বইবেলা

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ২৮/০২/২০০৮ - ৯:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাঁজরে প্রচ্ছন্ন মুদ্রণ প্রমাদ। চোখেমুখে লেগে আছে নেশা।শব্দের,
সংগমের, সহবাসের।সমুদ্রের কাছ থেকে সাবধানতা শিখে বহু
দূর পর্যন্ত বাড়িয়েছি বিস্তার। নিস্তার নেই জানি , তবু প্রথম পাপড়ি
কিংবা পাতা ছেঁড়া ভোর সংগ্রহ করে হেঁটেছি গ্রহণ গন্তব্যের কাছে

সব গন্তব্যই একদিন শেষ হয়ে যায়। সব কথা ও মিলায় মন্তব্যে।
যারা পাঠগামী , কেবল তারাই রক্তকল্পে লিখে রাখতে পারে সব
সম্ভাব্য আলোলিপি।চন্দ্রভঙিমায় এপর্যন্ত আলোচিত অনুনিদ্রায়
যেভাবে 'বইমেলা' হয়ে যায় 'বইবেলা' মু্দ্রণের আদি প্রমাদছায়ায়


মন্তব্য

দ্রোহী এর ছবি
ফকির ইলিয়াস এর ছবি

প্রশ্নটা বুঝলাম না , দ্রোহী ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।