আধা গ্লাস প্রেম

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: মঙ্গল, ০৬/১০/২০০৯ - ২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই গল্পটা কাল্পনিক হইলেও হইতারে । আমাদের কারো কারো কল্পনায় এরকম একটা ঘটনা ঘটলে ঘইটা থাকতারে । পুরা ঘটনা না মিলুক, ঘটনার টুকরা টাকরার সাথে মিল হইব ঠিকি । ভূমিকাটা ইচ্ছা কইরাই চ্যাগায় লিখলাম, এইবার আসল গল্পে যাইগা ।

একটা বোকা ছেলে আর একটা চালাক মেয়ে মুখোমুখি বসে কাঁচের গ্লাসে করে ইহুদী নাছারাদের তৈরী ঐ যে কাল মত রঙের পানিটা আছে না, বিজবিজ করে বুদবুদ বের হয় যেটার ভেতর থেকে, সেই জিনিসে চুমুক দিচ্ছিল । চালাক মেয়েরা ভয়ংকর হয়, সবাই জানে । তবে কেউ কেউ মানে না । তবে সেই প্রসঙ্গে এখন যাব না, গেলে অকারনে এক গাদা কথা বলা লাগবে । আর সেই কথার জবাবেও আরো গাদা গাদা কথা শুনা লাগবে । তার পর আবার তারও জবাব দিতে হবে । আস্তিক-নাস্তিক অথবা ডান-বাম বিতর্কের মত ফাউ কথা বাড়তেই থাকবে কোন রকম সুরাহা হবেনা ।

যা বলছিলাম, চালাক মেয়েরা ভয়ংকর জিনিস । তো সেই ভয়ংকর জিনিস করল কী তাই শুনেন এখন । নিজের গ্লাসে দুই চুমুক মেরে, সুন্দর করে ছেলেটার সাথে নিজের গ্লাসটা আদল-বদল করে নিল । তারপর আবার চলছে আগের মত গ্লাস থেকে চুমুক মেরে সেই ইহুদী নাছারাদের তৈরী কাল মত বিজবিজানো জিনিস খাওয়া ।

একটু পর মেয়ে বলে, "কী ঘটল বুঝতে পেরেছ ?"

ছেলে কিছুই বুঝেনি জানাল ।

" আমাদের কিন্তু এখন প্রেম হয়ে গেল ", মেয়ে বলে ।

" কিভাবে ? "

" এই যে আমি এখন তোমারটা খাচ্ছি আর তুমি আমারটা খাচ্ছ, এরকম করলে প্রেম হয় ", মেয়েটা বুঝিয়ে বলে ।

এই কথা শুনে ছেলেটার বুকে যেন বিরাট এক ধাক্কা লাগল । মুহূর্তের মধ্যে বিজজজ... করে সমস্ত বুদবুদ বেরিয়ে গেলে ইহুদী নাছারাদের তৈরী কাল মত রঙের জিনিসটার যেরকম হয়ে যায় সেরকম থম ধরে বসে থাকল কিছুক্ষণ ।

ছেলেটার চিন্তা করে দেখল, প্রেম ট্রেম তো সব আসলে ভ্রান্ত ধারনা । এই বিজবিজানো তরল, এই কাঁচের গ্লাস, দোকান পাট সব উপলক্ষ্য মাত্র । আসল কাজ হল মানবজাতিকে টিকিয়ে রাখা, পান্ডার মত বিলুপ্তির মাইনকা চিপায় যেন না পড়তে হয় ।

বোকা ছেলেরাই জগতের প্রকৃত সৎ লোক । সোজা কথা ভাবে, সোজা কথা বলে । এই মেয়েকে সাথে নিয়ে আর যাই করা যাক, মানবজাতির অস্তিত্ব রক্ষার গুরুদায়িত্ব পালনের কোন ইচ্ছাই তার নেই । ছেলেটা তাই সোজাসুজি বলে দিল, " আমি প্রেম করব না । আমার কোক ফেরত দাও ।"

কিন্তু ফেরত দাও বললেই কি আর দেয়া যায় ? মেয়েটা তো ততক্ষণে আধা গ্লাসের বেশি মেরে দিয়েছে, সেগুলো কোত্থেকে ফেরত দিবে ? অতএব প্রেম না করলেও তাদের বন্ধুত্বটা বজায় রাখতেই হল ।


মন্তব্য

মামুন হক এর ছবি

হো হো হো...মজার গল্প!

হিমু এর ছবি

" আমি প্রেম করব না । আমার কোক ফেরত দাও ।"

হা হা হা হা হা! গল্প ভালৈছে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

নুরুজ্জামান মানিক এর ছবি

মজারু !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

জি.এম.তানিম এর ছবি

জটিল! হো হো হো

খালি ভাবতেসি... চিন্তিত
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জি.এম.তানিম এর ছবি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

আমিও তাই কই, থাউক । অন্য সচলেরা কি কন, থাকবো নাকি মুইছা দিমু ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নুরুজ্জামান মানিক এর ছবি

থাকুক , মুছবার কাম নাই ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

জি.এম.তানিম এর ছবি

এত লোকে কইল যখন থাউক...

তাইলে কিছু কুশ্চেন করি... আধা গ্লাসের বেশি মেরে দিলে বন্ধুত্ব করতে হয় কেন? তাইলে কি বন্ধুত্ব করলে আধা গ্লাসের শোক দূর হবে? তাইলে শেষ পর্যন্ত কে কারটা খেল? বিলই বা কে কারটা দিল?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

এনকিদু এর ছবি

আধা গ্লাস অথবা সোয়া গ্লাস এখানে মূখ্য না । মূখ্য হল কোক ফেরত দেয়া । যতখানি কোক পেটে চলে গেছে সেটা তো আর বের করে দেয়া যাচ্ছে না । কাজেই সেই কোক উশুল করার জন্য বন্ধুত্ব ধরে রাখা লাগল ।

আর টাকা পয়সার হিসাব আমি জানিনা । আমি মিস্ত্রী ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

সেইরকম হইসে! মাস্টারপিস। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অছ্যুৎ বলাই এর ছবি

ণ-ত্ববিধানের ক্যাচাল থাকলেও দার্শনিক গল্প মারাত্মক হইছে। তবে ছেলেটাকে যতো বোকা বলা হয়েছে, সে ততো বোকা হলে প্রেম করতে চায় না ক্যান? গল্পে তো দেখা গেলো মেয়েটাই ধরা। ছেলেটা অবশ্য ডরাইছে। দেঁতো হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নুরুজ্জামান মানিক এর ছবি

তবে ছেলেটাকে যতো বোকা বলা হয়েছে, সে ততো বোকা হলে প্রেম করতে চায় না ক্যান?

দার্শনিক গল্পে দার্শনিক প্রশ্ন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অনীক আন্দালিব এর ছবি

হা হা! পড়ে মজা পেলাম এনকিদু।

আমি অবশ্য অন্যভাবে চিন্তা করছিলাম। "একে অপরেরটা খেলেই যদি প্রেম হয়, তাহলে সেই বিজবিজে তরল পরিপাক আর রেচন পেরিয়ে বেরিয়ে গেলে কি প্রেম শেষ হইয়া যাইবে?" - এই প্রশ্নটা বোকা, সরল ছেলেটা রাখলে ব্যাপারটা মনে হয় জটিল হয়ে দাঁড়াতো আরো।

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মেহদী হাসান খান এর ছবি

" এই যে আমি এখন তোমারটা খাচ্ছি আর তুমি আমারটা খাচ্ছ, এরকম করলে প্রেম হয় ", মেয়েটা বুঝিয়ে বলে ।

কস্কি মমিন!

--------

গল্প ভালু লাগ্লো!

এনকিদু এর ছবি

খিয়াল কইরা ! এইটা কিন্তু কল্পনা হইলেও হইতারে চোখ টিপি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কাজী আফসিন শিরাজী এর ছবি

তীব্র হইসে...

অনুপম ত্রিবেদি এর ছবি

আহা, আহা, জোশিল্লা গপ্পো। চ্রম হইছে।

এই রকম কোক ফেরত দেওয়ার একটা গপ্পে শুঞ্ছিলাম মেয়েটা একটা "বিশেষ" সিসটেমে কোক ফেরত দিছিলো। গপ্পোটা খুব খ্রাপ, তাই এইখানে কইতাম না।

--------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পান্থ রহমান রেজা এর ছবি

মারাত্মক গল্প মিয়া!
....................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

ভুতুম এর ছবি

বেশি জুস হইছে!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

এনকিদু এর ছবি

জুস হইছে নাকি কোক হইছ ঠিক মত কন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

আপনে একটা দুষ্ট লোক দেঁতো হাসি

রেনেট এর ছবি

লিটারে লিটার কোক কিনে একা একা খাই মন খারাপ
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

আফসোস ! এখন থেকে মিরিন্ডা খাবেন, তাইলে আনন্দ পাবেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

আপ্নে লুক্টা খ্রাপ চোখ টিপি
--------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

নির্জন স্বাক্ষর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
চ্রম লাগলো। চলুক চলুক চলুক

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

মূলত পাঠক এর ছবি

আরে দারুণ তো!! মজা পেলাম অনেক!

আজকে পরপর প্রেম নিয়ে তিনখানা লেখা, ব্যাপার কী? জাতীয় প্রেম দিবস নাকি?

এনকিদু এর ছবি


MAKE LOVE NOT WAR


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জুয়েইরিযাহ মউ এর ছবি

" এই যে আমি এখন তোমারটা খাচ্ছি আর তুমি আমারটা খাচ্ছ, এরকম করলে প্রেম হয় "

" আমি প্রেম করব না । আমার কোক ফেরত দাও ।"

দেঁতো হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

আহমেদুর রশীদ এর ছবি

প্রায়ই এনকিদুর হাতে যে কোকের বুতল দেখা যায়, রহস্য তাইলে এই!

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

এনকিদু এর ছবি

আমি খাই চা, তাও কাপে । আপনি কি চা রে কোক ভাবলেন ?

বোতলে পানি খায় শাহেনশাহ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুহান রিজওয়ান এর ছবি

সিরাম হইসে... গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

খেকশিয়াল এর ছবি

হাহাহা মজারু

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি

- গল্প আগুন হৈছে। "আমি প্রেম করব না । আমার কোক ফেরত দাও।"— এই লাইনটা তো পুরাই গুল্লি! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বিপ্রতীপ এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

কাঁচের গ্লাসে করে ইহুদী নাছারাদের তৈরী ঐ যে কাল মত রঙের পানিটা আছে না, বিজবিজ করে বুদবুদ বের হয় যেটার ভেতর থেকে, সেই জিনিসে চুমুক দিচ্ছিল

জটিলস্য জটিল। গড়াগড়ি দিয়া হাসি, পেট ব্যাথা হয়ে গেছে হাসতে হাসতে। গুরু গুরু গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এনকিদু এর ছবি

পেট বেশি ব্যাথা হইলে কিন্তু প্রেম হয় । ডাক্তারের সাথে । সাবধান ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফ তাহসিন এর ছবি

পেট বেশি ব্যাথা হইলে কিন্তু প্রেম হয় । ডাক্তারের সাথে

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি বিয়াফক সত্য!! একইসাথে হৃদয়ের ব্যাথাতেও ডাক্তারের সাথে প্রেম হয়, তবে প্রেম বেশি বাইরা গেলে আবার ডাক্তার কে ওভারটেক কইরা ঐপারেও চইলা যাইতে পারে কেউ কেউ হো হো হো হো হো হো হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

বর্ষা এর ছবি

'আমি প্রেম করব না, আমার কোক ফেরত দাও।'--এইটা তো এখন একটা ক্লাসিক লাইন হয়ে গেলো হে!!!
সালুট। খুব ভালো হয়েছে। খুব খুব খুব খুব।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

এনকিদু এর ছবি

এইটা তো এখন একটা ক্লাসিক লাইন হয়ে গেলো হে

তাইলে চলেন, এখন থেকে রাস্তাঘাটে সর্বত্র এইটা বলতে বলতে একেবারে পাকাপাকি ভাবে বাগধারা বানিয়ে ফেলি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

আধা গ্লাস প্রেম,
আধা গ্লাস বন্ধুত্ব।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কাহিনীর জন্য মানিক-১ আর ডায়ালোগগুলোর জন্য মানিক-২।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

লেখা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল । সবাইকে অনেক ধন্যবাদ ।

এই লেখাটার পরপরই মামুন ভাই লিখেছেন এক ফোঁটা প্রেম ।
এর পর কেউ এক বিন্দু, এক অনু, এক পরমানু, এক ইলেক্ট্রন ইত্যাদি পরিমান অথবা বড়'র দিকে গিয়ে এক জগ, এক বোতল, এক বালতি, এক পুকুর, এক সাগর ইত্যাদি ইত্যাদি প্রেমের গল্প লিখে ফেলুন । গোটা কয়েক গল্প জমিয়ে একটা সঙ্কলন করা যেতে পারে । আজকে সবজান্তা, মেহদী আর তারেকের সাথে আড্ডা মারার সময় এই বুদ্ধিটা বের হল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জি.এম.তানিম এর ছবি

সাগরটা বুকিং দিয়ে রাখলাম। এখানে আরেকটা ব্যাপার, সাগর গল্পের সাইজও কি সাগরের মতো হতে হবে? নাকি ভিউকার্ড সাইজেই সাগর আঁটানো যাবে?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

এনকিদু এর ছবি

সঙ্কলন করার ইচ্ছা আছে যখন, "ছোট গল্প" বলতে যেমন বুঝায় তার থেকে বড় না হওয়াই ভাল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অবাঞ্ছিত এর ছবি

কেউ আমার কোক এমনে খায় না মন খারাপ

আমি ফেরত চামু না.. সত্যি !

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাইফুল আকবর খান এর ছবি

ফেরত চাইলেই ফেরত পাওন যায় না কি?! এইটা কি আর মারিকা?! খাইছে
মজারু!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নাজমুস সামস এর ছবি

বোকা ছেলে!

অতিথি লেখক এর ছবি

"বোকা ছেলেরাই জগতের প্রকৃত সৎ লোক । সোজা কথা ভাবে, সোজা কথা বলে ।"
লাইনটা গল্পের মাঝেও কেমন করে যেন সত্যি কথা বলে ফেলল।
--- শফকত মোর্শেদ। < >

তারানা_শব্দ এর ছবি

আমি কমেন্ট করমু না, আমার টাইম ফেরত দাও!!!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তিথীডোর এর ছবি

উদ্ধৃতি
'আমি প্রেম করবো না, আমার কোক ফেরত দাও'
গড়াগড়ি দিয়া হাসি
বাঁধিয়ে রাখার মতো একটা লাইন!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মেঘ রোদ্দুর এর ছবি

'আমি প্রেম করবো না, আমার কোক ফেরত দাও' দেঁতো হাসি :D দেঁতো হাসি
....মজাই মজা....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।