• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

পৌরাণিক মাশ্রুম নামা ১

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: রবি, ২৩/০৮/২০০৯ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং আমাদের কয়েকজনের একটা নিয়মিত আড্ডা দাঁড়িয়েছে । স্থান শাহবাগ, সময় বিকাল । শুরু হয় শুদ্ধস্বরে টুটুল ভাইয়ের ঘরে, সূর্যাস্তের পর আজিজ থেকে নিচে নেমে এসে মাশরুম চপ খাওয়া হয়, তারপর আজিজের আরেক পাশে রাস্তার মোড়ে চায়ের টঙ্গে বসে বেশ কয়েক দফা চা-সিগারেট সেই সাথে তামাম দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে আলোচনা । এই আড্ডার বিচ্ছিন্ন সব ঘটনা আর দূর্ঘটনা নিয়ে এই সিরিজ ।


তারেকের মহাভারত পাঠ

তারেক নাকি আজকাল মহাভারত পড়ছে । ছোটদের মহাভারত না, বড়দেরটা । সকাল দুপুর রাত ঘরে বসে মহাভারত পড়ে আর বিকালে আড্ডায় এসে তার মহাভারত পাঠের নমুনা দেখায় । কিছুক্ষণ পর পর "অশ্লীল অশ্লীল" বলে চিৎকার করে উঠে । পরিচিত লোকজনের পৌরানিক নাম দেয়ার চেষ্টা করে । যেমন টুটুল ভাইয়ের নাম দেয়া হয়েছে ঘূর্ণনাসনঅধিষ্ঠাতাদেব

---

টুটুল ভাইয়ের পলায়ন

একদিন শাহেনশাহ'র পেটে রাক্ষস ঢুকল । যারে পামু তারে খামু অবস্থা । নেহায়েত আমরা তার আড্ডার সঙ্গী তাই আমাদেরকে ধরে খেয়ে ফেলে নাই । তার বদলে আমাদেরকে সাথে নিয়ে একের পর এক দোকানে ঢুঁ মারা শুরু করল । এক দোকানে মাশ্রুম চপ, এক দোকানে মিষ্টি, আরেক দোকানে আইস্ক্রিম ইত্যাদি ইত্যাদি । সাথে আমরাও ছিলাম, কিন্তু শাহেনশাহর মত আমরা পারি নাই । আমাদের সাথে টুটুল ভাইও ছিলেন । এক পর্যায়ে বিল দেয়ার ভয়ে তিনি আমাদের ফেলে পালিয়ে গেলেন ।

---

চপলা কন্যা

তারেকের মহাভারত পাঠের আরেক নমুনা শুনাই । একদিন বলল, পরিচিত কয়েকজন নাকি জনৈকা চপলা কন্যা সকাশে পপ্পন চিবায় । খবরটা শুনে বড়ই আমোদ পাইলাম । যাক পোলা গুলার একটা গতি হইতেছে তাইলে । এরা তাইলে এখন থেকে আমাদের প্রজন্মের পান্ডব ত্রয় । আমাদের প্রজন্মে আরো দুইটা পান্ডব পাইলে কোরাম পূর্ণ হইত, কিন্তু তা আর হইল না, আফসোস ।

---

সবজান্তার ইন্টারভিউ

সবজান্তাকে বেশ কয়েকবার মুঠোফোনে ডাকাডাকি করার পর সে আসল রাত আটটার একটু পর । পোষাকে আসাকে একেবারে ফিট-বাবু । কড়া ইস্তিরি করা ফুলশার্ট, ইস্তিরি করা কাল প্যান্টের মধ্যে ইন করে পড়া, পায়ে আবার চকচকে জুতা । জিগাইলাম কাহিনী কী ? কয় আজকে নাকি ইন্টারভিউ ছিল । ইন্টারভিউ তো রাতে হয়না, এখন কোত্থেকে আসল ? আসছে নাকি টিএসসি থেকে । এইরকম ফিট-ফাট হয়ে টিএসসি তে যাওয়া লাগে নাকি আজকাল !

তারপর এক গল্প দিল সবজান্তা । কেমন করে সেদিন সকালের দিকে তিন নম্বর মুড়ির টিন বাসে করে কিছুদূর, রিক্সায় কিছুদূর আর বাকি রাস্তা পায়ে হেঁটে ইন্টারভিউ দিতে গিয়েছিল । তারপর ইন্টারভিউ শেষে আরেকটা মুড়ির টিনে চেপে এসেছে ভার্সিটি এলাকায় । এত অভিযানেও তার জামা কাপড়ের ইস্তিরি ভাঙ্গে নাই, একটা অযাচিত ভাঁজ ও পড়ে নাই কোথাও । শালা তুই কোন লন্ড্রীতে কাপড় ইস্তিরি করিয়েছিস , তোর লন্ড্রীর ইস্তিরিওয়ালারে লাল সালাম !

---

তারেকের মহাভারত পাঠ (২)

আবারো তারেকের মহাভারত পড়ার নমুনা । গতকাল বিকালে খোমাখাতায় লিখল "মহাবাহুভীমস্কন্ধ্মহাশক্তিধর শাহেনশাহ সিমন, উড়ুক্কুযবন্নাম্নীধূমউদগাতাপৌরাণিকশ্মশ্রুধারী এঙ্কিদু ও কৃশবুদ্ধি-স্বচ্ছকাচনির্মিতচক্ষু-আবরকধারী সর্বজান্তা সকাশে ব্যাঙছত্র ভাজা খাইতে মঞ্চায় ;)"

এই ঘটনার একটু পরেই আলৌকিক ভাবে আমি আর শাহেনশাহ সেখানে উপস্থিত হই । একটু পরেই সবজান্তাও হাজির হন ।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

"মহাবাহুভীমস্কন্ধ্মহাশক্তিধর শাহেনশাহ সিমন, উড়ুক্কুযবন্নাম্নীধূমউদগাতাপৌরাণিকশ্মশ্রুধারী এঙ্কিদু ও কৃশবুদ্ধি-স্বচ্ছকাচনির্মিতচক্ষু-আবরকধারী সর্বজান্তা সকাশে ব্যাঙছত্র ভাজা খাইতে মঞ্চায় ;)"

ওরে খাইসেরে.......... (অ্যাঁ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

খাওয়ার আর কি দেখলেন, শাহেনশাহ'র সাথে তো আর ঘুরেননা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এমন আড্ডা'র কথা বলতে থাকলে শাহনামা-ও চটি সাইজের হয়ে যাবে; কলেবরে ;)

এনকিদু এর ছবি

হ, (শাহেন)শাহ নামা


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রাফি এর ছবি

ভালা সিরিজ। মজাক পাইলাম।

এনকিদু ভাই আছো কেমন??

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

এনকিদু এর ছবি

এইতো ভাই চলতেছে । মাশ্রুম চা বিড়ি এসবের উপরে আছি আর কি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

খ্যাক খ্যাক!! মজা পাইলাম!! :D


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

এনকিদু এর ছবি

ঐ মিয়া তুমি কই থাক, তোমারে তো দেখি না । ঐদিন তোমারে খুঁজতে খুঁজতে আইইউটি গেছিলাম । দেখি তুমি রুমে নাই, ইচ্ছে ঘুড়ি উড়াইতেছ বাইরে কই জানি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জি.এম.তানিম এর ছবি

খোমাখাতায় তারেকের ভাবনা দেখেছি। তারেকের থেকে সাবধানে থাকতে হবে... কী নাম দিয়ে দেয় কে জানে? (বিব্রত)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

এনকিদু এর ছবি

পাগলরে সাঁকো দেখিয়ে দিলেন আর কি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মামুন হক এর ছবি

মহাবাহুভীমস্কন্ধ্মহাশক্তিধর শাহেনশাহ সিমন, উড়ুক্কুযবন্নাম্নীধূমউদগাতাপৌরাণিকশ্মশ্রুধারী এঙ্কিদু ও কৃশবুদ্ধি-স্বচ্ছকাচনির্মিতচক্ষু-আবরকধারী সর্বজান্তা সকাশে ব্যাঙছত্র ভাজা খাইতে মঞ্চায় ;)

--ব্যাঙ ভাজা খাইছিল শেষ মেশ?

এনকিদু এর ছবি

ব্যাং নয় জনাব, ব্যাঙ্গের ছাতা । মাশ্রুম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

এই তাইলে হচ্ছে আজকাল শাহাবাগে (চিন্তিত)


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

মাশ্রুমে ভাগ বসাতে আমিও আসতাছি দাড়ান (দেঁতোহাসি)


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

হ ঠিকাছে, তাড়াতাড়ি আস । বেশিক্ষণ দাঁড়াইতে পারুমনা কিন্তু ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনারা তো 'মাশ্রুম্গ্রুপ' হয়ে গেছেন দেখা যায়। ব্যাঙের ত্রাস! আপনাদের থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে তারেকের কাছ থেকে। আগে ওর মাথা থেকে মহাভারতের ভূঁতটা নামুক :-D

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

প্রহরীর নামটা বইলেন তো এনকিদু ;)

এনকিদু এর ছবি

তারেক আসুক, সেই বলবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে !
রেগুলার পাঠক হিসেবে বুকিং দিলাম।
যা যা খাইবেন তার সুরত দেখাইয়েন। (চোখটিপি)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

এনকিদু এর ছবি

ঠিকাছে । এখন থেকে আমরা আপনার কথা মনে করে একটা মাশ্রুম বেশি খাব । স্কটরা যেরকম পুরাতন বন্ধুর কথা মনে করে এক মগ হুইস্কি বেশি খায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধবল্মুখশ্রীক্ষীণশ্মশ্রুধারীকৌশল্যক্কবিবর তারেক তাইলে ইদানিং মহাভারত পাঠ করতেছে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

আজ্ঞে হ্যাঁ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

খেকশিয়াল এর ছবি

এক্ষণে ডিস্কো হুজুর রে বৃক্ষশল্কপাশে আবদ্ধ করিয়া রাখো, হুজুর বড়ই কুপিত!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এনকিদু এর ছবি

কেন ? এখন কি হুজুরের কোপানির সময় নাকি ? বৃক্ষের লগে বাইন্ধা রাখলে কেম্নে কি ? মাটি না পাইলে তো বৃক্ষরেই কোপাইব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- আমাগো গ্রামে এক পোলা আছিলো। তাগো বাড়ির আশে পাশের সব কলা গাছের এক বিশেষ উচ্চতায়, বিশেষ রকমের ফুটা খুঁইজা পাওয়া যাইতো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

খেজুর গাছ থেকে জানতাম রস পাওয়া যায়, কলা গাছ থেকেও বুঝি রস আহরন করত সেই পোলা ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

চতুর্থ পপ্পন-পাণ্ডব হিসেবে এন্কিদু'র নাম প্রোপোজাইলাম।
আর, মহাভারত তো মহাভাবের মহা-উদয় ঘটাইতেছে দেখি!
বেশ, বেশ!
মজা হৈছে ঘটনা এবং লেখা।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

এনকিদু এর ছবি

পপ্পনের মায়েরে সালাম, আমি ঐ দলের দশমাইলের মধ্যে যামুনা । ঘিয়ে ভাজা পপ্পন হইলেও না ।

আমি পান্ডব হইতে চাইনা । তুরষ্কের সুলতান নাইলে মুঘল সম্রাট হইতে চাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

ঠিকাছে। তাইলে আপ্নের লেইগ্যা রিভাইজড অফার দেই-
আমার পরবর্তী 'আকবর' হৈবেন?! :P ;-)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

:))

এনকিদু এর ছবি

'আকবর' অথবা 'বীরবল' নামে কিবা আসে যায়,
যেই ব্যাটার হেরেম ছিল, সেই ব্যাটা হইতে মঞ্চায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

আরে ধুর, এইটার জন্য আকবর বীরবল হওয়া লাগে না কি?! আমাদের মহল্লার মনোয়ারেরই তো একটা হেরেম আছে! ;)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

এনকিদু এর ছবি

মনোয়ার মনে হয় কোন তুরষ্কের সুলতান অথবা মুঘল সম্রাটের বংশধর ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হুমমম, ওকে তো তবে মনোয়ার নয়, ইজ্জৎ সহকারে মুনওয়ার বলা উচিৎ :P

ধুসর গোধূলি এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

[ফাঁকটা পায়াই কী একটা কুত্সা রটায়া দিলো রে!
আমি কি তোর আপন ছিলাম না রে ধুগো ভাই! ;)]

:))

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তানবীরা এর ছবি

আমিও ফেসবুকে স্ট্যটাসটা দেখলাম, কিন্তু আমার নাম নাই দেইখা আর আসলাম না চপ খাইতে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আরে তনু আপা, আমার স্ট্যাটাস-টা তো দেখবেন সাথে, নাকী ;)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পড়ে ভাবতেছিলাম এটা লন্ডনী তারেকের কথা হচ্ছে কিনা; পেপারে তো তেমন কিছু পড়িনাই। পরে বুঝতে পারলাম এটা অন্য তারেক :D

নাজমুস সামস এর ছবি

রোজা কি ব্যাঙছত্র খাইতে সংযম দেখাইবে?

সবজান্তা এর ছবি

তীব্র প্রতিবাদ ! আমার শার্টের দুই জায়গায় ভাঁজ পড়সে। আর তোর লেখার মধ্যে পক্ষপাতিত্ব আছে। তুই আর সিমন ভাই দুইজনই বনানীবাসী হওয়ার কারণে তুই এইটা বেমালুম চাইপা গেলি যে, সিমন ভাই আড্ডার পর রাত সাড়ে নয়টা - পৌনে দশটার দিকে আবার টি এস সি গেলো। সেইখানে তার কোন বন্ধুর স্ত্রী নাকি অপেক্ষা করতেসে। পরে অবশ্য মিনমিনে স্বরে বললো বন্ধুও সেখানে আছে, যদিও সত্যতা যাচাই করা হয় নাই।

তারেক এখন বদ্ধ উন্মাদ। ওর জন্য লেখালেখি না করে চল একদিন ওর গায়ে পাঁচ টাকার ডাক টিকিট লাগায়া পাবনার উদ্দেশ্যে জিপিও তে পোস্ট কইরা দেই।

পুনশ্চ: মামা, নিজের কীর্তির কথা কেন লিখো না ?


অলমিতি বিস্তারেণ

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

নাহ সবজান্তা, লেজ কাটার এই ট্রিক পুরান হই গ্যাসে। নয়া কিছু আমদানী লাগবো ;)

পান্থ রহমান রেজা এর ছবি

ইদানিং তারেকের কথাবার্তা বুঝছিলাম না! এই তাহলে ঘটনা!
....................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

সুহান রিজওয়ান এর ছবি

বড় ভাইরা নিশ্চয়ই পেরাইভেট কথা আলোচনা করেন, ছুটোদের তাই ডাক দ্যান না...

ছি ছি সিমন ভাই, আপনারা এতো খ্রাপ ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ধুসর গোধূলি এর ছবি

- ঘূর্ণনাসনঅধিষ্ঠাতাদেব
এইটা পড়িয়া, আর মহামান্য টুটুল ভাইকে উক্ত ঘূর্ণনাবস্থায় কল্পনা করিয়া খেক খেক করিয়া হাসিয়া উঠিলাম। ইহা এখনো চলিতেছে। শেষ হইলে শমসের আলীর ধোপাবাড়ি আর তারেক হুজুরের ভবিষ্যতবাণী নিয়া কপচাইবো বলিয়া আশা রাখিয়া আজকের মতো অধিবেশন সমাপ্তি ঘোষণা করিলাম। খুদাপেজ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।