কবিতার পংক্তি যেন ঝাপসা প্রতিটি সকাল--
উদ্দেশ্যহীন কর্মব্যস্ততা উপায়ের খোঁজে;
সরে সরে যায় কুয়াশার পর্দার আড়ালে
কিছু নিগূঢ় চিহ্ন---বোধ এর অনুভূতি
শুধু খসড়া গল্প হয়ে
আনকোরা অভিজ্ঞতায় চাপা পড়ে যায়
অস্থির রেলের পাটাতনে কোন লাজুক প্রেমিক যেন
হারিয়ে ফেলেছে না-বলা কতক অর্থহীন শব্দাবলী খুব
আপন চোখের জিজ্ঞাসু চাহনী পিছে ফেলে।
-(এরশাদ আলমগীর)
মন্তব্য
আনকোরা হলে আরেকটু ভালো দেখাতো মনে হয়!
কি মাঝি? ডরাইলা?
অসংখ্য ধন্যবাদ দ্রোহী ভাইকে । এরপর থেকে তাই-ই হবে-এরশাদ আলমগীর।
নিগূঢ় কবিতা পড়া হলো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভালো লেগেছে।
"শুধু খসড়া গল্প হয়ে
আনকোড়া অভিজ্ঞতায় চাপা পড়ে যায়"
ভাল লাগলো পংক্তি গুলো।
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
হাসান , আরিফ এবং অমিত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন