ইংলিশ চ্যানেল পেরিয়ে আসতে চেয়েছিলাম তোমাদের পাড়ায়
পথে বাধ সাধলো খরার উত্তাপ। চৈত্র ও যে নিজস্ব চ্যানেল
খুলে বসে আছে , তা আগে জানা ছিল না আমার।
কালো ছাতার ছায়া দখল করেছে ধূসর ডিশ নেটওয়ার্ক
দিঘীগুলো বেদখল হবার পর , যথাস্থানে সুইমিং পুল
গড়ে তোলার ইজারা ও দিয়ে দিয়েছেন কেউ কেউ
এসব কীর্তিকলাপ দেখে দেখে আমি যখন পাড়ার দিকে
এগুচ্ছি , তখনই বিপুল হরকরা এসে আমাকে খরব দিলো,
তুমি বাড়ি নেই
একসের চালের জন্য থানাসদরে লাইনে দাঁড়িয়েছো
সেই কাকসকাল থেকে
সেখানেও তোমাকে ঘিরে রেখেছে কয়েকটি
সরকারি ও বেসরকারি (তদারকি) চ্যানেল ।
মন্তব্য
"একসের চালের জন্য থানাসদরে লাইনে দাঁড়িয়েছো
সেই কাকসকাল থেকে
সেখানেও তোমাকে ঘিরে রেখেছে কয়েকটি
সরকারি ও বেসরকারি (তদারকি) চ্যানেল ।"
কী প্রচন্ড কশাঘাতে সব ভেঙ্গে চুড়ে চৌচির!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
একজন কবি আর কি ই বা করতে পারে !
ধন্যবাদ , আপনাকে।
ভীষণ ধারালো হয়েছে।
ধন্যবাদ
দ্যা মোর কাভারেজ
দ্যা মোর বিজনেস্......
কালবেলা
নতুন মন্তব্য করুন