বরাহশিকার : সহশিকারীর চোখে

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ২১/১২/২০০৯ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বরাহশিকারের গানটা এতক্ষণে সবারই অনেক বার শোনা হয়ে গেছে ধরে নিচ্ছি । যারা এখনো শুনতে পারেননি তারা এখান থেকে একটু ঘুরে আসুন ।


বন্ধু চল আজ যাব বরাহ শিকারে মোরা
auto









শক্ত ফলা চাই, তীক্ষন ফলা চাই
auto









মস্ত সে বরাহ তাকে মারতে মোরা যাই
auto










গানটার অল্প কয়েকটা লাইন জানি মাত্র, সেখান থেকেই মাথার মধ্যে কয়েকটা দৃশ্য চলে আসল । আমি নিজে জিনিসটা যেভাবে দেখছি, এগুলো তারই প্রতিফলন ছাড়া আর কিছু না । ভক্তের চোখে বরাহশিকার - বলা যেতে পারত, কিন্তু হিমু ভাইয়ের তাতে আপত্তি আছে । অতএব এগুলো হল একজন সহশিকারীর চোখে বরাহশিকার ।

গানটির পরের লাইন গুলো জানতে পারলে আবার কয়েকটা ছবি আঁকার চেষ্টা করব । আপাতত ছবিগুলো ক্রিয়েটিভ কমন্সে উন্মুক্ত করে দিলাম । কেউ চাইলে এই ছবিগুলো ব্যবহার করতে পারেন ফেসবুক প্রোফাইলে বা অন্য কোথাও, বরাহশিকারের ধারনাটা ছড়িয়ে পড়ুক চারপাশে । বরাহ শিকারে সকলের সাফল্য কামনা করি !


মন্তব্য

হিমু এর ছবি

তোমার ছবিগুলো দেখার পর ভাবছিলাম, আমরা সবাই যদি এই বরাহশিকার থিম নিয়ে অন্তত একটা কিছু আঁকতে পারতাম, তাহলে সেগুলোকে নিয়ে একটা স্লাইডশো অ্যানিমেট করে ছেড়ে দিতাম। অথবা সেগুলো মোজাইক করে একটা ছবি বানানো যেতো।

সবার হয়তো আঁকার হাত ভালো নয় [আমি যেমন পারিই না], কিন্তু যতগুলো হয়, ততগুলো নিয়েই চেষ্টা করা যেতে পারে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এনকিদু এর ছবি

আমি নিজে আঁকতে পারি কবে বললাম । এগুলো তো কাঠি চিত্র (stick figure) এর কাছাকাছি হয়েছে । সবাই একটা করে কাঠি চিত্র আঁকলেও অনেক গুলো হয়ে যাবে । আর আসলেই আঁকতে পারে এমন লোকেরও অভাব নেই, তারাও আঁকবে আমি আশা করি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি [অতিথি] এর ছবি

আঁকতে পারলে আসলেই যোগ দিতাম আপনার আইডিয়ার সঙ্গে। পারি নাতো! ফটুকগুলো দারুণ হৈছে। চলুক

কান্ধে বল্লম নিয়া রওনা দেয়া শিকারীর বাম ঠ্যাং একটু চিকন মনে হয়, পোলিও হৈছিলো নাকি! চিন্তিত

এনকিদু এর ছবি

বাম পা ঠিকি আছে, ডান পায়ে বুটজুতা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

বরাহ শিকার এমন শক্ত করে মাথায় ঢুকে আছে যে কিছুক্ষণ পরপরই সচলে আসি গানটা শোনার জন্য।

---নীল ভূত।

মূলত পাঠক এর ছবি

খাসা এঁকেছেন মাইরি! বিশেষ করে শুয়ারটা।

এনকিদু এর ছবি

হ আমার কেন জানি শুয়োর আঁকা হয় খুব ভাল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন এর ছবি

একটা স্ট্রিপ নামায় দ্যান
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুহান রিজওয়ান এর ছবি

এনকিদু ভাই , এই স্ট্রিপটা এঁকে আর জিয়েম তানিম ভাইয়ের একটা "বরাহ শিকারী" এম্বিগ্রাম যুক্ত টিশার্ট করা যায় আজিজ থেকে ?? অন্তঃত আমরা মাশ্রুমাড্ডার সবাই চাঁদা দিলাম ?? দেখেন তো- কারণ টিশার্ট একটু আকর্ষনীয় হইলে পরিচিত অনেক পোলাপানের দৃষ্টি আকর্ষণ সোজা হবে...

_________________________________________

সেরিওজা

এনকিদু এর ছবি

অতি অতি উত্তম প্রস্তাব । আমি আছি । তানিম ভাইয়ের মতামত টা জানা দরকার, চল জিজ্ঞেস করে দেখি কী বলে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জি.এম.তানিম এর ছবি

অ্যাম্বিগ্রামের কাজ শুরু হয়েছে, আশা করি হয়ে যাবে। নিতান্তই না দাঁড়ালে ক্যালিগ্রাফি টাইপের কিছু একটা চেষ্টা করব।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

হিমু এর ছবি

বরাহশিকার অ্যানিম্যাটিকে একটা খুব নাটকীয় দৃশ্য আছে লড়াইয়ের। সুজন্দাকে অনুরোধ করে দেখি ঐটাকে টিশার্টের জন্যে পাওয়া যায় কি না।

টিশার্টের পেছনে গানটার নানা অংশ করা যায়।

যেমন, "শক্ত ফলা চাই, তীক্ষ্ণ ফলা চাই, মস্ত সে বরাহ তাকে মারতে মোরা যাই!"

কিংবা, "বন্ধু চলো আজ যাবো বরাহ শিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে!"

কিংবা, "শুনতে কি সে পায়, বল্লমেরই ঘায়, আসছে ধেয়ে আজকে তার মৃত্যুমৃত্যুমৃত্যুদূত!"

কিংবা এরকম আরো কিছু ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তিথীডোর এর ছবি

ছবিগুলো পছন্দ হলো , বিশেষত প্রথমটা!
টি শার্ট ছাড়াও কফিমগ, রিস্ট band, এগুলোতে লোগোর মত করে কাজে লাগানো যায় বোধহয়...

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এনকিদু এর ছবি

ধন্যবাদ তিথীডোর । কফিমগ, রিস্ট ব্যান্ড ইত্যাদির বুদ্ধিটাও ভাল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

মস্ত সে বরাহ তাকে
মারতে মোরা যাই। হাসি

হিমু এর ছবি

ফ্লিকারে ছবিতে ক্লিক করার পর "শেয়ার দিস" বলে একটা অপশন আসে ডানে, ওখানে ক্লিক করলে "গ্র্যাব দিস এইচটিএমেল" বলে একটা অপশন আসবে। ওখানে যে কোডটা আছে সেটা পেস্ট করে দিলে ছবিটা এখানে সরাসরি চলে আসবে।

ধন্যবাদ। বরাহশিকার জারি থাকুক। আর আপনি ছবিব্লগিং করতে পারেন তো। আপনার আঁকার হাত ভালো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

[মাথা চুলকে] আবারো...ধন্যবাদ হিমু ভাই।
হাসি

borahoshikar

এনকিদু এর ছবি

আরে বাহ, ফাইনৈছে তো !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আশাহত এর ছবি

অসাধারণ হইসে! বরাহশিকারের আগের কাঠিছবিগুলা টি-শার্টের জন্যে একটু implicit। এই symbolismএর সাথে পরিচিত না থাকলে মানুষ নাও বুঝতে পারে। কিন্তু এইটা PERFECTO!

কালো টি-শার্টে সাদা দাগ দিয়ে সামনে এই ছবিটা আর পিছে "মস্ত সে বরাহ চল তাকে মারতে মোরা যাই" ছাপাইলে জটিল হবে। কিন্তু দেশের বাইরে আমরা তো পাব না। মন খারাপ

আশাহত এর ছবি

one other thing, আমি যদ্দুর জানি, তারাটা চাঁদের ভিতরে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, নাইলে ভুল বুঝাবুঝির chance থাকে। এইখানে ঠিক আসে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।