথায় রয়ে গেল । এক মামা ছিলেন তখন বুয়েটে কেমিকৌশলের ছাত্র । যেকোন প্রকৌশল শাখায়ই কিছু কিছু প্রোগ্রামিং শিখতে হয় । সেই সময় তিনিও প্রোগ্রামিং এর কোর্সটা করছিলেন । তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামিং মানে কি ? বললেন, "প্রোগ্রামিং এর জন্য বিভিন্ন রকম ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন C, BASIC, JAVA ইত্যাদি । ভাষা যেটাই ব্যবহার করা হোক, কয়েকটি সহজ সরল শব্দ যেমন DO, IF, THEN, GOTO ইত্যাদি এবং গানিতিক সূত্রের মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন কাজ করতে বলা হয়, বললেই সেগুলো করে দেয় ।" আমি তো এই কথা শুনে মহা খুশি, বুঝে ফেলেছি কি করতে হবে । নিউমার্কেটে গিয়ে নবম-দশম শ্রেনীর কম্পিউটার শিক্ষা বই কিনলাম, সেখানে নাকি BASIC শেখায় । BASIC টাই নাকি সবচেয়ে সহজ । তারপর সেই বই পড়ে BASIC এর সিনট্যাক্স শিখে ফেললাম । বইতে অনেক কিছু লিখেছে, কোড সুডোকোড ফ্লোচার্ট থেকে শুরু করে আরো অনেক প্যাঁচাল । কিন্তু কোথাও লিখেনি এই কোডটা কোথায় লিখে কিভাবে রান করে । আর আমি তো আগেই বুঝে ফেলেছি কি করতে হবে, তাই পাঠ্যবইয়ের এই দূর্বলতাটাকে খুব একটা পাত্তা দিলাম না । দুটি সংখ্যা যোগ করার একটা কোড লিখলাম, ডস প্রম্পটে । তার মারলাম এন্টার । আউটপুট আসল, bad command or filename . আরো কয়েকবার চেষ্টা করলাম, বার বার একই জিনিস দেখায়
যেই সহকর্মীর কথা বলেছিলাম একটু আগে, সে নাকি প্রথম বার MS Word এ একটা নতুন ডকুমেন্ট খুলে তাতে কোড লিখেছিল দুটি সংখ্যা যোগ করার । তার সর্বশক্তিতে এন্টার । আমি তো তাও কিছু একটা আউটপুট পেয়েছি, সে তাও পায় নাই । একই ঘটনা শুনেছিলাম এক পরিচিত বড়ভাইয়ের ক্ষেত্রেও । সেই বড়ভাই এখন মাইক্রোসফটে চাকরি করে ।
আমার নিজের প্রজেক্টে কাজ করে এমন এক সহকর্মী জানাল, প্রোগ্রামিং সম্পর্কে তাকে ধারনা দিয়েছিলেন এক বড়ভাই । তিনি বলেছিলেন schaum সিরিজের একটা বই কিনতে । সেই বইটা আমাদের বোর্ডের পাঠ্যবইয়ের থেকে একটু ভাল । বলে দিয়েছে যে নোটপ্যাডে কোড লিখতে হয় । কাজেই সেই সহকর্মী প্রথম বার কোড লিখেছিল নোটপ্যাডে । পুরো কোড লিখার পর কিছু ঘটেনি । সে ভাবল ফাইল বন্ধ করে দিলে কিছু ঘটতে পারে । ফাইল বন্ধ করার পরেও যখন কিছু ঘটল না, তখন ভাবল হয়ত এইবার নতুন করে ফাইল খুলতে গেলে কিছু ঘটবে । বিভিন্ন প্রোগ্রামের আইকনে ক্লিক দিলে যেরকম সেই প্রোগ্রাম চালু হয়, সেরকম আরকি । তার পর আট-দশ বার চেষ্টা করা হল সেই ফাইলের আইকনে ডবল ক্লিক করে প্রোগ্রাম রান করার । প্রতিবারই খালি ফাইল টা খুলে যায় আর তার ভেতরের লেখা গুলো দেখায় । কিন্তু প্রোগ্রামটা রান করেনা কিছুতেই ।
এইবার সচলে উপস্থিত প্রোগ্রামিং জানা লোকজনের জন্য একটা প্রশ্ন । আপনার প্রথম চেষ্টাটা কিরকম ছিল, কিসে লিখেছিলেন ? ডস প্রম্পট, নোটপ্যাড, ওয়ার্ড নাকি অন্য কোথাও ?
মন্তব্য
c তে c পাওয়া ভারী সোজা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কথা হচ্ছিল প্রোগ্রামিং নিয়ে, তুমি আবার এর মধ্যে লেখা পড়া নিয়ে এলে কেন ভাই ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হাহাহাহা খুবি মজা পেলাম, হিহিহি
আমার সব সময় সায়েন্সের দিকে ইন্টারেস্ট ছিল তাই HSCর পর ইচ্ছা ছিল সাইকোলোজি পড়ব, চ্যান্সও পাই কিন্তু আব্বু আম্মুর ঠেলাঠেলিতে সফ্টওয়ারে ঢুকি। তাই আমার প্রথম প্রোগ্রামিং স্মৃতি হলো ইউনিভার্সিটিতে গিয়ে, এর আগে কোনো আইডিয়াই ছিলনা, মনেপড়ে ক্লাসে টিচার Arrays বুঝাচ্ছিল আর আমার সাথের ছেলেরা কিছু মেয়েরা পটাপট এনসার করতেসিলো আর আমি হা করে ভাবছিলাম "হোয়াট দা..." আমার সাথের বন্ধুরা এক একটা এত গিইক ছিল যে ওরা প্রাইমেরি স্কুল থেকেই প্রোগ্রামিং করত। আমার প্রথম প্রোগ্রামিং করা C তে ইউনি এসাইনমেন্ট, যার কিনা ৬০% করাইছিল আমাদের শুধু টুকিটাকি ঠিক করতে হয়েছে বই পড়ে, সাথের বন্ধুদের হেল্প নিয়ে করতে পেরেছিলাম। ফার্স্ট ইয়ারে আমি ভেবেছিলাম এই ডিগ্রি আমি পারবনা, অন্য কিছু করব, ভেবেছিলাম প্রথম সেমেসটার হয়ত ফেলই করব কিন্তু লাকিলি কিভাবে যে পাস করলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হুঁ বুঝতে পেরেছি । আপনি দয়া করে ডিগ্রিটা নিয়ে বিশ্ববিদ্যালয়কে বাধিত করেছেন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হুমম! বুঝলাম, এই পোস্টটা কম্পুকানাদের মন্তব্য করার জন্য নয়। শুধু দেখে দাঁত কেলিয়ে একখানা হাসি দেয়ার জন্য।
হাসির জন্য ধন্যবাদ ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মজা পাইলাম
আমি তো প্রোগ্রামিং জানিনা। তবে আমার বাসায় যখন প্রথম কম্পিউটার আসছিল তখন এক বড় ভাইর কাছ থেকে কোন বাটন চেপে কম্পিউটার খুলবো, কি ভাবে বন্ধ করবো। কি ভাবে গেম ওপেন করবো, অডিও ভিডিও ফাইল ওপেন করবো এইগুলা সব খাতায় লিখে নিয়েছিলাম স্টেপ বাই স্টেপ। এমকি মাউসে কয়টা ক্লিক করতে হবে তাও
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কোন বাটনে কয় ক্লিক লিখে নেন নাই ? রাইটের জায়গায় ভুলে লেফট ক্লিক দিলে কিন্তু হবে না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
একদম সেম কেস হিয়ার...
আমার প্রোগ্রামিংএর হাতে খড়ি মাস্টার্স করার সময়। এমনিতেই আমি খুবই ফাঁকিবাজ, ইন্ট্রোডাক্সন টু জাভা কোর্সের প্রথম দুই ক্লাস বাং মারসি। তৃতীয় দিন ক্লাসে গেলাম, টিচার কি কি জানি বল্লো, কিসুই বুঝলাম না। তারপরে একটা টাস্ক দিলো। আমিতো প্রবল বেগে মাথা চুল্কাইতেসি, দুরাবস্থা দেইখা এক সুইডিশ সুন্দরী কোডটা আই.এম কইরা দিলো। আমিতো খুশি!!!
ভালো কথা, এইবার কোডটা একটা টেক্সট ফাইল হিসাবে রাখলাম, (এইটুকু ক্লাস কইরা বুজছিলাম!) তারপর স্টার্ট মেনু থেকে খুজতে লাগলাম জাভা কোথায়...!!! (যারা জাভা প্রোগ্রামিং করেন তারা বলতে পারবেন এইটা একটা কত বড় কমেডি...)।
আর তো জাভা খুইজা পাই না... সুইডিশ সুন্দরীরে দিলাম আবার গুতা, জিগাইলাম, ওই, জাভা খুইজা পাই না তো... মেয়ে দেখি হা করে আমার দিকে তাকায় আছে! ধাক্কা সামলাইয়া কইলো, জাভা তো স্টার্ট মেনুতে থাকে না! দাড়াও হাতের কাজটা সাইরা তোমারে দেখাইতেসি। তার হাত ধইরা আমার হাতে খড়ি, কিভাবে কমান্ড প্রম্পট থেইকা জাভা ফাইল কম্পাইল করে, তারপর রান করে।
এই দুর্ঘটনার ঠিক তিন মাসের মাথায় কৌন বনেগা ক্রোড়পতির (জার্মান, ভেয়ার ভির্দ মিলিওনের) একটা ডেস্কটপ গেম বানায় কোর্স শেষ করি...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
বাহ বাহ, আপনার কি কপাল । জাভা হাতে ধরে দেখিয়ে দিয়েছে সুইডিশ তরুনী । যখন প্রবলেম সলভ করতাম সেই আমলে আমারে উল্টা একবার এক সার্বিয়ান তরুনী, তাকে আমি জীবনে কখনো দেখিনি তবু ধরি সেও সুন্দরী, মেইল দিল অমুক অ্যালগোরিদমটা বুঝিয়ে দেয়ার জন্য ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আপনি তো দেখি আসলেই জটিল পাবলিক । প্রথম প্রোগ্রাম লিখেছেন ক্যালকুলেটরে । এই ঘটনা কবেকার আর যন্ত্রটা কই পেয়েছিলেন ? আমি কলেজে থাকতে এরকম প্রোগ্রামেবল ক্যালকুলেটর কিছুদিন খুঁজেছিলাম, কিন্তু পাইনি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ওরে খাইছে !
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
প্রথম চেষ্টা করিনি বলেই আজ প্রোগ্রামার হতে পারিনি। তবে হওয়ার চেষ্টা ছিল একসময়। তখন দেশে এসব ছিল একেবারেই নতুন। ৩৮৬ প্রসেসরের মেশিন আর ডসের অধীন উইন্ডোজ। পরে হাল ছেড়ে অন্যেদিকে পাল উড়িয়েছি। কারণ প্রোগ্রামিংকে এক্সট্রাকারিকুলার হিসেবে নিলে মনে হয় শেখা সম্ভব না।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
কী ভয়াবহ কথা বললেন !
আমি তো এক্সট্রাকারিকুলার দিয়েই শেখা শুরু করেছিলাম । সবাই যখন মিনি বিশ্বকাপের ফাইনাল খেলা দেখছে, আমি একটা ফর লুপ লিখছিলাম এখনো মনে আছে আমার । তখন আমি নবম শ্রেনীর ছাত্র ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আপনাদের লেখতে হয়? আমি তো মুখে বললেই হয়ে যায়...
আমি বলি রেডি 5 4 3 2 1 0 এ্যাকশন...
প্রোগ্রাম বানানো শুরু হয়ে যায়। সেটা টিভিতে প্রচারও হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি ভাই গুনি মানুষ
আপনার মুখের কথাতেই অনেক কিছু হয় ।
আর আমাদের গুলো টিভিতেও চলেনা, ছোট ছোট কম্পিউটারে অথবা আরো ছোট ছোট মোবাইল ফোন বা ক্যালকুলেটরে চলে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
প্রোগ্রামিং না জানাদের জন্য প্রশ্ন নাই?
যতদূর মনে পড়ে, আমাদের ফার্স্ট ইয়ারেই (অথবা সেকেন্ড) 'সি' প্রোগ্রামিং-এর একটা কোর্স করতে হয়েছিল। কিন্তু প্রোগ্রামিং আমার একদমই ভাল্লাগতো না। দুইতিন ক্লাস না যেতেই স্যার হোমটাস্ক হিসাবে 'পিরামিড' বানানোর প্রোগ্রাম লিখতে দিলেন। যেদিন সাবমিশন, তার আগের রাতে কূল না পেয়ে আমি আর আমার বন্ধু গেলাম কিংকংয়ের রুমে। সে যাত্রা ওর বদৌলতে বেঁচে গেলাম। (জানি না ওর এখন আদৌ মনে আছে নাকি এই কাহিনী)
এরপর এই কোর্সের ফাইনাল পরীক্ষাটাও দিলাম এক মারাত্মক অভিজ্ঞতার সাথে। কোনমতে টেনেটুনে এ। তাতেই মহাখুশি। পরের সেমিস্টারে এই কোর্সের দ্বিতীয় ভাগ ছিল। সেটার একদম শেষ ক্লাসে স্যার সবাইকে ডেকে ব্ল্যাকবোর্ডে ইচ্ছামত কিছু একটা লিখতে বলেছিলেন। আমি লিখেছিলাম, "যখনই বিষয়টার মজা পাওয়া শুরু করলাম, তখনই কোর্সটা শেষ হয়ে গেল"।
'সি' ছাড়াও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করতে হয়েছিল। আর থার্ড ইয়ার শেষে তিন মাসের বন্ধে জাভা শেখার মহা শখ চেপেছিল। কয়েকদিন পর সে ভূত মাথা থেকে পালিয়েছিল। ম্যাটল্যাব প্রোগ্রামিং মোটামুটি পারতাম (মানে, পারি) আর কি।
শেষ পর্যন্ত উপলব্ধি করেছিলাম, প্রোগ্রামিং আর যার জন্যই হোক, অন্তত আমার জন্য না। লেগে থাকার ধৈর্য্য নাই।
আসলেই ভুলে গেসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আমি আর ওমায়ের গেসিলাম তোমার কাছে
ওই আমলে পেন ড্রাইভ ছিল না সাথে, ফ্লপি ডিস্কে কইরা প্রোগামটা নিয়া আসছিলাম আমরা...
ফ্লপি ডিস্ক নিয়েও যে কত কিছু ঘটল, সেসব নিয়েও একটা ব্লগ লেখা যেতে পারে । ভাল জিনিস মনে করিয়ে দিয়েছেন
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
লিখে ফেলেন জলদি
মিথ্যা বলা মহা পাপ । যেই লেখা গুলো বের হয় আপনার হাত দিয়ে সেগুলো কি এমনি এমনি আসে ? ধৈর্য্য এবং যন্ত নিয়ে লেখেন স্পষ্টই বুঝা যায় ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
তাই নাকি! সত্যি বলতে কী, সব লেখাই খুব তাড়াহুড়াতে পোস্ট করি, আর পরে মনে হয় এইভাবে না লিখে ওইভাবে লিখলে হয়ত ভাল হইত। অনেক দেরিতে লিখি, এইটা ঠিক, কারণ লিখতে পারি না, লেখা বাইর হয় না। তবে কিছু একটা লিখলে সাথে সাথে পোস্ট না করলে শান্তি লাগে না, ধৈর্য ধরার টাইম নাই
তাড়াতাড়ি পোস্টানোর ব্যাপারে সবজান্তারও নাকি অনেকটা একই অবস্থা
আপনেরা সবাই গুণী লোক। আমি সেই সাদা-কালো মনিটরের যুগে, ডস প্রমপ্টে বইসা
"Press ANY key to continue..." দেইখা সারা কী-বোর্ডে যখন ANY key খুঁইজা পাইলাম না তখনই ক্ষ্যান্ত দিছি।
চাইলে এখন আবার শুরু করতে পারেন । It is never too late to start something
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
জটিল মন্তব্য মাল্যবান
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এইটা খুব মজার৷ আমার প্রথম প্রোগ্রাম COBOL এ৷ নিজের লেখার আর অন্যের প্রথম লিখতে দেখার বেশ কিছু গল্প আছে আমার স্টকে৷ দাঁড়ান সময় করে লিখে দেব৷
-----------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
দাঁড়িয়ে থাকা লাগবে ? বসে বসে অপেক্ষা করি ? বেশিদিন অপেক্ষায় রাইখেন না কিন্তু ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধ্যাত্তেরি! ২ বার এসে গেল৷ একটা মুছে দেবেন প্লীজ৷
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
qbasic দিয়া মনে হয় লিক্সিলাম hello world
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
বাহ ! আপনি দেখি প্রথম চেষ্টাতেই সফল
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কিউবেসিকে লিখেছিলাম প্রথম প্রোগ্রাম। হে্লো ওয়ার্ল্ড । প্রতি লাইনএ কম্পিউটারকে একটা করে কাজ করতে বলা হয়। এটা বোঝার পরে মজা পেয়ে গেলাম।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ঐ মজাটাই আসলে খারাপ । যারা এই মজাটা পায়, তাদের চোখ নষ্ট হয়, পেটে ভুড়ি জমে আরো অনেক কিছু হয় ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সব কিছু সবার জন্য না। আমার এখানে প্রবেশাধিকার নাই।
...........................
Every Picture Tells a Story
ঘরে ঢুকে বলছেন, "may i come in ?"
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ক্যান যে ঢুকি এইসব পোস্টে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মন্তব্য দেয়ার জন্য
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মজার পোস্ট। কিন্তু শেষে এসে আবার আমাদের অভিজ্ঞতা জানতে চাওয়া কেন? আমি তো আমারটা ভুলে গেছি। কারণ আমি পুরোদস্তুর প্রোগ্রামার না। তাই আমার প্রথম প্রোগামিং করাটাও স্মরণীয় কিছু না।
তবে কি অবিস্মরনীয় ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নতুন মন্তব্য করুন