অবশেষে আধেক জীবন হিসেবের তিক্ত সারি 'পরে নতচোখে অচেতন অবয়ব ফেলে ; দাবদহে বিস্বাদ আঁধার নেমে গেছে সু্স্বাদু গ্রন্থিতে তার- “কুখ্যাত আবাসে আরো কত কাল?” পঁচনের বর্ণহীন কায়া পথ খুজেঁ ফেরে নিশ্চুপ বাহনে মরণের এইপারে।
হুম! ঠিক।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
মন্তব্য
হুম! ঠিক।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন