স্টিকার সংক্রান্ত আগের পোস্টে বলেছিলাম নতুন প্রায় পাঁচ হাজার স্টিকার হাতে এসেছে । নতুন স্টিকার গুলো নিয়ে কি করা যেতে পারে তাই নিয়ে সবার সাথে আলোচনা করতে চেয়েছিলাম সেই পোস্টে । আলোচনায় অংশ নিয়ে এবং পরামর্শ দিয়েছেন যারা সবাইকে ধন্যবাদ জানাই ।
কালকে আমি সিলেট যাচ্ছি প্রায় হাজারখানেক স্টিকার নিয়ে । সিলেটে কোথায় কখন থাকব, কিভাবে যাব ইত্যাদি বেশি কথা না বলি, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট । নিচের ছবিগুলো দেখুন । ছবির উপর ক্লিক করলে ছবি বড় হবে ।
স্টিকার নিতে আগ্রহী সিলেটবাসী সচল, অতিথি এবং ব্লগ পাঠকেরা যোগাযোগ করতে পারেন ০১৭১৭-৫৭৭-১৩২ নম্বরে ।
মন্তব্য
আপনি যেখানে থাকবেন , তাঁর উত্তরদিকের ভবনে উঠে জোরে ঢিল ছুড়লে যে বাড়িতে পড়বে , ওটাই নজমুল আলবাবের বাড়ি ।
ঠিকানা দেয়ার জন্য ধন্যবাদ । যদি একান্তই সময় করে নাজমুল ভাইয়ের বাড়ি যেতে না পারি, এক বান্ডিল স্টিকার ছুঁড়ে মারতে পারব
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আপনে প্রশ্নকর্তা নাকি?
--------
উদ্ভ্রান্ত পথিক
না এবার প্রশ্নকর্তা ছিলাম না, তবে অন্য প্রতিযোগীতার বিচারকের কাজ করেছি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কদু ভাই, এখনো কি বাষ্পইঞ্জিনচালিত ট্রেন চলে বাংলাদেশে?
নাকি আপনার ট্রেনে আগুন লাগসে?
রূপে আমার আগুন জ্বলে
এইটা কার্টুনের ট্রেন । বুঝে নিতে হবে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
" বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট "
"কুবুদ্ধিমানের সামনে ইশারা করাও হারাম " ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমি (কু)বুদ্ধিমান না, আমি বোকা। বোকার জন্য কিছু কন নাই। ভালৈছে।
কুদ্ধিমান!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
শুঁড় ওয়ালা বুদ্ধিমান ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এরপর সিলেট গিয়ে জোরে ঢিল মারতে হবে। টিনের চাল আছে?
আমারো সিলেট যেতে মন চায়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আরে কান্নাকাটি করেন কেন ? সিলেট যাওয়া খুব সোজা । ঢাকা থেকে ট্রেনে উঠবেন সকালে, দুপুরেই সিলেট ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আরো আগে কইলে আমি হয়তো একটা টেরাই দিতাম রে... কপালে নাই। কী আর করা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ঠিকাছে, এরপর কোথাও যাওয়া হলে তোকে খবর দিব । সময় সুযোগ পাইলে আসিস ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভাইডু, চিৎকার দিয়েন পৗছাইয়া।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার অভ্যর্থণাটা খুব ভাল হয়েছিল । এই ব্যপারে পরে এক সময় বিস্তারিত লেখা হবে । আপাতত ধন্যবাদ দিয়ে যাই ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
তোমাদের সাথে গেলে ভালো হইতো!
ক্যান যে প্রবলেম সেটিং করিনা (
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
তাইলে আবজাব কেডা লিখব
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সিলেট যাইতাম মন চায়।
চলেন যাই ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমিো যেতে চাই সিলেট।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ঠিকাছে চলেন ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
একবার শ্রীমঙ্গল, আরেকবার সিলেট...এতো সুখ আসে কোথা থেকে??
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আসে আসে, সুখাইতে জানলে এর থেকেও বেশি বেশি সুখ আসে । তবে আপনি আবার নদীর এই পাড় ঐপাড়ের ঘাপলায় পইড়েননা, সাবধান ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আহারে, আমিও যদি সিলেট যাইতে পারতাম...!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আরে কি অবস্থা ! সবাই খালি বলে যাইতে চাই । চলেন সবাই মিলে ট্রেনের একটা কোচ পুরা দখল করে ফেলি । তারপর আড্ডাইতে আড্ডাইতে চলে যাব ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কার্টুন ট্রেন হৈলে কী হৈবো?! কী ডিটেইল! ভিত্রে এনকিদু-রে পর্যন্ত দেখা যাইতেছে।
অল দ্য বেস্ট এনকিদু, ফর দ্য মিশন সিলেট স্টিকি।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ধন্যবাদ সাইফুল ভাই । তবে আমি সিলেটে স্টিকার গুলো রেখে এসেই দায় সারছি । এর পর সব কিছু নাজমুল আলবাবের হাতে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক করছেন ভাই।
এল্লেইগ্যাই তো কই তরুণ!
আমি দ্যাহেন না একত্রিশ বছরেই একাশি'র মতো বুড়া হৈয়া গ্যাছি! খালি বাহবা দেই পিছে থেইক্যা, নিজে কিছু করি না!
আনকন্ডিশনাল স্যাল্যুট জানাই, এইসব ভালো কাজের সাথে সক্রিয়ভাবে জড়িত সবাইকেই।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন