এইভাবে কতবার হারিয়েছি আমি--
অচেনাকে ভুলে গিয়ে কতবার, কতবার!
আঁধারের গ্রাসে ত্রস্ত কিছু প্রাণ
কখনো কি জানে আমাদের হারাবার কিছু নেই?
খুঁজে পাবোনা কিছুই যা হারায় অহর্নিশ,
হারিয়েছি তাই মানি------
আমাদের হারাবার কিছু নেই;
কত কন্ঠস্বর চাপা দিয়ে গেছে নির্বীজ মস্তিস্ক---শেষবার
কবে যেন ছিল?----সময়ের মতই বিস্মৃ...
কবিতার পংক্তি যেন ঝাপসা প্রতিটি সকাল--
উদ্দেশ্যহীন কর্মব্যস্ততা উপায়ের খোঁজে;
সরে সরে যায় কুয়াশার পর্দার আড়ালে
কিছু নিগূঢ় চিহ্ন---বোধ এর অনুভূতি
শুধু খসড়া গল্প হয়ে
আনকোরা অভিজ্ঞতায় চাপা পড়ে যায়
অস্থির রেলের পাটাতনে কোন ...
কোলাহলে কেটে গেছে বহুদিন
নিরবতা দূরে সরে আছে অযুত বছর
বাঁ হাতের উল্টোপিঠে শিশিরের কাঁচা দাগ
ধূসর আলেখ্যে জল রং ছেড়ে গেছে-
নির্ভুল দ্বিবাস্বপ্নের মত ভ্রান্ত শুধু স্মৃতি।
-(এরশাদ আলমগীর)