জল ঝরে গেলে

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ২৮/১২/২০০৭ - ৯:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জল ঝরে গেলে আকাশও ভাসে শুন্যতা গহীনে
সোহাগী নদীরা গোঙিয়ে বলে ,ও মাঝি ধরো তান
আবার এসো চাঁদরাত চিরে ভাসিয়ে লাল সাম্পান
তীর্থপাতালের ঢেউগুলো গোণে ,লিখে রাখো পুরাণে।

আমিতো কেবল পাতাল হয়েই দ্বিধাহীন দরদে
গোপন আয়না হাতে নিয়ে বসে খুঁজেছি মেঘের মুখ
তুমি কি তবে অরূপ তারাদের স্তবক জড়ানো সুখ
স্মৃতি রেখে যাও আলো-করতলে পৃথিবীর প্রতিপদে।

পূণ্য-পাপের রতিরাত দ্যাখো আমার হাতেই বুনা
আমিই এসে মাত্রিক দহনে গড়েছি যে খেয়াঘাট
তারপর শুধু মানুষ সমীপে খুলেছি জলকপাট
জমিয়ে রেখেছি , তোমাকেই দেবো মাটির নেত্রকোনা।

নেবে কি না বলো , এই দানটুকু এই বিভাজিত রেখা
জল ঝরে গেলে আকাশও যে কাঁদে ,ভাসে শুধু একা একা ।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

ভালো লাগলো।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।