আঁধারের উত্তরাধিকার

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ০৮/০২/২০০৮ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আঁধারের উত্তরাধিকার
----------------------
নিভিয়ে বাতির ছায়া পথ খুঁজি গুহার গহীনে
উত্তরে এসেছি রেখে জনকের প্রিয় ভিটেমাটি
যদি চাও নিতে পারো বেদনার জল পরিপাটি
দেবো আরো ভুলচুক ঢেলে এই কালের জমিনে।

তারপর অনাহত দ্বিআকাশে ছড়িয়ে পরাগ
উড়াবো কুয়াশা ঘুড়ি হাতে রেখে যৌথ নাটাই
চাই না কিছুই আর যদি পথে তার দেখা পাই
আঁধারে উৎস খুঁজে যে সকাল ছুঁয়েছে বিরাগ।

কিছুই বলার নেই, খুব বেশী নেই পরিমিতি
জেনেছি ধুসর আয়ু জীবনের ভাব নিয়ামক
কামের বাগানে তাই প্রেম বুঝি প্রথম দ্রাবক
ক্ষয়ের অণুতে বাঁধা চলমান নিগুঢ় নিয়তি।

প্রহর বদলে গেলে স্থায়ী হয়ে মৌন আঁধার
হাতে হাত রেখে খুঁজে প্রণয়ের উত্তরাধিকার।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।