নদীভৈরবী
=======
কামনার উপাত্তে ডুবি, নদীভোর পাশে রেখে
অন্য আঁধারে ঢাকা প্রতিবেশী যৌবন-অভিসারী
চোখ আর সঞ্চিত তাপগুলোর জমাট শরীর দেখে।
শোভাযাত্রা শেষ হলে সারিবদ্ধ মানুষ ও প্রস্তুত
হয় ঘরে যেতে। মেয়াদ উত্তীর্ণ আগুন এবং শুভাশুভ
বয়সের সীমারেখা তখন খোঁজে না সুপ্তির বিস্তার।
আবারো বিভক্ত হই। চাঁদের চতুর্থ নয়নে চিত্রিত
হয়ে নারীরা যেমন খোঁজে নদীর ভৈরবী বিলাস
আর নরের বাহু বেষ্টনী, স্রোত এবং শ্রুতির দ্যোতনা ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন