আমি এখানে !!! হা হা হা

এস্কিমো এর ছবি
লিখেছেন এস্কিমো (তারিখ: সোম, ০২/০৭/২০০৭ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধন্যবাদ আরশাদ রহমান..

ধন্যবাদ সবাইকে ...

আশা করি একটা চমৎকার যায়গায় এসে পড়েছি ..

ধন্যবাদ সচলায়তন ...


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

হুম!
পোস্টান।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুজন চৌধুরী এর ছবি

আপনার নামের মধ্যে ১টা কানাডা গন্ধ আছে।
থাকেন কুন তল্লাটে ?
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কেমিকেল আলী এর ছবি

আরে কে এইখানে?
আমি কিন্তু আপনার লাইগা সুপারিশ করছি, বিশ্বাস না হলে অপেক্ষামানদের তালিকা পোষ্টে দেখেন!!

আপনাকে স্বাগতম!!!!!

দ্রোহী এর ছবি

কি মাঝি এস্কিমো? ডরাইলা?
__________
কি মাঝি? ডরাইলা?

আরিফ জেবতিক এর ছবি

হুম,বসে বসে বেতন নেন।ছাগুও নাই,আপনাগো একশনও নেই।

তবে লেখালেখি না করলে বেতন কাটা যাবে।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

দ্রোহী এর ছবি

জেবতিকদা কি আমারে কিছু কইলেন?
আমি ছাগু বিনে, ঘোর সংকটে!!!!
__________
কি মাঝি? ডরাইলা?

কেমিকেল আলী এর ছবি

দ্রোহী, কই থাকেন আজকাল? হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যায় না?

দ্রোহী এর ছবি

খাইটা খাই!! আগে বইসা বইসা খাইতাম, এখন খাইটা খাইতেছি। আগামী মাস থেকে আবার বসে বসে খামু, তখন দেখতে দেখতে চোখে ছানি পড়ে যাবে আবার। তাছাড়া, কিছুদিন ছাগুর পু×কি রেষ্টে থাকুক। দরকার আছে...
__________
কি মাঝি? ডরাইলা?

অরূপ এর ছবি

তাছাড়া, কিছুদিন ছাগুর পু×কি রেষ্টে থাকুক। দরকার আছে...

ট্রলিং সংক্রান্ত আলোচনা নিরুৎসাহিত করা হল
দ্রোহীর ব্লগে লেখালেখির চিহ্ন পাওয়া যাচ্ছে না
চিন্তিত

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

কেমিকেল আলী এর ছবি

হেইডা কইলেও তো বুঝি যে খাইটা খাইতেছেন। ব্যস্ত আছেন।
একদম চুপ থাকলে মন আকুবাঁকু করে!!
যাই হোক আজ ফাঁকা হইলাম,

আপনার এইখানে এইটাই পোষ্ট, সেই একটা পোষ্টে ৩ বার খুইজা আইছি!!
পইড়া দেইখেন!!

দ্রোহী এর ছবি

আর বেশীদিন না, মাত্র ২৯ দিন। তারপর আবারও নিয়মিতভাবেই থাকবো।
__________
কি মাঝি? ডরাইলা?

অরূপ এর ছবি

স্বাগতম এস্কিমো,
সচলায়তনে আসলে কিন্তু লেখালেখি আর মাথা ঠান্ডা রাখার দায়িত্ব নিয়ে আসতে হয়। শুরু হোক এস্কিমোর বর্নময় ওয়েব লগিং (‌‌Y)

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

আরশাদ রহমান এর ছবি

স্বাগতম এস্কিমো। ইমেল চেক করে আওয়াজ দেন জলদি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বাগতম ! স্বাগতম !! স্বাগতম !!!

দৃশা এর ছবি

স্বাগতম...
হুইত... হবে এস্কিমো ভাইসাব আইছে...... ছাগু ছাগু কইরা সবাই ম্যাতকার তুল্লেন কেন...তার দাম আর না বাড়াইলে কি হয় না?

দৃশা

ঝরাপাতা এর ছবি

স্বাগতম।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

এস্কিমো এবার কিছু ইগলুর গল্প ছাড়ুন তো ভাই
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস্কিমো এর ছবি

আমি আমোদিত...উদ্বেলিত এবং আহালাদিত।
সবাইকে ধন্যবাদ।

আমি মুলত পাঠক...এবং সমালোচনা করতে লজ্জিত নই।

ইগলুর গল্প হবে।

থাকি টরন্টোতে ...কিন্তু মনটা থাকে ঢাকায়....নাখালপাড়ার গলিতে

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

অরূপ এর ছবি

আমি মুলত পাঠক...এবং সমালোচনা করতে লজ্জিত নই

বাহে, পাঠক/সমালোচকের চেয়ে লেখক হিসেবে দেখতে আগ্রহী। এটা লেখকদের আড্ডা হাসি
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

হযবরল এর ছবি

এস্কিমো নিয়া গতকাল একটা জোক পড়লাম রিডার্স ডাইজেস্টে, খুব নির্বিষ জোক

''দুই এস্কিমোর শাদী হইছে। মনে খুব আনন্দ। বাসর রাতে ঘুমাতে গেছে দুইজন। সকালে ঘুম থেইকা উইঠা মরদ দেখে বউ ছয় মাসের প্রেগন্যান্ট। একটু হতভম্ভ হয়া মরদ কইলো,তুমি এমন করতে পারলা । বউ কইলো,হঅ এক হপ্তা ভি তোমার তর সইলো না, এক রাতেই এই কাম কইরা আমার দিকে অঙ্গুলি তাক করো ।''

শুভাগমন সচলায়তনে।

আড্ডাবাজ এর ছবি

স্বাগতম, ইগলু আইসক্রীম এনেছেন? এই গরমে ছাগমুক্ত পরিবেশের বড্ডো দরকার!!! ধন্যবাদ।

এস্কিমো এর ছবি

অরূপ - ভয় পাইছি। তবে আমি রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে যাই না।

হযবরল - ভাইরে এমন রেডিমেইট যদি পাওয়া যেত মন্দ হতো না।

অলৌকিক - তারপর ধন্যবাদ।

আড্ডাবাজ - সবুরে মেওয়া ফলে...

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

তারেক এর ছবি

স্বাগতম এস্কিমো!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।