সযত্মে ঘুমিয়ে থাকে সববীজে বিকল্প সুন্দর
ফকির ইলিয়াস
--------------------------------------------------------
সযত্মে ঘুমিয়ে থাকে সব বীজে বিকল্প সুন্দর। মানুষের চিত্রায়ণে গ্রহ চিনে শ্রেষ্ঠ উপার্জন। মনজ মেরুতে যত বর্ণনার সূর্য ভাষাকথা। প্রথা বিরোধী রোদ বুনে তাঁত দৈনিক নিয়মে। এসব ছন্দনিয়ম মেনে চলে তৃণের তুফান। নির্দিষ্ট সময় দিয়ে বৈভবের বিরহ গজলে। ফলে যারা গৃহমুখী, তারা শুধু ভোরের বারুদে। জ্বলে ওঠে বারবার জন্ম দেয় মানচিত্রী মন। পতাকার পাদদেশে তারপরও খুঁজে রক্তস্মৃতি। নিকষিত নদীগুলো যে ধারা শুধু বয়ে যায়। ছায়ার বিকল্প ছায়া, প্রেমময় সবুজ বাংলায়। থাকো তুমি স্বপ্নমেঘ, থাকো শব্দচারু। চন্দ্রিমার চৈতালী কারু।
মন্তব্য
খুব কবিতা লেখা হচ্ছে না , ইলিয়াস ভাই ?
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
আমার আর লেখা !
আপনার খবর কি ?
বই বেরুলো কিছু ?
কবিতা জবর ,
চিত্রখানা কি আপনার অঙ্কিত?
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
জ্বি না ।
দুর্দান্ত
০২
আপনি তো গান গাইতেন এবং লিখতেন
খালি গলায় দুয়েকটা গান গেয়ে সচলায়তনে দিয়ে দিলে শুনতে পারতাম
গান তো অনেক বাউল শিল্পী অনেক গেয়েছেন।
দেবার টেকনিক জানা নাই । কিভাবে দেবো ?
জানালে চেষ্টা করতে পারি , প্রিয় কবি ।
এই যে এখানে
সচলায়তন সিস্টেম করে রেখেছে অডিও দেবার
"ছায়ার বিকল্প ছায়া, প্রেমময় সবুজ বাংলায়। থাকো তুমি স্বপ্নমেঘ, থাকো শব্দচারু। "
কেমন যেন,কোথায় যেন ছোঁয়া দিয়ে যায়...
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
কেমন আছেন ?
শুদ্ধস্বর'' -১০ পেলাম । পড়লাম।
মেহদী/ লীলেন/ ফারুক ওয়সিফ এর লেখা খুব ভালো লেগেছে।
সম্পাদকের ''অন্ত:ক্ষরণের ধ্বনি'' আরো বিস্তারিত হতে পারতো।
েবশ !
ধন্যবাদ
নতুন মন্তব্য করুন