নামতার নৃত্যদৃশ্য

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ০৭/০২/২০০৮ - ৭:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নামতার নৃত্যদৃশ্য
ফকির ইলিয়াস
-----------------
পাতাগুলো ঝরে পড়ার পর নি:স্ব হয়ে যায় যুগল প্রশাখা| সংখ্যার সংগ্রহে জমেছিলো যে সবুজ, তারা ও খুঁজে নেয় হিমযুগের প্রথম
প্রবাহ| মেঠোমন এঁকে রাখে ভালোবাসার নদী ও নামতার নৃত্যদৃশ্য|
বিন্দু বিদ্যুত, পশলা ছায়া হয়ে অনুসরণ করে দিগন্তের মন্থন প্রস্খান|
আমাদের ও আশ্রয় ছিল কালের মিথ ও মন্থনে| গলিপথ, লালফিতা
বিকেলের শষ্যসূর্য, সবই ছিল নুপুর নিসর্গে| মধ্যাকর্ষন বিষয়ক নীলেভাসা আকাশ সঞ্চয় করে আমরা ফিরে যেতাম গোপন খামারে| সংরাগ-যোজনে গর্বিত গ্রহ যেই স্বপ্নের পৃথিবীকে ঘিরে|


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

স্বাগতম ফকির সাহেব ...

পুতুল এর ছবি

চমৎকার! ফকির ভাই।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচল হওয়ায় অভিনন্দন।

নজমুল আলবাব এর ছবি

চমৎকার।

সচল হওয়ায় অভিনন্দন।

ভুল সময়ের মর্মাহত বাউল

ফকির ইলিয়াস এর ছবি

হা প্রিয় আলবাব, ৩০ বছর লেখালেখির পর
নতুন করে সচল হয়ে ভালোই লাগছে ।
থ্যাংকস ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।