অসমীকৃত

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: শনি, ১৭/১১/২০০৭ - ৪:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চাঁদেরও স্বপ্ন ফেরি করে ফিরেছিল
বলে শুনেছি একজন
তাকে ভুলে গেছি আজ :
মনে হল অচিন চাঁদের মুখে
পৃথিবীকে খুঁজে চাঁদকে হারানো গেল।
তাকে হারিয়েছি আজ।
তারাগুলো সখ্যতা হারায়
ইচ্ছেপূরণের খেলা খেলে খেলে-
তবু তারা ভালো লাগে
ভালো ছিলে তারাগুলো
এভাবেই দূরে সরে।
পৃথিবীতে আরো আছে বিলসন কত!
কত রগড়! প্রমোদন অযুত।
নরনারী শিখে নেয় প্রতিদিন-
ভুলে যায়, বুঝে ফ্যালে; শিখে নেয়।
নরনারী বেঁচে উঠে মরে যায়,
জেগে উঠে- নতুন খেলায়।
মেঘ 'পরে ছায়া ফেলে আজও আছে বেঁচে
এক তাল আতশবাজি-
নির্বিঘ্ন আলোকবর্ষ দূরে;
ভালো আছে সে-ই বড়
তাই যাচি রাত শেষে প্রতিদিন তারে
(......দিনান্তে রাতভর চাঁদ বড় পর হলো।)


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

"তারাগুলো সখ্যতা হারায়
ইচ্ছেপূরণের খেলা খেলে খেলে-
তবু তারা ভালো লাগে
ভালো ছিলে তারাগুলো
এভাবেই দূরে সরে।"......
এই লাইনগুলো কেন জানি বেশী মনে ধরলো !

এরশাদ আলমগীর এর ছবি

ধন্যবাদ দাদা....

শেখ জলিল এর ছবি

......দিনান্তে রাতভর চাঁদ বড় পর হলো।
ঠিক তাই! আপনার কবিতাগুলো পড়তে বেশ ভাল্লাগছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

এরশাদ আলমগীর এর ছবি

ধন্যবাদ জলিল ভাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।