একটুকরো সচলাড্ডার কিছু ছবি

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ২০/০৭/২০০৯ - ১০:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম দেখেই বুঝে ফেলার কথা, তাও যদি না বুঝে থাকেন তাহলে ছবি গুলো দেখেন ।
auto
(১) আমি আর তারেক আড্ডাইতে যাই । নীলক্ষেতে একটা মিশন চালিয়েছিলাম ফুটপাথে পুরান বইয়ের দোকানে । বলেন তো আমাদের মধ্যে কে সফল হল ?

auto
(২)ওয়াক থু, এগুলা লোকে পয়সা দিয়ে কিনে খায় ! প্লেটের পানিতে যেই প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেটা তারেকের মাথা ।

auto
(৩) এইটা মনে হয় আর ভাইঙ্গা বলার দরকার নাই কোন ।

auto
(৪)মাশরুম ভাজা খেতে মজা ...

auto
(৫)সাদা বেনসন টানতে টানতে পেটে (নাকি ফুসফুস) চর পড়ে গেল, পাইপ টেনে দেখি কেমন লাগে ।

auto
(৬) ক্যাপশন কী দিব বুঝতে পারছিনা, তবে হাসিটা সুন্দর হয়েছে ।

auto
(৭)আকাশে আগুন লেগেছে, আড্ডা শেষ করে সবাই বাড়ি চলে গেল ।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

(১) তারেক সফল। আপনারে ডাকু ডাকু লাগতেছে।
(২) আপনার আঁকা অংশটা মজা লাগল।

এই ক'টা ছবিতে মন ভরল না। আরো ছবি আশা করছিলাম।
আপনাদের কার কার পেট খারাপ হলো বলেন দেখি এবার।

এনকিদু এর ছবি

আপনি না থাকলে আসলে খুবে একটা ছবি তুলা হয়না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফ তাহসিন এর ছবি

ব্যাপক মজা পাইলাম

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এনকিদু এর ছবি

বেশ দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দুষ্ট বালিকা এর ছবি

কার কার পেট খারাপ হইসে? চিন্তিত

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

এনকিদু এর ছবি

যারা আড্ডায় আসেনি তাদের । যেমন, দুষ্ট বালিকা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

কইলো ছবির হাট, আর বইছে গিয়া সব জঙ্গলে !

খাইতেই যদি হয়, তো জঙ্গলে ক্যান্ ! মাজেজা বুঝলাম না !

একটা ভদ্র ঘরের ছেলেও আছে দেখতেছি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

ছবির হাট একটা ভ্রান্ত ধারমা ।
বস্তুত ঐখানে জঙ্গল ছাড়া কিছু নাই ।
জংগলের ফাঁকে ফাঁকে ভাজে ব্যাঙ্গের ছাতা ।
ভদ্র অভদ্র সবাই করে খাই খাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

একটা ভদ্র ঘরের ছেলেও আছে দেখতেছি !

তিনি কোনটা ???

চপ খাওনের আড্ডা, মাইনাস
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ঋদ্ধ [অতিথি] এর ছবি

বাহ, কত্তো মজা করে রে...
আকাশে আগুন লাগা ছবিটা ভালো লাগলো

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

মিস করছি। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

আপনি আর কিছু কইয়েন না । মিসের উপরেই আছেন আপনি বহুদিন ধরে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুহান রিজওয়ান এর ছবি

এখুনো আসলে প্রাপ্তবয়স্ক হই নাই তো- ক্যামনে এই আড্ডায় যাই ?? আম্মা বকা দেবে...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

এনকিদু এর ছবি

পাব্লিকের এই এক দোষ । কী যে সব ভাবে !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পান্থ রহমান রেজা এর ছবি

তোমাদের মাশরুম আড্ডা আবার কবে হবে! দেঁতো হাসি

এনকিদু এর ছবি

আবার যেদিন আপনার টাকার বটুয়াতে আগুন ধরবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আবু রেজা এর ছবি

আড্ডাটা মনে হয় ফাটাফাটি হইছে।
ছবি দেখে বহুত মজা পাইলাম।
খবর পাইনা কেন?
আমারে কি আপনারা ভুলে গেছেন?
ফোন : ০১৭১৫ ৫০৯৪৬০
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

বিপ্রতীপ এর ছবি

শেষের ছবিটা ভয়াবহ সুন্দর চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

এনকিদু এর ছবি

এইটা কিছুই হয়নাই । বড় camera দিয়ে ছবি তুলেছেন বড় ফটোগ্রআফার । সেই ছবি দেখলে বুঝতেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বেশ চলুক

বিপ্লব রহমান এর ছবি

শেষেরটা বাদে সব ক'টি ছবিতে বিশাল মাইনাস। আমার ফটুক কই? ওঁয়া ওঁয়া


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এনকিদু এর ছবি

আসিতেছে


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

মিশনে মনে হইতেসে তারেক ভাই সফল হইসে কারণ উনি বইটা পড়তে পড়তে যাইতেসেন, আর আপনি অকাম-কুকাম করতে করতে।

শেষের ছবিটা ভাল লাগল সবচাইতে।

@কদু ভাই, ডাকু ভাব তো অনেকদিন রাখলেন এইবার অন্য কোনও ডিজাইন লাগান চেহারায়।

এমন রঙ্গিন মাশরুম ভাজা কখনো খাইনাই। খাইতে মঞ্চায়।

ছবির মন্তব্যের ক্রম কিন্তু ভুল হয়ে গেছে। আসলে ছবি মোট সাতটা। চার আর ছয় নম্বর ছবি সবাইকে চিনতে পারলাম না।
----------------------------------------------------------------

--------------------------------------------------------

বিপ্লব রহমান এর ছবি

চার নম্বর ছবিতে নিবিড়, আহমেদুর রশিদ টুটুল ভাই ও ভাবী। ছয় নম্বর ছবিতে তারেক রহিম ও গৌতম। এইসব ছবিতে শুধু আমিই নাই! মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এনকিদু এর ছবি

আপনার ছবি দিয়েই একটা আস্ত পোস্ট দিমু, সবুর করেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

ডাকু চেহারা করেছি মানুষ চেনার জন্য । এই চেহারা দেখলে যাদের মনে পাপ তারা ডরায় । আর নিষ্পআপ মানুষ, আর ছোট শিশুরা, মজা পায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

শেষের ছবিটা দারুণ !
এতো কম ছবি... মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রানা মেহের এর ছবি

এনকিদুর ছবিটা জোস

অমিতের প্রচুর কারেন্ট হয়েছে শরীরে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মাহবুব লীলেন এর ছবি

বিপ্লব রহমানরে বন্দুকের নল দিয়া পিটাইয়া মারা উচিত
(গুলি করে মারলে বন্দুকের অপমান হবে)

দুইসপ্তা আগে আমি তারে বললাম শুক্রশনি আমি থাকব ঢাকার বাইরে
সে আড্ডা মাড্ডা আয়োজন করে আমারে শনিবারে ফোন করে বলে- আমি কই?

এনকিদু এর ছবি

আসছে শুক্রবার/শনিবার আবার হোক চোখ টিপি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

এনকিদু ভাই, সারাক্ষণ টিপাটিপি করে মাত্র এই কয়টা ছবি তুললেন চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

আমিতো ছবি তোলার যন্তর তোমার হাতে তুলে দিয়েছিলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি

এনকিদু আর শাহেনশা, তোমরা তো কাছাকাছিই থাকো। সামান্য হাঁটলেই কিন্তু আমাদের তিন কাবিলের আড্ডা হয়ে যায়।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

এনকিদু এর ছবি

বিকাল বা তার পরে বের হলে আওয়াজ দিয়েন । শাহেনশাহ ছয়টার দিকে অফিস থেকে বের হয় । আমার কোন ধরা বাঁধা সময় নাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

১। নিশ্চয়ই দু'জনই! (বড়জোর একটু কমবেশি হতে পারে সেই সফলতায়।)

২। প্লেটের আয়নায় তারেকের মুখ-টাই নিশ্চয়ই তারেকের জীবনের সবচে' শিল্পবিমূর্ত ছবি হৈছে! দেঁতো হাসি

৩। না, একটু বলেন না ভাইঙ্গা! শুনি তবু আরেকটু! চোখ টিপি

৪। ভাবী কী বিরক্ত টুটুল ভাইয়ের এই খাওয়াখাওন্তি-তে!

৫। কালু পাইপ কি সাদা ব্যানসনের চায়া ভালু?! খাইছে

৬। এইটাই তো গৌতমদা'র ট্রেডমার্ক হাসি! বা সিগনেচার!

৭। হ, আগুন লাগলে - তাও আবার আকাশে - তখন কি আর বাইরে থাকন ভালো?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রেনেট এর ছবি

ছবির মধ্যে আপনার কারিগরীগুলি মজা লাগে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।