কংক্রিট ম্যাথ কোর্স

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: মঙ্গল, ০২/০৬/২০০৯ - ২:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একদা আমি সাগ্রহে কংক্রিট ম্যাথের একখানা কোর্স লইয়াছিলাম ।

অবশ্য চাইলেও জিনিসটা এড়িয়ে যেতে পারতামনা, তখনো আমাদের অপশন দেয়া শুরু হয়নি । ডিপার্টমেন্ট যেসব কোর্স দিচ্ছে, সবাইকে সবগুলোই নিতে হয় । ক্লাস শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরেই ক্লাসের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠতে শুরু করেদিল । এই জিনিস মানুষের পক্ষে পড়া সম্ভব না । নামে কংক্রিট হলে কি হবে, এই কোর্সে যেসমস্ত কথা বার্তা বলে তার সবই আমাদের কাছে অ্যাবস্ট্রাক্টের বাপ বলে মনে হয় । একদল লোক গোল হয়ে দাঁড়িয়ে একজন আরেকজনকে খুন করে ( জোসেফাস ), এক লোকের কবরের উপর এপিটাফে লেখা জীবনের কত বছর ধরে কী কী আকাম কুকাম করেছে ( ডায়াফোন্টাইন ), আরো একদল আছে তারা পার্টিতে গিয়ে টুপি ছুঁড়ে মারে - এরকম সব জিনিস, আপাতঃদৃষ্টিতে নিরীহ বিষয় । কিন্তু তার মধ্যে যখন গানিতিক সম্পর্ক খুঁজতে শুরু করে তখনই কলজের পানি শুকিয়ে যায় । মাঝে মাঝে মনে হয় আমি নিজে জোসেফাসের বৃত্তে দাঁড়িয়ে মরে গেলে ভাল হত ।

তারপরেও সেই ভয়ানক কোর্সটাকে কেন্দ্র করে অনেক মজার ঘটনা ঘটেছিল । তার কয়েকটি এখন মনে পড়েছে, এখানে লিখলাম ।

শূন্য
----

যাহোক, খুব আগ্রহ করে কংক্রিট ম্যাথের কোর্স নিলাম, তারপর জানতে পারলাম ডক্টর কায়কোবাদ এই কোর্স পড়াবেন আমাদেরকে । আমি তো আরো খুশি । আগে বলেছি, ক্লাস শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সবারই অবস্থা সংকটাপন্ন । এরকম অবস্থায় আমাদের আমাদের উৎসাহ বাড়ানর জন্য কায়কোবাদ স্যার বিভিন্ন রকম কথা বার্তা বলেন বা কাজ কর্ম করেন, সেগুলো হয় একটা আরেকটার থেকে বেশি আজব ।

একবার হঠাৎ করে একজন কে জিজ্ঞেস করলেন, "অ্যাই, তুমি এ সি এম কর ? "
এ সি এম করা বলতে স্যার এখানে ' এ সি এম আই সি পি সি ' এর কথা বুঝিয়েছেন । আমাদের বুয়েটে চলিত ভাষায় এটাকে এ সি এম ডাকা হয় । আর যারা জানেন না, তাদের জন্য সংক্ষেপে বলে রাখি, এ সি এ আই সি পি সি হল একটা বেশ নামকরা প্রোগ্রামিং প্রতিযোগীতা । মেয়েটা না সূচক মাথা নাড়ল ।

- তুমি তাহলে কয়বার ওয়ার্ল্ড ফাইনালে গিয়েছ ?

যে এ সি এম করেনা তার তো ওয়ার্ল্ড ফাইনালেই যাওয়ার কথা না । ওয়ার্ল্ড ফাইনাল মানে আই সি পি সি এর সর্বোচ্চ আসর, ফুটবল বা ক্রিকেটের বিশ্বকাপ যেমন সেরকম আর কি । মেয়েটা কী উত্তর দিবে বুঝতে না পেরে আবারো না সূচক মাথা নাড়ল ।

- তার মানে তুমি শুন্য বার ওয়ার্ল্ড ফাইনালে গিয়েছ । অনেক সিরিজের শুরুতে কিন্ত শুন্য থাকে । তার মানে তুমি এখনো প্রথম পদেই অবস্থান করছ ।

কার কাছে ব্যাপারটা কেমন লেগেছিল জানিনা, আমার কাছে স্যারের এই কথাটা একটা জেন গল্পের মতই অর্থবহ মনে হয়েছিল । অনেক বড় বড় গানিতিক সিরেজের প্রথম পদটা শুন্যই হয় ।

ফ্লোর, সিলিং আর বিল্ডিং
-----------------------

ক্লাসটেস্ট ছিল পরের দিন, আমি রাতে বাড়ি ফিরে হাল্কা লেখা পড়া করছিলাম । হাল্কা লেখাপড়া মানে গভীর রাতে পড়া আর কি । অগভীর রাত গুলো লেখাপড়া ছাড়া অন্যান্য কাজে ব্যায় হত তখন ।

আমার মা জিজ্ঞেন করলেন, "কী পড় ?"

আমি ভদ্র মানুষের মত বইয়ের মলাট দেখিয়ে বল্লাম, "Concrete Math"

-"ঐ যে যেটা দিয়ে বিল্ডিং বানায় ?"

-"না, এটা সেই Concrete না, এটা হল Abstract এর উল্টা Concrete"

এই কথা বলতে বলতে আমি আবার বই খুলে ফেলেছি । বইয়ের ভিতরের লেখা গুলো কিছুক্ষন দেখে মা আবার বল্লেন, "কিন্তু এখানে তো দেখি Floor আর Ceiling এর কথা লেখা !"

পার্টিতে টুপি ছুঁড়ে মারুন
------------------------

মিড টার্মের ছুটির পর শুরু হল প্রোবাবিলিটি মডেল । পড়তে গিয়ে প্রথম অধ্যয়ই একদল উচ্ছৃঙ্খল লোকের পার্টিতে গিয়ে টুপি খুলে ছুঁড়ে মারার প্রসঙ্গ আসল । এরপর আবার ঐ অদ্ভূত লোকেরা তাদের নিজ নিজ টুপি খুঁজে বের করার চেষ্টা করে । কিভাবে যেন সেই অধ্যয়টা পড়তে পড়তে একসময় ব্যাপার গুলো বুঝে ফেললাম । আমার ধারনা ছিল, এই ঘটনাটা একটা বিশেষ উদাহরন মাত্র, একবার বুঝে নিলেই হবে বার বার জ্বালতন করবে না ।

পরের অধ্যয়ে আবার সেই লোক গুলো হাজির । এবার তারা জানতে চায় এত জন লোক যদি পার্টিতে থাকে, তাহলে সবাই টুপি ছুঁড়ে মারার পর গড়ে কতজন লোক নিজের নিজের টুপি খুঁজে পাবে । এরকম চলতেই থাকে, প্রত্যেক অধ্যয়েই এই লোকগুলো পার্টিতে যায়, সবাই একযোগে আকাশের দিকে তাদের টুপি ছুঁড়ে মারে । তারপর মেঝেতে পড়ে থাকা টুপির মধ্যে থেকে নিজেরটা খুঁজে বের করার সম্ভাবনা, গড়ে কয়জন নিজেরটা পাবে অথবা নিজেরটা খুঁজে না পাওয়া পর্যন্ত গড়ে কয়বার টুপি বদলাতে হবে এরকম কিছু একটা হিসাব করে ।

কয়েক অধ্যয় ধরে এইসব পড়া পর মনে হতে থাকে, এই যদি পার্টিতে অংশ নেয়ার নিয়ম হয়, "তাইলে হালার পার্টিতেই যামু না !" অথবা যেই পার্টিতে টুপি ওয়ালা লোকেরা যায়না সেই পার্টিতে যেতে পারি । এরকম একটা ভাল পার্টির উদাহরনও ছিল । একদল লোক পার্টিতে গেল, তাদের মধ্যে বেশ কয়েকটি জুটি ও ছিল । সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে, শুধুমাত্র নিজের স্বামী বা স্ত্রী বাদে । তাহলে কতবার শুভেচ্ছা বিনিময় হবে ? তবে এই উদাহরনটা প্রোবাবিলিটি মডেলে ছিলনা ।

টুপি ছাড়া কবিতা
----------------

একদিন নেটে ঘাঁটাঘাঁটি করতে করতে এই কবিতাটা পেয়ে গেলাম ।

প্রথমে Geek ভাষায় :

^<@<.@*
}"_# |
-@$&/_%
!( @|=>
;`+$?^?
,#"~|)^G

এবার ইংরেজি ভাষায় :

hat less at less point at star
backbrace double base pound space bar
dash at cash and slash base rate
wow open tab at bar is great
semi backquote plus cash huh DEL
comma pound double tilde bar close BEL

তৃতীয় ক্লাসটেস্ট
---------------

তৃতীয় ক্লাসটেস্টটা ছিল কমিনেটরিক্সের উপর । বিশাল তার সিলেবাস, কয়েকশ পাতা । আমি বই পত্র নেড়েচেড়ে দেখলাম এক রাতের মধ্যে সেগুলো পড়ে শেষ করতে পারবনা । তার চেয়ে বরং প্রথম চার পাঁচ পাতায় যা আছে, বিন্যাস সমাবেশের সূত্র গুলো দেখে শুনে রেখে দিই । পরের দিন সকালে ক্লাসে দেখি পোলাপান সব জান বাজি রেখে কমিনেটরিয়াল সাম পড়ছে । ঐটা আবার কী, সিলেবাসে ছিল নাকি ? খোঁজ নিয়ে জাততে পারলাম ছয় নং পাতা থেকেই ঐ জিনিস শুরু । তাহলে আর কি, আমি ঐ জিনিস পারিনা । যা পারি তাই দিয়েই পরীক্ষা দিব । আর না পারলে পাশে মামা ( আমার এক বন্ধু ছিল, তাকে আমরা মামা ডাকতাম ) তো আছেই ।

পরীক্ষা শুরুর পর দেখা গেল স্যার প্রশ্ন করেছেন প্রায় সবই প্রথম চার পাতা থেকে । একটা প্রশ্ন মাত্র কম্বিনেটরিয়াল সামের । আমি মনের সুখে পরীক্ষা দিলাম । যেই মামার কাছে থেকে দেখা দেখি করব ভেবে রেখেছিলাম, উলটা আমিই তাকে ব্যপক দেখিয়ে দিলাম ।


মন্তব্য

রেনেট এর ছবি

আমি কইলাম বুয়েটে ভর্তি পরীক্ষা দিসিলাম হেহে

কংক্রিট ম্যাথের একটা কোর্স এখানে চালু করা যায় না? যারা বুয়েটে পড়িনাই, তারা টুপির হিসাবটা একটু শিখতাম
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

আপনি যে কত বড় ভাগ্যবান বুয়েটে পড়া লাগে নাই, আপনি জানেন ?

ঐ টুপির অংকের কথা মুখেও আইনেন না রে ভাই । ভয়ানক জিনিস একটা । তবুও আপনি যদি একান্তই জানতে চান, সেলডন এম রস এর লেখা প্রোবাবিলিটি মডেল বইটা খুঁজে দেখতে পারেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কনক্রিট ম্যাথের সিলেবাস কী ছিল? মানে কন্টেন্ট কি কি ছিল? রসের বইটা কি এই কোর্সের অংশবিশেষ?

অতিথি লেখক এর ছবি

কনক্রিট ম্যাথ আমরা ডাকি। কোর্সটার নাম আসলেঃ
Mathematical Analysis for Computer Science
প্রথম সাত সপ্তাহ পড়ানো হয়ঃ কনক্রিট ম্যাথ বইটা ( এই বইয়ের বিভিন্ন জায়গা থেকে স্যার পড়ায় যান আমরা হা করে তাকায় থাকি )। এই বইয়ের সাথে আর্ট অফ প্রোগ্রামিং বইটারও অংশ বিশেষ পড়ানো হয়ে থাকে (সেই বই আরও ভয়ংকর মন খারাপ )
পরের সাত সপ্তাহে থাকে প্রবাবিলিটি। আমাদের সেলডন এম রসের প্রবাবিলিটি মডেলস বইটা থেকে স্যার পড়াচ্ছেন।
কোর্সটির সিলেবাস

------------------
উদ্ভ্রান্ত পথিক

এনকিদু এর ছবি

কানুথের লেখা কনক্রিট ম্যাথমেটিক্স আর রসের লেখা প্রোবাবিলিটি মডেল এই দুইটা পাঠ্যপুস্তক । কনক্রিট ম্যাথ আর প্রোবাবিলিটি মডেল মিলে একটা কোর্স । একটা গালভরা নাম ছিল, তবু আমরা কংক্রিট নামেই ডাকতাম । নিক নেম আর কি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

আমাদেরতো মাসুদ স্যার কয়েকদিন ধরে ১বছরের বছরের বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতেছে!
প্রবাবিলিটি শুরু করার সময় স্যার বলেছিলেন এইটা কনক্রিট ম্যাথের চেয়ে একটু কঠিন!! কিন্তু কনক্রিট ম্যাথ কোনদিক দিয়ে শুরু হল আর শেষ হইলো এইটাইতো বুঝলাম না মন খারাপ
----------
উদ্ভ্রান্ত পথিক

এনকিদু এর ছবি

এখনো তো সেমিস্টার শেষ হলনা, এখনি শুরু শেষ সব বুঝে ফেলতে চাও ? নিজেকে সুমন কুমার নাথ ভাব ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

স্যার প্রায়ই ওনার ব্যাচের বিভিন্ন বস মানুষের গল্প বলেন। তারা কিভাবে ৩ঘন্টার পরীক্ষা ২ঘন্টায় শেষ করতো!! সুমন কুমার নাথও এদের মধ্যে অন্তর্গত দেঁতো হাসি
------------------------------
উদ্ভ্রান্ত পথিক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাসুদ ভাইয়ের খবর কী? ভালো নিশ্চই।

কীর্তিনাশা এর ছবি

টুপি ছাড়া কবিতাটা জব্বর লাগলো

আর আপনার পোস্ট পইড়া যেইটা বুঝলাম তা হইলো - কন্ক্রিট ম্যাথ করার চাইতে কন্ক্রিট দিয়া বাড়ি বানানো অনেক সুজা হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

হ অনেক সুজা ।
ফ্লোর বানাবেন, সিলিং বানাবেন, তারপর ওয়াল দিবেন । তিনটারই গানিতিক ব্যাখ্যা আছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

স্যার আমাদের ফ্লোর, সিলিং এর উপরে সত্য মিথ্যা ক্লাস টেস্ট নিয়েছিলেন। প্রশ্ন দেখে ফ্লোরকে সিলিং আর সিলিংরে ফ্লোর বানায় আসছি খাইছে

------------------
উদ্ভ্রান্ত পথিক

এনকিদু এর ছবি

ভাগ্যিস ওয়াল ফাংশন পাও নাই । ওয়াল পাইলে কি করতা, উইন্ডো বানাইতা ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

আরে আমিতো ফ্লোর সিলিং -এ বাউন্স খাইছি! ওয়াল পাইলে উইন্ডো বানায় পাশের জনেরটা দেখতাম খাইছে
---------------------------
উদ্ভ্রান্ত পথিক

পান্থ রহমান রেজা এর ছবি

মজার গণিত বইল্যা একটা বই কিনছিলাম নীলক্ষেত থাইক্যা। রাশিয়ান লেখক। সেখানেও কিছু মজার বিষয়-আশয় লইয়া পড়ছিলাম। স্মরণশক্তি শূণ্যের কোঠায় বলে কিচ্ছু মনে নাই। তয় কিছু কিছু অংকে যে ব্যাপক মজা পাইছিলাম পষ্ট মনে পড়তেছে। দেঁতো হাসি

এনকিদু এর ছবি

হ্যাঁ রাশিয়ান এই বইগুলোতে খুব মজার মজার জিনিস থাকত । অনেক আগে বের হত বই গুলো । এখন খুঁজে খুঁজে বিশ ত্রিশ বছরের পুরান কপি একটা দুইটা পাওয়া যায় ফুটপাথে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অঞ্কের মত অঙ্কসাহিত্যেও আমার অরুচি।

এনকিদু এর ছবি

উহা অঙ্ক নয়, গিক সাহিত্য ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

পরিসংখ্যান আমার খুবই পছন্দের বিষয় ছিল। মজাও পাইতাম খুব। আর কলেজে এই পরিসংখ্যান ক্লাস করতে যেয়েই দারুণ অভিজ্ঞতা হয়েছিল।

কবিতাটা দারুণ লাগল। চ্রম উত্তরাধুনিক।

'রাশু' শেষ হবে না?

এনকিদু এর ছবি

উত্তরাধুনিক নয়, উহা গিক সাহিত্য ।

রাশুর কয়েক খণ্ড করার ইচ্ছা পোষণ করি । পরের খণ্ড আসছে, আর একটু অপেক্ষা করেন । তবে পরের খণ্ডে বেশ হতাশ হবেন, সাবধান করে রাখলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

উচ্চমাধ্যমিকে আমারও পরিসংখ্যান ছিলো। মজাই লাগতো সম্ভাবনা করতে ভাবলাম এই প্রবাবিলিটি করতে ভালই লাগবে। কিন্ত দেখি উচ্চমাধ্যমিকের বিষয় বস্তু প্রথম সপ্তাহে স্যার শেষ করে দিলেন :-|
----------------------------
উদ্ভ্রান্ত পথিক

এনকিদু এর ছবি

বিভিন্ন রকম প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাদের এক্সপেক্টেশন এসব পড়েছ ? ওগুলা তিন সেমিস্টার ধরে কাজে লাগবে । আর বলা যায়না, আজীবনও কাজে লেগে যেতে পারে । নির্ভর করবে বুয়েটের পর কী করছ তার উপর ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

কদু ভাইয়ের কপাল দেখি বিশাল সুপ্রশন্ন ছিল সেদিন। মাত্র চার পাতা পড়েই কেল্লা ফতে করে ফেলেছিলেন দেখি। সবগুলা অংশই জোস লাগসে। কংক্রিট করতে হয়নাই বইলা এই বস্তু চিনিনা ভাল করে।
---------------------------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

আরে ভাই, পুরা সিলেবাস পড়ে মাত্র দুই তিন পেয়েছি - এমন ক্লাসটেস্টও দিয়েছি এই কংক্রিট কোর্সে । প্রথম ক্লাসটেস্টে স্যার প্রশ্ন করলেন, জোসেফাসের বৃত্তে দাঁড়ান n জন লোকের মধ্যে থেকে pan ultimate survivor কে ? আমি খেয়াল করিনাই, ultimate survivor কে হিসাব করে খুঁজে বের করেছি । তার পর তো যথারীতি সিরিজের প্রথম পদ, মানে শুন্য ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

অন্যভাবে চিন্তা করে দেখুন তবে... প্রথম পদটা কিন্তু খারাপ না। যেরকম সিরিজই হোকনা কেন। প্রথম পদ বলে কথা !!!
----------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

ফ্লোর-সিলিং টা পড়ে মজা পেলাম। কংক্রিট ম্যাথ আমার প্রিয় সাবজেক্ট ছিলো। এখনো আছে। জেন গল্পটা ভাবাচ্ছে। চিন্তিত

লেখা স্টার্ট করলা মনে হয় আবার?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

ভাইয়া আপনের কথা শুনে আমি ভয় পাইলাম!!
--------------------
উদ্ভ্রান্ত পথিক

এনকিদু এর ছবি

আমারো প্রিয় জিনিস ছিল বিষয়টা । আমি অনেক খুঁজে খুঁজে একটা আসল বইও কিনেছিলাম, ফটোকপি না । কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও বইটা পড়েছি কয়েকবার । বিশেষ করে যেই অংশ গুলো সিলেবাসে ছিলনা । যত মজা সব সিলেবাসের বাইরে । ডমিনো থিওরেম পড়েছেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

নাহ, স্টার্ট ঠিক না । চলতেছে চলবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মূলত পাঠক এর ছবি

ভালা পাইলাম হাসি

ভাগ্যে এই মাল গিলতে হয় নাই!

এনকিদু এর ছবি

হ, বাঁইচা গেছেন । এই মাল গিলতে কষ্ট, পরে যখন বাইর হয় তখনো কষ্ট । কেউ কেউ পারভার্ট আছে, কষ্ট পেতে ভালবাসে তা বার বার কনক্রিটের কাছেই ছুটে আসে ( বাচ্চুর সুরে ) ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফ এর ছবি

যেই মামার কাছে থেকে দেখা দেখি করব ভেবে রেখেছিলাম, উলটা আমিই তাকে ব্যপক দেখিয়ে দিলাম ।

অতীতের ক্লাস টেষ্টের কথা মনে পইড়া গেল আপনার লেখা পড়তে গিয়া, আমি যার পাশে বইসা লেখতাম , দেখা গেল, সে পাস করতেসে, আর আমি ফেইল করতেসি, তার রোল আগে থাকায়, আমার টাকে নকল ধইরা নেয়া হইত মন খারাপ

এনকিদু এর ছবি

পরীক্ষায় দেখাদেখি করাও একটা আর্ট । আমি এইটা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম স্কুলের এক ক্লাস টেস্টে । আমি একজনের দেখাদেখি করে লিখলাম । সেই বেচারা পেল বিশে পনের । আমি পেলান বিশে আঠার । আমি ওরটা দেখে তার মধ্যে আবার আমার নিজের কিছু মাল-মশলা যোগ করেছিলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লীন এর ছবি

গণকযন্ত্রের প্রকৌশলী না হইয়া ভালোই করিয়াছি বোধ হইতেছে।
বুয়েটে এমন অভিজ্ঞতার অভাব নাই। তবে লেখার উপস্থাপনা চমৎকার হইয়াছে।

______________________________________
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়

______________________________________
লীন

রেজওয়ান এর ছবি

২-২ তে আছি। আমাদের কপালেও দুঃখ আসিতেসে মনে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।