Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

একটা আবোল তাবোল আড্ডা হবে ১৯শে সেপ্টেম্বরে

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শনি, ১২/০৯/২০০৯ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

রোজা অথবা ভোজা যাই হোন, আগামী ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় ধানমণ্ডি ৪নং এর বাবুর্চি রেস্তোরাঁয় চলে আসুন আমাদের সাথে ইফতারী করতে । মেনু সম্পর্কে আয়োজক শাহেনশাহ কিছু একটা বলেছিলেন আমাকে, কিন্তু সেই তথ্য ভুলে বসে আছি । মেনু মনে হয় খুব একটা সুবিধার না, সুবিধার হলে আমার মনে থাকত । তবে আশে পাশের কোন একটা চেয়ারে মামুন হক নাকি থাকবেন । এনাকে কি ইফতার নাকি আড্ডা কোনটার অংশ হিসেবে ধরবেন সেটা আপনার বিষয় ।

তবে আপনি তো জানেনই, খাওয়া দাওয়া উপলক্ষ্য মাত্র, আড্ডাটাই আসল । উদ্দেশ্য বিধেয়হীন লাগাম ছেঁড়া আবোল তাবোল আড্ডা !

বিঃদ্রঃ সাথে শ্যালিকা ( এবং/অথবা বালিকা) আনলে আরো ভাল ।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

মামুন ভাইয়েরও কি শ্যালিকা দোষ আছে নাকি ! জানতাম না তো !

কী মামুন ভাই, লোকে এসব কী বলে ! তয় এনকিদু ভালো ছেলে, তার চলাফেরাতেই বুঝা যায়।

আরে ! সত্যি কি মামুন ভাই আসছেন ? প্রধান অতিথি- বিশেষ অতিথির পুরিয়া না তো ! পোলাপাইনের আবার বিশ্বাস নাই, কী বলতে কী বইলা ফালায় ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আপনেরে কিন্তুক এইবার ছাড়ন নাই চোখ টিপি

এনকিদু এর ছবি

প্রধান অতিথি- বিশেষ অতিথির পুরিয়া না তো !

এই সমস্ত আসন অলঙ্কৃত করার জন্য আপনি তো আছেনই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মামুন হক এর ছবি

হ ভাই সত্যি আসতেছি।
দেখা হবে আশা করি। শ্যালিকা বা বালিকা কিন্তু আমি চাই নাই, আমার ভাতৃবৃন্দেরা চাইছে, তাদের মুখের দিকে তাকিয়ে যা করার করেন হাসি

মুস্তাফিজ এর ছবি

মনে ব্যাথা পাইলাম থাকতে পারবোনা।
মামুন ভাই ২৭তারিখ পর্যন্ত থাকলে দেখা হবে।

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

আহ আমার দুর্ভাগ্য। আপ্নের সাথে দেখা না হওয়ার কষ্ট সহজে যাবেনা। ২৭ তারিখেই আমি ফিরে আসব।

সাইফ তাহসিন এর ছবি

মন খারাপ আবারো সচলাড্ডা মন খারাপ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মাহবুব লীলেন এর ছবি

সাম্প্রতিক সচলাড্ডাগুলার সাথে আমার কোথায় একটা খটমট লেগে যাচ্ছে বারবার

১৯ তারিখ আমি থাকতে পারি ঢাকার বাইরে

(তবে বাজেট অনুযায়ী টাকা দিযে দিলে যেখানেই থাকি ইফতার খেয়ে নেবো)

মামুন হক এর ছবি

অবশ্যই লীলেন দা। জনপ্রতি বাজেট খুবই সাস্থ্যকর , ১৯ তারিখে এসে নিয়ে যাবেন হাসি

নজমুল আলবাব এর ছবি

১৯ তারখি ঢাকার লোকজনইতো মনে হয় সময়মতো যথাস্থানে পৌছাতে হিমশিম খাবে। ঈদের বাজার বলে কথা।

শুভ কামনা থাকলো।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

স্পর্শ এর ছবি

সীট বুকিং দিলাম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুহান রিজওয়ান এর ছবি

প্রেসেন্ট প্লিস ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

গৌতম এর ছবি

আপনাদের মাইনাস। ১৮ তারিখে রাতে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এ সময় কিনা সচলাড্ডার আয়োজন! কইষ্যা মাইনাস। চরম হিঙসা।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

আশা করি থাকবো হাসি

---------------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

দুষ্ট বালিকা এর ছবি

মজাতো! বালিকা তাহলে কাহাকে আনিবে?

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সবজান্তা এর ছবি

আরেকটা (কিংবা সম্ভব হলে আরো বেশি) বালিকা হাসি


অলমিতি বিস্তারেণ

দুষ্ট বালিকা এর ছবি

গল্প+গুজব[!] করার মতো বালিকার সাপ্লাই থাকলে এই বালিকা কি সচলের ছায়া মাড়াইতো?

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানবীরা এর ছবি

উনিশ তারিখ আসতে পারবো না, ব্যস্ত আছি। আমার ভাগের টাকাটাও লীলেনদাকে দেয়া হোক, উনি খাক আর আরো মোটা হোক।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

মন খারাপ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সিরাত এর ছবি

হুঁম। আসুম নাকি? চোখ টিপি

মামুন হক এর ছবি

আইবানা ক্যান? সাথে ভুতুমরেও নিয়া আইস হাসি

সিরাত এর ছবি

আমার এই পগ্রামগুলাতে কেমুন জানি লাগে। চোখ টিপি

মামুন হক এর ছবি

তোমার ভুত ছাড়ানোর জন্য ওঝার ব্যবস্থা থাকবে দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

আসলেই কি আড্ডা হবে!!!!!! ১৯ তারিখ!!! শনিবার!!!! মনে হয় ঈদের আগের দিন, চেষ্টা করব। ধন্যবাদ।

শাহেনশাহ সিমন এর ছবি

ঈদের আগের দিন সম্ভবত ২০ তারিখ। ঐদিন আয়োজন করা হয়েছে শনিবার দেখে, যাতে সকলেই সুযোগমত অংশ নিতে পারেন।

আড্ডা হচ্ছে, এটা নিশ্চিত ধরে নিন হাসি

-----------------------------------------------------------------------------------
আড্ডা দীর্ঘজীবি হোক!!!!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

কীর্তিনাশা এর ছবি

ওরে এইবার আর মিস নাই। যদি মইরা যাই তাও ভূত হয়া হাজির থাকুম........হ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মামুন হক এর ছবি

আপ্নে না আইলে মজা অর্ধেকই শেষ হয়ে যাইত! আসেন ইস্পিশাল লাচ্ছি থাকব আপনার জন্য হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

আমারেও 'ইসপিশাল লাসসি' না খাওয়াইলে আমি কিন্তু আমুনা...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

আমি শাহবাগে নিয়মিত আড্ডা দেই। সেখানে সচলরাও আড্ডা মারে। কিন্তু সবাই দেখি ভয়ঙ্কর রকম বুড়া! মন খারাপ (নাকি আমি অন্যগ্রুপ দেখছি!)। আবার কচি-কচি কথা শুনে মনে ধান্দা লাগে! (কই এই বয়সে আল্লা-আল্লা করব নাতি নাতনীর মুখ চাইয়া, তা না !!!)।

ইফতার পার্টিতে পোলাপানদের জন্য বিশেষ ব্যবস্থা থাকলে আসুম খাইছে
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এনকিদু এর ছবি

আপনি মনে হয় সচল মনে করে অন্য কোন আড্ডার দিকে তাকিয়েছিলেন । আমরা আড্ডা মারি ৩ টা জায়গায় । শুদ্ধস্বরে, মাশ্রুমের গাড়ির পাশে আর কঞ্চিপায় । এই তিনটা জায়গা বাদে অন্য কোথাও যদি কেউ সচলের আড্ডার ভান ধরে তাহলে নিজ দায়িত্বে সেই আড্ডায় যোগ দিবেন । কোন রকম বিপদ-আপদ এবং আশাভঙ্গের জন্য আমরা দায়ী থাকবনা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনার্য সঙ্গীত এর ছবি

মাশ্রুমের দোকান কোনটা? চারুকলার ৩ নাম্বার গেটের সামনেরটা, ছবির হাটের ভেতরের বটগাছতলারটা, নাকি...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সবজান্তা এর ছবি

হাতিরপুল মোড় থেকে আজিজে যাওয়ার পথে, আজিজের আগে, চায়ের দোকানের চৌকির উপর আড্ডা মারি মূলত। এছাড়া আজিজের সামনে মাশরুমের সামনেও মাঝে মধ্যে মারি। আর মাঝে মধ্যে সোহরাওয়ার্দি উদ্যানের ভিতরেও আড্ডা মারি।


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

না, ও ঠিকই কইছে। একদিন ছবির হাটে আড্ডা ছিলো। সবাইকে ছবির হাটে রেখে আমি মুস্তাফিজ ভাই আর আনিস ভাই ভিতরে ছিলাম। তখন এই ব্যাটার লগে দেখা। আনিস ভাই আর মুস্তাফিজ ভাইয়ের লগে পরিচয় করায়ে দিছিলাম। তাতেই তার ধারণা হইছে সচলে সব বুড়া লোকজন...

ঐ ব্যাটা, আমারে দেখস নাই? আমি তো জোয়ান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুরুজ্জামান মানিক এর ছবি

আসবো

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

শিমন শেষ পর্যন্ত নাকে দড়ি দিয়ে বাবুর্চিতে নিয়ে ছাড়বে!!!
সবাই যেহেতু আসতে পারবে কি-না, সেটা নিয়ে সন্দেহ থাকায়, আমি শিমনকে বলেছিলামে একটা বুকলেট ছাপাতে। এখনো সময় আছে।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বুকলেট ছাপাইলেও আপনের থেইকা না চোখ টিপি

তিন লাইনের মন্তব্যে ২বার নামের বানান ভুল!

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

আপ্নেতো আগে শ দিয়াই নাম লিখতেন! কবে বদলাইলেন?

শাহেনশাহ সিমন এর ছবি

আমি তো নাম দাসখতকালীন সময় থেকেই 'স' দিয়ে বানান লিখি। এই আগেটা কবে? চিন্তিত

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ফিরোজ জামান চৌধুরী এর ছবি

মাইনাস! ডাবল মাইনাস!!
এটা ষড়যন্ত্রমূলক!!!

(আমি ১৭ তারিখ খাগড়াছড়ি বা রাঙামাটি যাবো। গুড লাক। পরের আড্ডায় থাকবো আশা করি। মামুন ভাইয়ের সঙ্গে ঈদের পরপর ঢাকা ফিরে দেখা হতে পারে।)

ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।

ভুতুম এর ছবি

ঐ মামুন ভাই এইটা ক্যামন টাইমে আইলেন মিয়া? আপনের লগে দেখা হইবো না, তদ্দিনে আমি যামুগা চট্রগ্রাম ঈদ করতে। মন খারাপ

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ঠিক যে কারনে আপনি চাটগাঁ যাচ্ছেন, সে কারনে মামুন ভাই সেসময়েই দেশে আসছেন। ব্যাপার্না, উনি ২৭ তারিখ পর্যন্ত তো আছেন, চেষ্টা করেন এর মাঝে চলে আসতে।

ভুতুম [অতিথি] এর ছবি

তইলে চইলা আমুনে।

আরিফ জেবতিক এর ছবি

এই আড্ডা ১৭ তারিখ হওয়ার কথা ছিল না ?
সেটা ভেবে আমি আবার ১৯ তারিখের টিকিট কাটলাম।
যাক, দেখি কী করা যায়।
মামুন হকের সাথে দেখা করার জন্য উতলা আছি। আসতে চেষ্টা করব।

পান্থ রহমান রেজা  [অতিথি] এর ছবি

একটা গড়বড়ে টাইমে আড্ডা ফালানোয় তীব্র নিন্দা জানাইলাম।
আমি আড্ডায় আসুম না!
গ্রামের বাড়িতে তখন সূর্যাস্ত দেখুম।

সাইফুল আকবর খান এর ছবি

আইতারি! :/
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আহমেদুর রশীদ এর ছবি

জালাল ভাই দেশে এসেছেন, আশা করছি আড্ডায় আসবেন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মেহদী হাসান খান এর ছবি

সন্ধ্যায় তো? মনে হয় আসতে পারব।

জি.এম.তানিম এর ছবি

সিট রাইখো...

আড্ডা শুরু কয়টা থেকে? মানে কখন থেকে লোকজনের আগমন শুরু হবে?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শাহেনশাহ সিমন এর ছবি

আগে আসলে আগে সীট। ৫টা থেকে আমরা থাকবো

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পলাশ দত্ত এর ছবি

১৯ তারিখ মানে তো আজ রাত পোহালেই যে-দিন সেটা। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।