• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বাংলাদেশের বর্তমান অস্থিরতা ও ঘোলা পানির মাছ শিকারী!

এস্কিমো এর ছবি
লিখেছেন এস্কিমো (তারিখ: বিষ্যুদ, ২৩/০৮/২০০৭ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা বিষয় লক্ষ্য করার মতো...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দুই দিনের ঘটনায় অনেকে অনেক কথা বললেও জামাতীরা নিরব ছিল। এটা অবাক হবার মতো কিছু না। কারন - এরা হাই কমান্ডের নির্দেশ ছাড়া কোন নিজস্ব মতামত রাখে না বা প্রকাশ করে না।

আজ সরকার তাদের অবস্থান পরিষ্কার করেছে - এখন জামাত যথেষ্ঠ নিরাপদ বোধ করছে। স্বাভাবিক ভাবেই।

যা হোক ..জামাতী প্রপাগান্ডা থেকে সাবধান। কারন তাদের উদ্দেশ্য আর আশা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নি:শেষ হয়ে যাক ..মাঠে থাকবে শুধু জামাত। ভোটের সময় জামাত ছাড়া আর কোন বিকল্প থাকবে না।

একটু লক্ষ্য করলেই দেখা যাবে - পাকিস্থানে দূর্নীতির দায়ে নির্বাসিত নেতা বেনজিরকে হাতে পায়ে ধরে ফিরাতে চেষ্টা করছে মুশাররফ। দুর্নীতি নির্মূলের নামে দেশে মৌলবাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে - এখন লাল মসজিদের ঘটনা সেখানে স্বাভাবিক। এটা হতে দেওয়া ঠিক হবে না।

সুতরাং জামাতী প্রপাগান্ডার বিষয়ে সবাই সতর্ক থাকুন। পরিস্থিতি একসময় ঠিক হবে। কখন এবং কিভাবে হবে তা নির্ভর করছে সরকারের দূরর্দর্শীতা আর ধৈর্য্যর উপর। সরকার যদি এরশাদকে অনুসরন করে - তা হলে পরিনতি হবে এরশাদের মতোই..সন্দেহ নেই।

এই রকম অবস্থায় পারষ্পারিক বিশ্বাস আর যোগাযোগ খুবই জরুরী। সেটা কথা বলা বন্ধ করে বা কার্ফু জারি করে হয় না। প্রচুর সংলাপের প্রয়োজন। আপাতত মনে হয় সেটার সম্ভাবনা কম।

তবে আশাবাদী - দ্রুতই একটা সমাধানের পথ পাওয়া যাবে। যেহেতু স্টিয়ারিংটা সরকার তথা সেনাবাহিনীর হাতে - পদক্ষেপটা তাদেরই নিতে হবে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী বলব এস্কিমো ভাই, সামহয়্যারইনে তো লেখাই হয়না। ঢাবি নিয়ে সচলায়তনের পোস্টটা সেখানে দিয়েছি মাত্র, আর অশ্রু নামের এক ব্লগার লিখল এখানে এই ধরনের পোস্ট না দিতে। এতে নাকি সামহ্য়্যারইন বন্ধ হয়ে যেতে পারে। এই ব্লগারের আরো কিছু আপত্তিকর লেখা পড়েছিলাম। এরা আসলে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে জামাতি আদর্শ প্রচারেই বেশী আগ্রহী।

পোস্টটা এখানে দেয়ার জন্য ধন্যবাদ।

জ্বিনের বাদশা এর ছবি

"প্রচুর সংলাপের প্রয়োজন" এইটা আমাদের উর্দীরাও বুঝেনাই কোনদিন, ছাত্ররাও বুঝেনাই!
মাঝখান থেকা লাভের গুড় শ্রুড জামাতিরা সবসময়েই খাইছে।

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।