অনেকদিন ধরে কিছুই লিখিনি সচলায়তনে। আসলে কিছু লিখতে পারছিলামনা। তবে বেশ কিছুদিন আগে অনেক রাতে আমার শোয়ার ঘরের সোফায় হেলান দিয়ে বসে ছিলাম। চোখ মুদে আসছিল। তবুও বসে ছিলাম; কারণ সেদিন কেন যেন মনে হচ্ছিল কিছু একটা লিখি। আসলে আমার এই...
ভোজনের আতিশয্যে
বিষম লাগে; প্রবল
বর্ষণে প্লাবিত
হয় চরাচর;
অনুভূতি সব সেইমত শব্দবহে একাকার
হয়ে গেছে।দু:খের রেশ সকলের উদ্গারে
(আর আহার্য বঞ্চিত যেন এক আমি!)
সুখটাও পরকীয়।
নেই নিশ্চুপ রাতের
নি:শব্দ কোলাহল হৃদয়ের আরেক গেহে;
বেতা...
চাঁদেরও স্বপ্ন ফেরি করে ফিরেছিল
বলে শুনেছি একজন
তাকে ভুলে গেছি আজ :
মনে হল অচিন চাঁদের মুখে
পৃথিবীকে খুঁজে চাঁদকে হারানো গেল।
তাকে হারিয়েছি আজ।
তারাগুলো সখ্যতা হারায়
ইচ্ছেপূরণের খেলা খেলে খেলে-
তবু তারা ভালো লাগে
ভালো ছিলে ত...
অহোরাত্র নক্ষত্রের মৃত্যু ঘটে গেছে কত!
চিন্তার আধারে অচিন্তিত ক্ষুদ্র ক্ষতি :
কোন শোকবার্তা ছিলোনা হয়ত তাই,
শোভাযাত্রা ছিলোনা কোন শোকাবহ
মনে রাখিনি কেউই, যেমন ইচ্ছেরা
নিদ্রিত চেতনে আসেনা কখনও-
সত্ত্বার মাঝেই অস্তিত্বের অলৌ...
এই তোলপাড় কোলাহলে সত্যের পারবশ্য
ক্রমেই দৃশ্য পাল্টে দেবে অযুত সূর্যোদয় কিংবা অস্ত।
প্রভাতকে সুদূরের পারে চিনে নেয়া হবে পুনর্বার-
প্রাগৈতিহাসিক দিকচিহ্ন দমিত হবে কালে তবু ধূসর মায়ার।
দর্পিত দৃষ্টি কিছু থাকবে নির্ঘুম - উদাস...
অবশেষে আধেক জীবন হিসেবের তিক্ত সারি 'পরে
নতচোখে অচেতন অবয়ব ফেলে ; দাবদহে
বিস্বাদ আঁধার নেমে গেছে সু্স্বাদু গ্রন্থিতে তার-
“কুখ্যাত আবাসে আরো কত কাল?”
পঁচনের বর্ণহীন কায়া পথ খুজেঁ ফেরে
নিশ্চুপ বাহনে মরণের এইপারে।
পৃথিবীর অবসন্ন বাতাসে বেড়ায় নাকি ঢুঁড়ে
কৈতববৎ পরম সারে...?
মায়া নিদ্রার আড়ে প্রেতের মত মরীচিকা যেন-
অধর চিরটাকাল মানবের দেহাধারে।
আত্মরতির বিধান মিলায়ে কেমন
গুহ্য পুলক ক্ষণিক অন্ধকারে!
সেই নিগূঢ় আধারে অগোচরে আছে
রূপকথা--বিরহ গাঁথা মর্ত্যাহত প্রেম
নিরীহতম প্রহর--- একান্ত আপনার
ছিল বলে অবহেলা হয়ে গেছে বুঝি :
"আজ সুহৃদ আমার অস্বীকার করো"--
একা ফেলে চলে যায় যেমন গোঁধুলি;
বুঝিনি আমার ছিলে আমারও আগে
ভ্রম তাই তাড়া করে ফসলের ভাগে।
(এরশাদ আলমগীর)
বৃষ্টি ভেজা পথে হেঁটে গেছি কত.....
নির্বাক কতক দৃশ্যপট ফিরে গেছে সাথে
একা একা পথ ভুলে গেছি
পথের মত ক্লান্ত হয়ে মেঘলা
দিনে উল্টোপথে বাতাসকে ধেয়ে
গেছি অদৃষ্টের মত.....
(এরশাদ আলমগীর)
পৃথিবীর সব সুখ সাথে করে
ঘরে ফেরে ওরা
চাদেঁর সাথে---ভুবনের রথে এ
চংক্রমিত পথরেখা ছেঁড়া
বিটপের মত পিষে যায়
সারি সারি সুখ ধেয়ে ধেয়ে
অনেক কাছের গেহে হায়!
তবু দূরে পড়ে থাকে পথপাশে
জীবনের দীর্ঘশ্বাস
বিগত সবুজ দেহে;
আকাশের লাশে ----মেঘেদের পিঠে
স্বপ্ন-কৃকলাস।
(এরশাদ আলমগীর)