ঢালু জমিনের বুক

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ২৫/০৩/২০০৮ - ৬:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঢালু জমিনের বুক ভেসে যাচ্ছে রক্তপ্রবাহে। গ্রহে ও লেগে
যাচ্ছে এইসব শোকের ছায়া। মায়া নেই, আজ প্রমত্ত পদ্মার
বুকে আমরা ভাসিয়ে যাই আমাদের ক্ষুদ্র রণতরী।

আপাতত: ফিরে আসার প্রত্যয় নিয়ে , আগরতলাই গন্তব্য
আমাদের। ফের দেখা হবে মা গো ! জাগো পুত্র, জাগো কন্যা !
তোমার ডাকে আমরা নিরন্তর জেনে যাই -----
যুদ্ধই জন্ম দিতে পারে একটি নতুন সত্তার ,
যুদ্ধই মানবতার পরিত্রাণ , জীবনের উৎস অপার ।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

এক কথায় অসাধারণ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ফকির ইলিয়াস এর ছবি

স্বাধীনতা দিবসের লালগোলাপ শুভেচ্ছা

তারেক এর ছবি

(বিপ্লব)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ফকির ইলিয়াস এর ছবি

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

শেখ জলিল এর ছবি

যুদ্ধই জন্ম দিতে পারে একটি নতুন সত্তার ,
...সত্য।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফকির ইলিয়াস এর ছবি

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিন

রাশেদ এর ছবি

ভাল্লাগছে।

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ

মাহবুব লীলেন এর ছবি

যুদ্ধই মানবতার পরিত্রাণ , জীবনের উৎস অপার ।

এ যুদ্ধের প্রতিপক্ষ যারা তাদের শরীরে কোনো ইউনিফর্ম নেই টার্গেট করে গুলি করার মতো
এ যুদ্ধের প্রতিপক্ষ যারা তাদের তাদের ব্যারাকে কোনো পতপত করা পতাকাচিহ্ন নেই সহজেই চিনে ফেলার মতো

তাই বন্ধু নজর রেখো পাশের বন্ধুটির দিকেও
হয়তোবা শত্রু পক্ষের বিশেষ নির্দেশেই সে তোমার বন্ধু হয়ে আছে বহুকাল থেকে

ফকির ইলিয়াস এর ছবি

খুবই সত্য কথা বলেছেন , লীলেন।
শুভেচ্ছা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।